এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 5 July, 2023 2:11 PM IST

কৃষিজাগরন ডেস্কঃ গ্রাম হোক বা শহর, কৃষকরা তাদের আয় বাড়াতে গরু বা মহিষ পালন করে থাকে। গরুর খামারিরা প্রতি মাসে দুধ বিক্রি করে ভাল টাকা আয় করতে পারছেন। কিন্তু আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে দামি গরু কোথায় পাওয়া যায়? এর দাম কত? যদি না জানেন তবে আজ আমরা এই সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের জানাব।

এই গরুর দাম

যে গরু নিয়ে আমরা আজ কথা বলছি তার নাম Viatina-19 FIV Mara Imovis। ব্রাজিলে এই গরুর দাম প্রায় ৪ মিলিয়ন ডলার (৩২ কোটি টাকা)। সম্প্রতি এই গরুর এক-তৃতীয়াংশের মালিকানা প্রায় চার কোটি টাকায় বিক্রি হয়েছে।সে অনুযায়ী এটি বিশ্বের সবচেয়ে দামি গরু হিসেবে বিবেচিত হচ্ছে। এখানে লক্ষণীয় যে এই গরুটি নেলোর জাতের।ভারত থেকেই পাঠানো হতো ব্রাজিলসহ অন্যান্য দেশে।

আরও পড়ুনঃ বর্ষায় এই উপায়ে ছাগলের যত্ন নিন, রোগবালাই থাকবে দূরে

ভারতে এই গরুটি অন্ধ্র প্রদেশের নেলোর জেলায় পাওয়া যায়। এখান থেকেই Viatina-19 FIV Mara Imovis- কে ব্রাজিলে নিয়ে যাওয়া হয়। ধীরে ধীরে এই গরু সারা বিশ্বে বিস্তৃত হয়। বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে দামি গরুর মর্যাদা পেয়েছে। উল্লেখ্য, বিশ্বে নেলোর জাতের গরুর সংখ্যা প্রায় ১৬ কোটি। তাদের বয়স সীমা প্রায় ১৫-২০ বছর।

আরও পড়ুুুনঃ গবাদি পশুর উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব

বলা হয়ে থাকে নেলোর জাতের গাভী যেকোনো তাপমাত্রায় বাঁচতে পারে। এটি সাধারণ গরুর চেয়ে বেশি দুধ দেয়।শরীরের উপকার করে এমন অনেক পুষ্টি উপাদান এদের দুধে পাওয়া যায়। যে কারণে সারা বিশ্বে এই গরুর দাম অনেক। তাদের রঙ চকচকে সাদা হয়। 

English Summary: World's most expensive cow reached abroad from India, you will be shocked to hear the price
Published on: 05 July 2023, 02:11 IST