'রাক্ষুসে মাছ'-বিপদ কোথায়? 'MFOI, VVIF কিষাণ ভারত যাত্রা' গুজরাটের বিভিন্ন গ্রামে পৌঁছে কৃষকদের সম্মানিত করেছে কাঁচা আম খেলে হিট স্ট্রোক প্রতিরোধ হবে এবং এই সমস্যাগুলো দূর হবে!
Updated on: 15 September, 2021 11:42 AM IST
Nabanna scholarship 2021 (image credit- Google)

পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য একটি সরকারি স্কলারশিপ হল নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ। যেসব ছাত্র ছাত্রীরা মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা কলেজের পরীক্ষায় পাশ করে পরবর্তী ক্লাসে ভর্তি হয়েছেন তারা নবান্ন স্কলারশিপ 2021 বা উত্তরকন্যা স্কলারশিপ 2021 -এর আবেদন করতে পারবেন। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার নিরিখে এই স্কলারশিপে আবেদন করলে প্রতিবছর 10 হাজার টাকা পাওয়া যাবে।

প্রসঙ্গত নবান্ন স্কলারশিপ ও উত্তর কন্যা স্কলারশিপ উভয়ই একই স্কলারশিপ, শুধু নামে আলাদা। দক্ষিণবঙ্গের ছাত্র-ছাত্রীরা নবান্ন স্কলারশিপ হিসেবে জানে, আর উত্তরবঙ্গের ছাত্র ছাত্রীরা উত্তরকন্যা স্কলারশিপ  হিসেবে জানে।

নবান্ন স্কলারশিপ আবেদনের যোগ্যতা:

১) নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ আবেদন করার জন্য বিভিন্ন কোর্স অনুযায়ী আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার মান রয়েছে। যেসব ছাত্র-ছাত্রী মাধ্যমিকে 65 শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছে, আবার যেসব ছাত্র ছাত্রীরা উচ্চ মাধ্যমিকে 60% নম্বর নিয়ে কলেজে ভর্তি হয়েছে, অথবা যে সমস্ত ছাত্র ছাত্রীরা কলেজে 55% নম্বর নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তারা এই নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ -এ আবেদন করতে পারবেন।

২) নবান্ন স্কলারশিপ 2021 -এ আবেদন করার জন্য আবেদনকারীর পারিবারিক বাৎসরিক আয় 60 হাজার (60,000/-) টাকার কম হতে হবে।

৩) আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।

৪) যেসব ছাত্র ছাত্রীরা Swami Vivekananda Merit Cum Means Scholarship -এ আবেদন করেছেন অথবা আগে থেকেই অন্য যেকোনো সরকারি স্কলারশিপ পাচ্ছেন তারা নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ -এ আবেদন করতে পারবেন না।

কত টাকা দেওয়া হবে?

নবান্ন স্কলারশিপ -এ আবেদন করলে প্রতিবছর 10,000/- টাকা পাওয়া যাবে। তবে বিভিন্ন কোর্সের সময়সীমা ও কোর্সের খরচ অনুযায়ী টাকার পরিমান বাড়তে পারে।

আরও পড়ুন -Odisha CM Disburses Rs 742.58 Crore: ওড়িশার মুখ্যমন্ত্রী কৃষকদের ৭৪২.৫৮ কোটি টাকা বিতরণ করেছেন

প্রয়োজনীয় ডকুমেন্টস(Nabanna Scholarship Documents)

নবান্ন স্কলারশিপ ২০২১ বা উত্তরকন্যা স্কলারশিপ ২০২১ -এ আবেদন করার জন্য মোট ৬- ৭ টি ডকুমেন্টস লাগবে। সেগুলি হল-

১) নবান্ন স্কলারশিপ আবেদনপত্র (link given below)

২) Self Declaration Copy (link given below)

৩) এলাকার MLA Recommendation Certificate (link given below)

৪) শেষ পরীক্ষার মার্কশীট।

৫) বর্তমান কোর্সে ভর্তির রশিদ।

৬) সরকারি গেজেটেড Group- A অফিসার দ্বারা বাৎসরিক আয়ের সার্টিফিকেট।

৭) এন্ট্রান্স পরীক্ষার র‍্যাঙ্ক কার্ড (প্রযোজ্য হলে)

নবান্ন স্কলারশিপ আবেদন পদ্ধতি:

নবান্ন স্কলারশিপ 2021 বা উত্তরকন্যা স্কলারশিপ 2021 উভয় স্কলারশিপের আবেদন পদ্ধতি সমান। আবেদন করতে পারবেন সরাসরি অফলাইনের মাধ্যমে।

১) নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপের আবেদনপত্রটি ডাউনলোড করে একটি A4 সাইজের কাগজে প্রিন্ট আউট নিতে হবে।

২) প্রিন্ট আউট করা আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে। এবং আবেদনপত্রটির নির্দিষ্ট স্থানে আবেদনকারীর একটি পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে।

নবান্ন স্কলারশিপ জমা দেওয়ার ঠিকানা:

Nabanna, 14th Floor, 325 Sarat Chatterjee Road, Shibpur, Howrah- 711102

উত্তরকন্যা স্কলারশিপ জমা দেওয়ার ঠিকানা:

UTTARKNYA, P.O.Satellite Township, Fulbari, Jalpaiguri-734015

নবান্ন স্কলারশিপ শেষ তারিখ:

নবান্ন স্কলারশিপ আবেদন করার নির্দিষ্ট কোন তারিখ নেই। ছাত্র-ছাত্রীরা তাদের বর্তমান কোর্সের যেকোনো সময় নবান্ন স্কলারশিপ -এর জন্য আবেদন করতে পারে।

২) আবেদনপত্রের পাশাপাশি সেল্ফ ডিক্লারেশন ফর্ম বা স্ব- ঘোষণাপত্র পূরণ করতে হবে।

৩) আপনার এলাকার MLA -এর Recommendation Certificate বা এম.এল.এ সুপারিশ করা শংসাপত্র নিতে হবে।

৪) যেকোন গ্যাজেটেড গ্রুপ- এ অফিসার দ্বারা পারিবারিক বার্ষিক আয়ের শংসাপত্র নিতে হবে।

উপরে উল্লিখিত সমস্ত নথিপত্র গুলি গ্রুপ- এ গ্যাজেটেড অফিসার দ্বারা Attested করতে হবে। আবেদনপত্রের সাথে Attested করা নথিপত্র সংযুক্ত করে নির্দিষ্ট অফিসে জমা দিতে হবে। কেবল আবেদনকারী নিজে অথবা অভিভাবক এই ফর্ম জমা দিতে পারবেন। আবেদনপত্র জমা দিতে হবে সরাসরি অফিসে গিয়ে।

নবান্ন স্কলারশিপ ফর্ম(Nabanna Scholarship form)

নীচে দেওয়া লিংকে ক্লিক করে নবান্ন স্কলারশিপ 2021 বা উত্তরকন্যা স্কলারশিপ 2021 -এ আবেদন করার ফর্ম ডাউনলোড করতে পারবেন। আবেদনপত্রটির সঙ্গে Self Declaration Copy এবং MLA Recommendation Copy সংযুক্ত করা রয়েছে।

নবান্ন স্কলারশিপ হেল্পলাইন নম্বর

প্রতিবছর পশ্চিমবঙ্গের অধিকাংশ ছাত্র-ছাত্রী নবান্ন স্কলারশিপ -এ আবেদন করে থাকেন। আবেদন করার সময় যেকোনো অসুবিধা দূর করতে সংশ্লিষ্ট দপ্তরের তরফ থেকে হেল্প লাইন নম্বর দেওয়া হয়েছে। স্কলারশিপ আবেদন সংক্রান্ত যেকোন অসুবিধার সম্মুখীন হলে নবান্ন স্কলারশিপ হেল্পলাইন নম্বর সরাসরি যোগাযোগ করতে পারেন।

নবান্ন স্কলারশিপ হেল্পলাইন নম্বরঃ (033)2214 1902 অথবা (033) 2253 5278

নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ -এর আবেদনপত্র জমা দেওয়ার পর একটি Received Copy দেওয়া হবে। ওই কপি যত্ন সহকারে রাখতে হবে। পরবর্তীতে স্কলারশিপ -এর স্থিতি জানতে কাজে লাগবে।

অফিসিয়াল ওয়েবসাইট:

http://wbcmo.gov.in/donation.aspx

নবান্ন স্কলারশিপ-র ফর্ম:

https://www.exambangla.com/wp-content/assets/2021/09/Nabanna-Sholarship-2021-Application-form_ExamBangla.pdf

আরও পড়ুন -Railway apprentice recruitment: ভারতীয় রেলে অ্যাপ্রেন্টিশিপ নিয়োগের বিজ্ঞপ্তি, দেখুন তথ্য

English Summary: Nabanna Scholarship 2021: Take a look at the complete application process for the Nabanna Scholarship
Published on: 15 September 2021, 11:42 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)