বোরো ধানের বীজতলার বীজগুলিকে ঠান্ডা ও কুয়াশার হাত থেকে রক্ষা করার জন্য কিছু পদ্ধতি মেনে চলতে হবে, যেমন – বীজতলায় ছিপছিপে জল রাখতে হবে, সন্ধ্যায় বীজতলায় জল ঢুকিয়ে এবং সকালে এই জল বের করে দিতে হবে, বীজতলায় হালকা করে ছাই ছড়িয়ে দেওয়া যেতে পারে এবং অবশ্যই সন্ধ্যা বেলায় বীজতলা পলিথিন শিট দিয়ে ঢেকে রাখতে ও সকালে খুলে দিতে হবে।
এই ভাবে পলিশিট দিয়ে ঢেকে দিলে বোরো ধানের বীজের অঙ্কুরোদগম তাড়াতাড়ি হবে ও সুস্থ্য সবল চারা পাওয়া যাবে। তাছাড়া মোহন সিল্পাউলিনের পলিশিট ইউ ভি রেজিসট্যান্ট যা বীজকে ক্ষতিকর অতিবেগুনীরশ্মি থেকে বাঁচায়। এই পলিথিন টেকসই, জল নিরোধি ও অধিক সময় ধরে কৃষিকাজে ব্যবহার করা যায়।
- রুনা নাথ(runa@krishijagran.com)
Share your comments