অরিজিৎ সিং, গত এক দশকে নিঃসন্দেহে ভারতের সবচেয়ে জনপ্রিয় গায়ক। শুধু ভারত নয়, বিশ্বের বহু দেশে তার জনপ্রিয়তার আকাশ বিস্তৃত। এমন তারকাখ্যাতির মধ্যেও ব্যক্তি অরিজিৎ বরাবরই সাধারণ। তার জীবনযাপন দেখলে মুগ্ধ হবেন যে কেউ।
সম্প্রতি এক নার্সিং কলেজে দেখা করতে গিয়েছিলেন অরিজিৎ। সেখানে গিয়েই কর্তৃপক্ষকে জিজ্ঞেস করেন কোচিং ক্লাসের জন্য একটা ঘর ফাঁকা পাওয়া যাবে কিনা!কারন সমাজে আধুনিকীকরণের ছোঁয়া লাগলেও গ্রাম-গঞ্জের পঠনপাঠনে পছন্দের বিষয় হিসেবে ইংরেজি এখনও পিছিয়ে। ফলে সেখানকার পড়ুয়ারা ইংরেজিতে সরগড় নয়। যার ফল ভবিষ্যতের শিক্ষাঙ্গণে ভুগতে হয় তাঁদের। এদিকে অনেকের সংসারে হয়তো সেই আর্থিক স্বচ্ছলতা নেই যে, আলাদা করে ইংরেজি পড়ানোর জন্য গৃহশিক্ষক রাখবেন। সেসব দুঃস্থ পড়ুয়াদের কথা ভেবেই এবার তাদের বিনামূল্যে ইংরেজি শেখার সুযোগ করে দিলেন অরিজিৎ সিং।
আরও পড়ুনঃবিয়ের পিঁড়িতে প্রসেনজিৎ-ঋতুপর্ণা! ভালোবাসা দিবসে আমন্ত্রন পত্র খোদ প্রকাশ করলেন বুম্বা দা
শীঘ্রই তাঁর উদ্যোগে জিয়াগঞ্জ সদর ঘাট এবং থানা এলাকার মাঝে একটি বেসরকারি নার্সিং কলেজে চালু হতে চলেছে ইংরেজির প্রশিক্ষণ ক্লাস। ইতিমধ্যেই অরিজিৎ এসে দেখে গিয়েছেন ক্লাসঘরগুলো। এপ্রসঙ্গে পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর মণ্ডল জানান, “অরিজিৎ আমাকে জিজ্ঞেস করেছিলেন ইংরেজি ক্লাসের ব্যবস্থা করার জন্য ঘর ফাঁকা পাওয়া যাবে কিনা। আমি জিজ্ঞেস করেছিলাম, কোন সময়টা দরকার? উনি বললেন, সকাল ৬টা থেকে ৮টা। যেহেতু সকাল ৯টার আগে কলেজের ক্লাস শুরু হয় না। তাই সকালে ২ ঘণ্টার জন্য ঘর দেওয়া যেতেই পারে।”
অরিজিতের সঙ্গে প্রাথমিক আলোচনার পরই তিনি নার্সিং কলেজের দুটি ভবনের মোট ন’টি ঘর ইংরেজি শেখানোর জন্য বরাদ্দ করেছেন। এর পাশাপাশি ইংরেজি শেখানোর জন্য একটি অফিস ঘর এবং ছেলে ও মেয়েদের জন্য দুটি পৃথক টয়লেট বরাদ্দ করা হয়েছে।
আরও পড়ুনঃ ট্রাক্টর চালাচ্ছেন নবাব কন্যা সারা! নয়া অবতারে ছবি পোস্ট করে তাক লাগালেন অভিনেত্রী
শংকর মণ্ডল জানান, সব মিলিয়ে প্রায় ৫০০-৬০০ ছাত্র-ছাত্রী একসঙ্গে বসে ক্লাস করতে পারবে। ঠিক হয়েছে, নার্সিং কলেজ চলার সময়টুকু বাদ দিয়ে সকালে ন’টা পর্যন্ত এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এই ক্লাস হবে। তবে ঘরগুলো দেওয়ার জন্য অরিজিতের কাছ থেকে কোনও টাকা নেবেন না বলে জানিয়েছেন শঙ্করবাবু।