ভুট্টা ফসলে এই সার ব্যবহার করুন, কম খরচে ভালো ফলন পাবেন, সম্পূর্ণ বিবরণ জানুন ২০২৫ সালে কাঁচা মরিচ চাষে লাভের বন্যা: কম খরচে শুরু করুন আজই! হাইব্রিড বনাম দেশি বীজ: কোনটি ভালো? একটি বিস্তারিত বিশ্লেষণ
Updated on: 16 March, 2022 2:46 PM IST
বলিউড “পাপ” মুক্ত হচ্ছে! দ্য কাশ্মীর ফাইলস ছবি নিয়ে প্রতিক্রিয়া কঙ্গনার

11ই মার্চ ফের দর্শকদের মনে জায়গা করে নিল 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)। বহু প্রতীক্ষার পর অবশেষে সিনেমার পর্দায় জীবন্ত হল কাশ্মীরি পণ্ডিতদের কষ্ট, বেদনা, তাঁদের জীবনী। বহুদিন পর এক ভিন্ন স্বাদের ভিন্ন বিষয়ের ছবি দেখার সুযোগ পেলেন সিনেমা প্রেমীরা। ছবির ট্রেলার দেখেই বেশ উচ্ছসিত ছিলেন দর্শকরা তারই প্রমাণ মিলল বক্স অফিসের সাফল্য দেখে। ছবির পরিচালনা করেন বিবেক অগ্নিহোত্রী। ছবিতে রয়েছে অনুপম খের, মিঠুন চক্রবর্তী প্রমুখ তারকা।

এবার দ্য কাশ্মীর ফাইলস নিয়ে মুখ খুললেন বলিউডের ঠোঁট কাঁটা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তিনি সবসময় নিজের মতামত প্রকাশ্যে রাখেন। এই বারেও তার বিপরীত হল না। ছবি নিয়ে জানালেন নিজের ভাবনা। সম্প্রতি তিনি বলেন বলিউড পাপ মুক্ত হচ্ছে এই সিনেমার হাত ধরে। ইন্ডাস্ট্রির সকলের উচিত এই ধরনের ছবির প্রচার করা। অনেক সময় ভুল ছবির প্রচার করা হয় কিন্তু এই ভাল ছবিগুলিই ঢাকা পড়ে যায়।

পাশাপাশি ছবির প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। দেশের চারটি রাজ্যে ইতিমধ্যেই করমুক্ত এই ছবি। কঙ্গনা আরও একটি অনুরোধ রাখেন তিনি বলেন দেশের প্রতিটি রাজ্যে যেন এই ছবি করমুক্ত করা হয়। ইতিমধ্যেই এই ছবি ২৬.৮০ কোটি টাকার বাজার করে নিয়েছে। ছবিতে কাশ্মীরি পণ্ডিতদের কাহিনী এতটাই জীবন্ত করে তুলেছে পরিচালক যে সকলেই প্রশংসায় পঞ্চমুখ।

আরও পড়ুনঃ  The Kashmir Files; “দ্য কাশ্মীর ফাইলস” ছবি দেখতে ছুটি পাচ্ছেন পুলিসকর্মীরা

English Summary: Bollywood is getting rid of "sin"! Kangna responds to The Kashmir Files movies
Published on: 16 March 2022, 02:46 IST