এবার AI এর সাহায্যে ছাগলের গর্ভধারণ করা হবে, জেনে নিন কীভাবে কাজ করবে এই প্রযুক্তি শীতকালে মাছ চাষ: জল ব্যবস্থাপনা এবং মাছের সঠিক যত্ন নেওয়া শিখুন! বাগমাল গুর্জরের সাফল্যের গল্প
Updated on: 6 January, 2022 11:54 AM IST
করোনার কবলে দেব, পরম, রুক্মিণী সহ টলিপাড়ার একাংশ

ফের রাজ্যে ঊর্ধ্বমুখী করোনা। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত সংখ্যা ১৪ হাজার। রাজ্যে এখন চলছে করোনার তাণ্ডব। আর করোনার প্রকোপ থেকে এবার রক্ষা পাচ্ছেন না টলিউডের একাধিক তারকা। ইতিমধ্যেই করোনার সংক্রমণের তালিকায় চলে এসেছে টলি পাড়ার একাংশের নাম। সম্প্রতি করোনার কবলে পড়লেন দেব। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে টুইট করে ভক্তদের এই সংবাদ জানান অভিনেতা এবং সাংসদ দেব। তবে শুধু দেব নয় এবার আক্রান্ত হয়েছেন তাঁর বান্ধবী রুক্মিণী মৈত্রও।

আরও পড়ুনঃ  SET Examination: পরীক্ষার পথে কাঁটা করোনা! এই পরিস্থিতিতে পরীক্ষা স্থগিতের আর্জি

দেব টুইট করে লেখেন, “আপনারা সকলে আমার কথা ভেবেছেন তাঁর জন্য অনেক ধন্যবাদ। আমি করোনা টেস্ট করিয়েছি এবং আমার রিপোর্ট পজেটিভ এসেছে। তবে মৃদু উপসর্গ রয়েছে এবং আমি বাড়িতে আইসোলেশনে রয়েছি।“ আসলে প্রথমে কিছুদিন ধরে বেশ জ্বরে ভুগছিলেন রুক্মিণী। তারপর ডাক্তারের পরামর্শ মত তিনি করোনা টেস্ট করান এবং তাঁর রিপোর্ট পজেটিভ আসে। আপাতত দেব এবং রুক্মিণী দুজুনেই রয়েছেন নিভৃতবাসে।

আরও পড়ুনঃ  দেশিমাগুর মাছ চাষের পদ্ধতি

এদিকে করোনায় আক্রান্ত টলি পাড়ার একাংশ। কিছুদিন আগেই আক্রান্ত হন মিমি চক্রবর্তী। তারপর একটি চলচ্চিত্র উৎসব থেকে কলকাতা ফিরে এসে করোনার কবলে পড়েন পরমব্রত। পাশাপাশি করোনার কাঁটা সৃজিত এর ঘরেও। এদিকে রাজ-শুভশ্রি করোনায় আক্রান্ত। ইউভানকে ছেড়ে দুজনকে থাকতে হচ্ছে নিভৃতবাসে। তবে করোনা আক্রান্ত হওয়ার পর বেশ দিন কাটাচ্ছেন দেব, পরম এবং সৃজিত। সোশ্যাল মিডিয়ায় খাওয়া দাওয়া নিয়ে তাঁদের চলছে বহু কথোপকথন।

English Summary: Dev,rukmini,parambrata,mimi tested positive for corona
Published on: 06 January 2022, 11:54 IST