গোটা দেশ বর্তমানে কেজিএফ চ্যাপ্টার ২ এর প্রশংসায় পঞ্চমুখ। যদিও কেজিএফ ১ থেকেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই সিনেমার মুখ্য অভিনেতা যশ। এই সিনেমার পর থেকেই দর্শক মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন রকি ভাই। আর সেই খ্যাতি আরও বাড়িয়ে দিয়েছে কেজিএফ চ্যাপ্টার ২। এখন সমস্ত জায়গায় শুধু একটাই নাম সেটি হল যশ। গোটা ভারতবাসীর মনের মনি কোঠায় এখন বাস করছেন যশ। ইতিমধ্যেই তাঁর সিনেমা ১০০০ কোটির ক্লাবে ঢুকে গিয়েছে। একপ্রকার ইতিহাস তৈরি করেছে কেজিএফ।
এই সিনেমার সাফল্যের পরই একাধিক কাজ এবং বিজ্ঞাপনের প্রস্তাব পেয়েছেন যশ। তাঁর মধ্যে একটি ছিল পান মশলার বিজ্ঞাপনের প্রস্তাব। মোটা অঙ্কের অফার পান যশ কিন্তু তাও ফিরিয়ে দিলেন এই বিজ্ঞাপনের প্রস্তাব। প্রসঙ্গত, কিছুদিন আগেই পান মশলার একটি বিজ্ঞাপনে দেখা যায় শাহরুখ, অজয় এবং অক্ষয় কুমারকে। তারপরই নেট দুনিয়ায় রোষের মুখে পড়েন অক্ষয়। তবে এই বিজ্ঞাপন থেকে সরে যান অক্ষয় এমনকি দর্শকদের কাছে ক্ষমাও চান অভিনেতা। এবার সেই পথেই হাঁটলেন যশ। তিনি অন্যান্য বিজ্ঞাপনের সঙ্গে চুক্তিবদ্ধ হলেও এই পান মশলার বিজ্ঞাপনের প্রস্তাবকে অস্বীকার করলেন। যদিও তিনি নিজের মুখে এই বিষয় নিয়ে কোনও কথা বলেন নি। তাঁর বিজ্ঞাপন সংস্থায় কাজের জন্যও যারা রয়েছেন তারাই এই সংবাদ প্রকাশ করেছেন।
আরও পড়ুনঃ “রোজ কেউ না কেউ ঋষি জির কথা মনে করিয়ে দেয়” দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে চোখে জল নীতুর
আসলে বলিউড অথবা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে সুপারস্টার রয়েছেন তাঁদের ফলো করে বর্তমান প্রজন্ম। তাই তাঁরাই যদি তামাক বা নেশা জাতীয় দ্রব্যের বিজ্ঞাপন দেন তাহলে সমাজের কাছে সঠিক বার্তা যাবে না। কারণ সিনেমা, তারকা এরা সকলেই গণমাধ্যমের অন্যতম। যাদের সঙ্গে সাধারণ মানুষ নিজেদের সংযোগ স্থাপনের চেষ্টা করে। তাই তাঁরা কি পোশাক পরছেন, কি খাচ্ছেন, কোথায় যাচ্ছেন সেই নিয়ে আগ্রহ থাকে। তাছাড়াও সম্প্রতি পান মশলার বিজ্ঞাপনের জন্য মাশুল গুনতে হয়েছে অক্ষয় কুমারকে। তাই যশও আপাতত এই ধরণের বিজ্ঞাপন থেকে নিজেকে দূরে রাখতে চায়।
আরও পড়ুনঃ বেগুনভাজা আর পান্তা ভাতে মজলেন অনুষ্কা শর্মা