আজ সেই অভিশপ্ত দিনের দু বছর। যেদিন ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে অন্য দুনিয়ায় চলে গিয়েছিলেন বলিউডের অন্যতম এভারগ্রিন সুপারস্টার ঋষি কাপুর। না ফেরার দেশে চলে যাওয়ার দুবছর হয়ে গেলেও তাঁর সৃষ্টি আজও প্রত্যেক সিনেমা প্রেমীর কাছে জীবন্ত। মাঝে মাঝেই তাঁর অনুরাগীরা বিভিন্ন ভিডিও ছবি পোস্ট করে স্মৃতিচারণ করেন। আজ এই মহান শিল্পীর দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে তাঁকে মনে করে আবেগঘন হলেন স্ত্রী নীতু কাপুর এবং মেয়ে ঋদ্ধিমা কাপুর।
ঋদ্ধিমা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিজে একটি ছোটবেলার ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যাচ্ছে ঋষি কাপুরের কোলে রয়েছেন ছোট্ট ঋদ্ধিমা। পাশাপাশি নীতু কাপুর ডিরেক্টর শানু শর্মার ইনস্টাগ্রাম স্টোরিজ পুনরায় শেয়ার করে ক্যাপশন লেখেন “তুমি”। বর্তমানে নীতু কাপুর একটি ডান্স রিয়েলিটি শোয়ের বিচারকের ভূমিকায় রয়েছেন। সেখানের একটি ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে ঋষি কাপুরের স্মৃতিচারণায় চোখে জল নীতু কাপুরের। তিনি সেখানে বলেন “রোজ কেউ না কেউ আমাকে ঋষি জির কথা মনে করিয়ে দেয়”।
আরও পড়ুনঃ Aparajita Adhyay: ‘জীবনে সত্যিকারের বন্ধু খুব কম হয়’বন্ধুত্ব নিয়ে আবেগপ্রবণ অপরাজিতা
তিনি আরও বলেন, ““ঋষি জি এখানে নেই তবে আমি প্রতিদিন এবং প্রতিদিন কারও না কারও সাথে দেখা করি, কেউ আমাকে তার কথা মনে করিয়ে দেয়। প্রত্যেকেরই তার সাথে কোন না কোন গল্প থাকে। কোনো না কোনোভাবে, কোথাও, তিনি এখনও আমার সাথে সংযুক্ত আছেন।"
আরও পড়ুনঃ পড়াশোনায় স্কুলের দুরত্ব আর কাঁটা নয়, ছাত্রীদের সাইকেল বিতরণ সোনু সুদের
প্রসঙ্গত, কিছুদিন আগেই রণবির কাপুর এবং আলিয়া ভাট বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। কিন্তু ছেলের বিয়ে দেখে যেতে পারলেন না ঋষি কাপুর। সেই নিয়েও আবেগপ্রবণ হন নীতু কাপুর। বিয়ের সময় দেখা যায় হাতে মেহেন্দি দিয়ে ঋষি লেখেন নীতু কাপুর। এছাড়াও রণবির-আলিয়ার সঙ্গে ঋষি কাপুর এবং নীতু কাপুরের বেশ কিছু বিয়ের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সবকিছুর পরেও বলতে কোনও দ্বিধা নেই ঋষি কাপুরের চলে যাওয়ায় এক বিশাল শুন্যতার সৃষ্টি হয়েছে সিনে ইন্ডাস্ট্রিতে। তাঁর সৃষ্টি, তাঁর শিল্পী নিয়েই তাঁকে সর্বদা স্মরণ করবে বর্তমান এবং আগামী সিনে প্রজন্ম।