গত দেড় বছর ধরে গরিব মানুষদের পাশে দাঁড়িয়েছেন সোনু সুদ। পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরান, তাঁদের জীবিকা নির্বাহের ক্ষেত্রে পথ খুঁজে দেওয়া এবং আর্থিক কারণে যারা পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে পারছে না তাঁদের মাথায় সবসময় সাহায্যের হাত রেখেছেন এই অভিনেতা। আর তার জন্যই হয়ে উঠেছেন গরিবের মসিহা। সিনেমার পর্দায় ভিলেনের চরিত্রে অভিনয় করলেও তিনি বার বার প্রমাণ করে দিয়েছেন আসল জীবনে তিনিই আসল হিরো। দেশে করোনার প্রথম ঢেউ থেকে শুরু তাঁর লাগামহীন যাত্রার। যা আজও বিদ্যমান।
আরও পড়ুনঃ বিদেশী হলেও দেশীয় বাজারে এই ফলগুলির চাহিদা আকাশ ছোঁয়া
আজ আবারও মেয়েদের পড়াশোনার যাতে কোনও সমস্যা না হয় তাঁর জন্য এগিয়ে এলেন তিনি। অভিনেতা, তার বোন মালভিকা সুদ সাচারের সঙ্গে মোগার স্কুলছাত্রী এবং সমাজকর্মীদের মধ্যে 1000টি সাইকেল বিতরণ করেছেন। মোগার কাছাকাছি প্রায় 40-45 গ্রামের ছাত্রীরা এই সুবিধা পাচ্ছেন অভিনেতা। তিনি এই ক্যাম্পেইন এর নাম দিয়েছেন মোগা কি বেটি।
আরও পড়ুনঃ শীতের ছুটি? বঙ্গে শীতের মেয়াদ আর কতদিন? কি বলছে আবহাওয়া অফিস?
একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে তিনি বলেন,, "স্কুল এবং বাড়ির মধ্যে দূরত্ব অনেক। যা শিক্ষার্থীদের জন্য প্রচণ্ড ঠান্ডায় ক্লাসে উপস্থিত হওয়া কঠিন করে তোলে। তাদের সমস্যা কমাতে সাহায্য করার জন্য, আমরা যোগ্য ছাত্রী ছাত্রীদের সরবরাহ করার লক্ষ্য রেখেছি। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রীদের আমরা সাইকেল দেব। পাশাপাশি সমাজকর্মীদেরও সাইকেল বিতরণ করা হবে।