এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 3 February, 2022 4:03 PM IST
স্বপ্ন যখন সত্যি হয়! নিজের জীবন কাহিনি নিয়ে অকপট "কোড়া পাখি" খ্যাত অভিনেতা সুশোভন

কেহেতে হ্যা আগার কিসি চিজ কো দিল সে চাহো… তো পুরি কাইনাত উসে তুমসে মিলানে কি কসিস মে লাগ জাতি হ্যা… কিং খানের এই ডাইলগের অর্থ বেশ গভীর। বাস্তব জীবনেও এর দৃষ্টান্ত আমরা দেখতে পাই বহু জনের জীবনে। এমনই একজন বাংলা ইন্ডাস্ট্রির সুনামধন্য অভিনেতা হলেন সুশোভন সোনু রয়।  যিনি অভিনয়টা শুধুই পেশা হিসেবে নয় ভালোবাসা হিসেবে গ্রহন করেন। কঠোর পরিশ্রম আর নিষ্ঠার হাত ধরে নিজের স্বপ্নকে ওড়ার ডানা দিতে পেরেছেন। স্থায়ী জায়গা করে নিয়েছেন বাংলা টেলি ইন্ডাস্ট্রিতে।

তবে সুশোভনের এই পথ মোটেও সহজ ছিল না। সঠিক প্ল্যাটফর্মের অভাবে অনেকেই গ্ল্যামার জগতে নিজের নাম প্রতিষ্ঠা করতে পারেন না। এইভাবে বহু প্রতিভা হারিয়ে যায় ব্যস্ত শহরে। কিন্তু সুশোভন তাঁর জেদ আর নিষ্ঠা দিয়ে খুঁজে বার করেছেন নিজের রাস্তা। স্নাতক হওয়ার পর তিনি মুম্বাই ভিত্তিক অনেক প্রজেক্টের জন্য অডিশন দিয়েছিলেন। কিন্তু সেখান থেকে ফিরেছেন একগুচ্ছ না এবং হতাশা নিয়ে। তারপর ২ বছর অন্য ফিল্ডে কাজও করেন। কিন্তু সেখানে তাঁর মন টেকেনি। ফিরে এসেছেন নিজের শহরে। তারপর কলকাতায় কিছু অডিশন দেওয়ার পর অবশেষে তাঁর স্বপ্নের মুকুটে জুড়ে একটি পালক। আকাশ আট চ্যানেলে “আনন্দময়ী মা” সিরিয়ালের হাত ধরে তাঁর অভিষেক বাংলা সিরিয়ালের জগতে।

তারপর থেকেই শুরু তাঁর লাগামহীন যাত্রা। স্টার জলসা চ্যানেলের "কোরাপাখি" নামক সিরিয়ালের একটি অংশ ছিলেন, সেই  সিরিয়ালের  প্রধান অভিনেত্রী পার্নো মিত্রের সাথে বেশ কয়েক মাস ধরে নেগেটিভ চরিত্রে অভিনয় করেন। তারপর তিনি স্টার জলসা চ্যানেলের সিরিয়াল "মোহর" এ অভিনয় করেন এবং মোহরের মাধ্যমে তিনি "কোড়া পাখি" পান যা একই প্রোডাকশন হাউসের প্রজেক্ট। জি বাংলা চ্যানেলের ধারাবাহিক ‘যমুনা ঢাকি’-তেও অভিনয় করেন তিনি। সম্প্রতি তাঁকে স্টার জলসার তিতলি সিরিয়ালেও দেখা যায়। এইভাবেই চলছে তাঁর জীবনের জয়যাত্রা।  কঠোর পরিশ্রম সাফল্যের চাবিকাঠি কথাটি প্রমাণ করে দিয়েছেন বাংলা টেলি ইন্ডাস্ট্রির এই অভিনেতা সুশোভন সোনু রয়।  

আরও পড়ুনঃ  ট্রাক্টর চালাচ্ছেন নবাব কন্যা সারা! নয়া অবতারে ছবি পোস্ট করে তাক লাগালেন অভিনেত্রী

আরও পড়ুনঃ  ছোট ব্যবসায়ীদের পাশে সোনু সুদ, ভিডিওর মাধ্যমে দেখালেন গুড় তৈরির প্রক্রিয়া

English Summary: When dreams come true! Famous Bengali actor Susovan with his life story
Published on: 03 February 2022, 03:50 IST