কৃষি পরিকাঠামো উন্নয়নে ব্যাপক সাফল্য! ৫০হাজার কর্মসংস্থান নিশ্চিত

কৃষি পরিকাঠামো উন্নয়ন তহবিল প্রকল্পের মাধ্যমে ৫০হাজার কর্মসংস্থান নিশ্চিত করল রাজ্য সরকার। মাত্র এক বছর

KJ Staff
KJ Staff
প্রতীকী ছবি।গ্রফিক্সঃ কৃষি জাগরন। ছবি ফেসবুক থেকে নেওয়া।

কৃষিজাগরণ ডেস্কঃ কৃষি পরিকাঠামো উন্নয়ন তহবিল প্রকল্পের মাধ্যমে ৫০হাজার কর্মসংস্থান নিশ্চিত করল রাজ্য সরকার। মাত্র এক বছর আগে এই প্রকল্পের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকল্পের নাম দেওয়া হয় কৃষি পরিকাঠামো তহবিল। এই প্রকল্পের মাধ্যমে সহজে ঋণ পেতে সাহায্য করে রাজ্য সরকার।এই প্রকল্পের মাধ্যমে গত একবছরে কৃষি পরিবারের বহু যুবক-যুবতী কাজ করতে এগিয়ে এসেছেন।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, মোট ১৩২৫ কোটি টাকা বিনিয়োগ নিশ্চিত হয়েছে রাজ্যে। এই প্রকল্পের মাধ্যমে হিমঘর, তেলকল, গুদামঘরের মতো কৃষি পরিকাঠামো গড়ে তোলা হবে।

আরও পড়ুনঃ ইতিহাস গড়ল তিলোত্তমা! গঙ্গার নীচে ছুটল মেট্রো

সুত্রের খবর,প্রায় এক হাজার ভোক্তা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন।মিডিয়া রিপোর্ট অনুযায়ী আলিপুরদুয়ারের পূর্ব সিমলাবারি গ্রামের বাসিন্দা হেমন্ত বর্মন এই প্রকল্পের মাধ্যমে চাল ও তেলকল গড়ে তুলতে ৩৮ লক্ষ ৭০ হাজার টাকার ঋণ পেয়েছেন।হেমন্ত বর্মনের মত আরও বহু কৃষক এই প্রকল্পের সুবিধা পেয়েছেন।

সুত্রের খবর,কয়েক মাসের মধ্যে এই প্রকল্পে রাজ্যে আরও ২০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে।ফলে এই প্রকল্পের মধ্যে আরও কর্মসংস্থান হবে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।এছাড়াও আগামী এক থেকে দেড় মাসের মধ্যে আরও ৪২৬টি আবেদন অনুমোদন পাবে।

আরও পড়ুনঃ জাতীয় দলের তকমা গেল তৃণমুলের,একই দশা এনসিপি-র, দৌড়ে এগিয়ে কেজরীর ‘আপ’

সুত্রের খবর,আরও বেশি করে কৃষি ভিত্তিক শিল্পে বিনিয়োগ আনতে চায় রাজ্য।এই মর্মে ইতিমধ্যে সমস্ত জেলা প্রশাসনকে আরও বেশি তৎপর হতে নির্দেশ দিয়েছে নবান্ন।রাজ্যে ভারী শিল্পে বিনিয়োগ আশানুরূপ হয়নি। তুলনায় কৃষি পরিকাঠামো ও কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগে কর্মসংস্থানের সুযোগ ক্রমশ বাড়ছে।      

Published On: 17 April 2023, 05:11 PM English Summary: Great success in the development of agricultural infrastructure! 50 thousand employment is guaranteed

Like this article?

Hey! I am KJ Staff . Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters