১ থেকে ৩ ডিসেম্বর দিল্লিতে 'মিলিয়নেয়ার ফার্মার অফ ইন্ডিয়া' অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে, কীভাবে নাম নথিভুক্ত করবেন জেনে নিন গরু ও মহিষের জন্য সস্তায় খাবার প্রস্তুত করুন, বিস্তারিত জেনে নিন স্বল্প পরিসরে মাছ চাষ করুন, রইল সম্পূর্ণ ব্যবসায়িক পরিকল্পনা
Updated on: 4 July, 2020 9:26 PM IST

অশ্বত্থ গাছ (Peepal Tree), ভারতের বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে এই গাছ চোখে পড়ে আমাদের৷ কোনওরকম পরিচর্যা ছাড়াই নিজের মতো মতো বেড়ে ওঠে এই অশ্বত্থ গাছ, অথচ আমাদের জীবনে এর প্রভাব কতখানি, কতটা উপকারী এর পাতা তা জানলে অবাক হবেন প্রত্যেকে৷ শুধু ধর্মীয় কারণেই যে এই গাছের প্রয়োজনীয়তা রয়েছে তা নয় চিকিৎসা ক্ষেত্রেও ঔষধি গুনে সমৃদ্ধ অশ্বত্থ গাছের ভূমিকা অনস্বীকার্য৷ এই গাছের বৈজ্ঞানিক নাম Ficus religiosa, একে ইংরেজিতে বলা হয় 'sacred fig'.

অশ্বত্থ গাছ প্রায় ৩০ মিটার দীর্ঘ হতে পারে। এর পাতাগুলি পান পাতার মতো অনেকটা৷ এবং এর ফলগুলি কাচা অবস্থায় ডুমুরের মতো কিছুটা দেখতে৷ অশ্বত্থ গাছ দীর্ঘায়ু হয়৷ কোনও কোনও গাছ ৫০০-৮০০ বছরের বেশি পুরনোও হতে পারে৷ অনেকে বনসাই অশ্বত্থ পছন্দ করেন, তাই তার কদরও খুব বেশি৷

অশ্বত্থ গাছের (Peepal Tree)পাতায় রয়েছে প্রচুর পরিমাণে গ্লুকোজ, অ্যাস্টোরয়েড, মেনস, ফেনোলিক এবং এর বাকলে রয়েছে ভিটামিন কে, ট্যানিন জাতীয় বিভিন্ন উপাদান৷ বলা হয়ে থাকে অশ্বত্থ গাছের প্রতিটি অংশ ঔষধি গুনে সমৃদ্ধ৷ এবং বহু প্রাচীনকাল থেকেই এটি বিভিন্ন রোগ নিরাময়ে তার ভূমিকা পালন করে চলেছে৷ এই প্রতিবেদনে তুলে ধরা হল এই পাতার গুনের কথা৷

ডায়েরিয়ার সমস্যা সমাধানে অশ্বত্থের ভূমিকা অনস্বীকার্য৷ পেটের বিভিন্ন সমস্যায় (Stomach Problem) বা পেটের ব্যথা উপশমে এটি সাহায্য করে৷

সর্দি-কাশির সমস্যা থেকে বমি বমি ভাব, এমনই কিছু অসুবিধা দূর করতে সহায়তা করে অশ্বত্থের পাকা ফল৷

অ্যাস্থমার সমস্যা সমাধানেও এর পাকা ফল এবং বাকল কার্যকরী ভূমিকা পালন করে৷ এই দুটির গুঁড়ো তৈরি করে সমানুপাতে সেগুলি মিশিয়ে নিতে হয়, এবং এর নিয়মিত ব্যবহারে এই সমস্যা কমে বলে দাবি করা হয়৷

অনেকের মতে, চর্মরোগ (Skin Disease) সারাতে সাহায্য করে এই গাছের পাতা৷ ত্বকে কোনও জ্বালা বা ক্ষত সারাতেও সাহায্য করে অশ্বত্থ পাতা৷

পা ফেটে যাওয়ার সমস্যায় কম বেশি অনেকেই জর্জরিত, বলা হয় এই গাছের পাতার নির্যাস নাকি পা-ফাটা কমাতে সহায়তা করে৷

ডায়াবেটিস-এর সমস্যায় অনেকেই ভুগছেন৷ অশ্বত্থ ফল এবং হরিতকি পাউডার-এর মিশ্রণ রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে বলে দাবি করা হয়৷

তবে শারীরিক সমস্যা বা অ্যালার্জির সমস্যা রয়েছে যাদের, তারা কোনও টোটকা ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন৷

 

আরও পড়ুন- বাতের ব্যথা থেকে ব্রণর সমস্যা, ধনেপাতাতেই (Benefits of Coriander Leaves) দূর হবে যাবতীয় সমস্যা

একগুচ্ছ গুনে সমৃদ্ধ পেয়ারা পাতা (Benefits of Guava leaves), উপকারিতা জানলে আর ফেলতে পারবেন না

English Summary: Amazing health benefits of peepal leaves
Published on: 04 July 2020, 08:33 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)