অশ্বত্থ গাছ (Peepal Tree), ভারতের বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে এই গাছ চোখে পড়ে আমাদের৷ কোনওরকম পরিচর্যা ছাড়াই নিজের মতো মতো বেড়ে ওঠে এই অশ্বত্থ গাছ, অথচ আমাদের জীবনে এর প্রভাব কতখানি, কতটা উপকারী এর পাতা তা জানলে অবাক হবেন প্রত্যেকে৷ শুধু ধর্মীয় কারণেই যে এই গাছের প্রয়োজনীয়তা রয়েছে তা নয় চিকিৎসা ক্ষেত্রেও ঔষধি গুনে সমৃদ্ধ অশ্বত্থ গাছের ভূমিকা অনস্বীকার্য৷ এই গাছের বৈজ্ঞানিক নাম Ficus religiosa, একে ইংরেজিতে বলা হয় 'sacred fig'.
অশ্বত্থ গাছ প্রায় ৩০ মিটার দীর্ঘ হতে পারে। এর পাতাগুলি পান পাতার মতো অনেকটা৷ এবং এর ফলগুলি কাচা অবস্থায় ডুমুরের মতো কিছুটা দেখতে৷ অশ্বত্থ গাছ দীর্ঘায়ু হয়৷ কোনও কোনও গাছ ৫০০-৮০০ বছরের বেশি পুরনোও হতে পারে৷ অনেকে বনসাই অশ্বত্থ পছন্দ করেন, তাই তার কদরও খুব বেশি৷
অশ্বত্থ গাছের (Peepal Tree)পাতায় রয়েছে প্রচুর পরিমাণে গ্লুকোজ, অ্যাস্টোরয়েড, মেনস, ফেনোলিক এবং এর বাকলে রয়েছে ভিটামিন কে, ট্যানিন জাতীয় বিভিন্ন উপাদান৷ বলা হয়ে থাকে অশ্বত্থ গাছের প্রতিটি অংশ ঔষধি গুনে সমৃদ্ধ৷ এবং বহু প্রাচীনকাল থেকেই এটি বিভিন্ন রোগ নিরাময়ে তার ভূমিকা পালন করে চলেছে৷ এই প্রতিবেদনে তুলে ধরা হল এই পাতার গুনের কথা৷
ডায়েরিয়ার সমস্যা সমাধানে অশ্বত্থের ভূমিকা অনস্বীকার্য৷ পেটের বিভিন্ন সমস্যায় (Stomach Problem) বা পেটের ব্যথা উপশমে এটি সাহায্য করে৷
সর্দি-কাশির সমস্যা থেকে বমি বমি ভাব, এমনই কিছু অসুবিধা দূর করতে সহায়তা করে অশ্বত্থের পাকা ফল৷
অ্যাস্থমার সমস্যা সমাধানেও এর পাকা ফল এবং বাকল কার্যকরী ভূমিকা পালন করে৷ এই দুটির গুঁড়ো তৈরি করে সমানুপাতে সেগুলি মিশিয়ে নিতে হয়, এবং এর নিয়মিত ব্যবহারে এই সমস্যা কমে বলে দাবি করা হয়৷
অনেকের মতে, চর্মরোগ (Skin Disease) সারাতে সাহায্য করে এই গাছের পাতা৷ ত্বকে কোনও জ্বালা বা ক্ষত সারাতেও সাহায্য করে অশ্বত্থ পাতা৷
পা ফেটে যাওয়ার সমস্যায় কম বেশি অনেকেই জর্জরিত, বলা হয় এই গাছের পাতার নির্যাস নাকি পা-ফাটা কমাতে সহায়তা করে৷
ডায়াবেটিস-এর সমস্যায় অনেকেই ভুগছেন৷ অশ্বত্থ ফল এবং হরিতকি পাউডার-এর মিশ্রণ রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে বলে দাবি করা হয়৷
তবে শারীরিক সমস্যা বা অ্যালার্জির সমস্যা রয়েছে যাদের, তারা কোনও টোটকা ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন৷
আরও পড়ুন- বাতের ব্যথা থেকে ব্রণর সমস্যা, ধনেপাতাতেই (Benefits of Coriander Leaves) দূর হবে যাবতীয় সমস্যা
একগুচ্ছ গুনে সমৃদ্ধ পেয়ারা পাতা (Benefits of Guava leaves), উপকারিতা জানলে আর ফেলতে পারবেন না