লঙ্কাকাণ্ড! ঝাল খেয়ে ভাঙল পাঁজরের চারটি হাড়

ঝাল ঝাল খাবার কার না খেতে ভালো লাগে। খাবারে হালকা ঝাল যেমন স্বাদ বাড়ায় তেমনই স্বাস্থ্যের জন্য ভালো। তবে ঝাল সবার জন্য নয়। বেশি ঝাল খেলে বিপরীত কিছু হতে পারে। আপনি শুনে থাকবেন ঝাল খাওয়ার ফলে মুখ জ্বলছে, বা বুকের ভিতরটাও জ্বলছে। কখনও শুনেছেন কি ঝাল খেয়ে কারোর হাড় ভাঙার কথা।

Sukanta Santra
Sukanta Santra
Chinese woman fractures 4 ribs after eating spicy food (Image source: Google)

ঝাল ঝাল খাবার কার না খেতে ভালো লাগে। খাবারে হালকা ঝাল যেমন স্বাদ বাড়ায় তেমনই স্বাস্থ্যের জন্য ভালো। তবে ঝাল সবার জন্য নয়। বেশি ঝাল খেলে বিপরীত কিছু হতে পারে। আপনি শুনে থাকবেন ঝাল খাওয়ার ফলে মুখ জ্বলছে, বা বুকের ভিতরটাও জ্বলছে। কখনও শুনেছেন কি ঝাল খেয়ে কারোর হাড় ভাঙার কথা। অবাক হচ্ছেন নিশ্চয়! হ্যাঁ সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে চল্লিশোর্ধ্ব এক মহিলার সঙ্গে।  

চল্লিশোর্ধ্ব এক মহিলা ঝাল খেতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন। ঘটনাটি ঘটেছে চিনের এক রেস্তরাঁয়। মিডিয়ার রিপোর্ট অনুযায়ী শোনা যায়, ওই মহিলা এক রেস্তরাঁয় ঝাল জাতীয় খাবার খেতে যান,তবে ওই খাবারে ঝাল ছাড়াও একাধিক মশলার মিশ্রণ ছিল। যার ফলে ঝালের সঙ্গে ঝাঁঝালো গন্ধ বেড় হচ্ছিলো। ওই খাবারটি খাওয়ার পরে মহিলার কাশি শুরু হয়ে যায়। ওই কাশিই বিপদে ফেলেন মহিলাটিকে। একটানা কাশতে থাকেন মহিলাটি। এবং কাশির জন্য ছটফট করতে থাকেন। তৎক্ষণাৎ তড়িঘড়ি করে মহিলাটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর!!

আরও পড়ুনঃ বিকেলে ঘুমালে কি হয় জানেন ?

চিকিৎসকরা পরীক্ষানিরীক্ষা করে জানান, মহিলার পাঁজরের চারটি হাড় ভেঙে গেছে। এ ঘটনায় যথারীতি অবাক হয়েছেন সকলেই। ঝাল থেকে এত কিছু হতে পারে সত্যিই ভাবা যায় না। এই ঘটনায় চিকিৎসকরা একাধিক পরীক্ষা নিরীক্ষা করে দেখেন, মহিলার দেহের ওজন স্বাভিকের তুলনায় অনেক কম। ৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতা হওয়া সত্ত্বেও মহিলার ওজন মাত্র ৫৬ কিলোগ্রাম। কম ওজনই মহিলার বিপদ দেকে এনেছে। এছাড়াও ওই মহিলার হাড়ের ঘনত্বও অন্যদের তুলনায় অনেক কম। ঝাল খাবার খেয়ে কাশির সময় প্রথমে বুকে আঘাত লাগে এবং ওই আঘাতের চাপেই পাঁজরের চারটি হাড় ভেঙে যায়।

Published On: 19 December 2022, 04:31 PM English Summary: Chinese woman fractures 4 ribs after eating spicy food

Like this article?

Hey! I am Sukanta Santra . Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters