Weather Update: ঝেঁপে নামবে বৃষ্টি! শনিবার থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের “ট্র্যাক্টর কে খিলাড়ি” কৃষকদের 51 হাজার টাকা পর্যন্ত পুরস্কার “মিলিওনেয়ার ফার্মার অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডস 2024” এবার জুরির সভাপতিত্বে নীতি আয়োগের সদস্য অধ্যাপক রমেশ চাঁদ
Updated on: 9 November, 2020 9:52 AM IST
Fenugreek

মেথি- প্রাচীনকাল থেকেই শরীর সুস্থ রাখতে এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান রূপে ব্যবহৃত হয়ে আসছে, পাশাপাশি রান্নার স্বাদ-গন্ধ বাড়াতেও মেথি কিন্তু অদ্বিতীয়। আয়ুর্বেদশাস্ত্র অনুযায়ী, মেথি জলে ভিজিয়ে খেলে শরীর ঠাণ্ডা থাকে। তবে শুধু শরীর ঠাণ্ডা রাখাই নয়, মেথির রয়েছে অন্যান্য উপকারিতাও।

১) রক্তে গ্লুকোজ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে -

দেহে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে মেথি। এর অ্যামাইনো অ্যাসিড অগ্ন্যাশয়ে ইনসুলিন ক্ষরণে সহায়তা করে। এতে দেহে গ্লুকোজের পরিমাণ হ্রাস পায়। ফলে ডায়াবেটিসও নিয়ন্ত্রণে থাকে।

২) কোলেস্টেরল নিয়ন্ত্রণ -

মেথি রক্তে উপস্থিত খারাপ কোলেস্টেরল থেকে মুক্তি পেতে সাহায্য করে, মেথি ভেজানো জল আপনার হার্টে ফ্যাট জমতে দেয় না, রক্ত চলাচল ভালো হয়, হার্ট ভালো রাখে।

৩) লিভারকে সুরক্ষা প্রদান করে -

দীর্ঘদিন অ্যালকোহলে আসক্ত মানুষদের লিভারে চর্বি ও ফাইব্রোসিস – এর মতো সমস্যা দেখা দেয়, যা কোলাজেন সংশ্লেষণের দ্বারা নির্মূল করা যেতে পারে। গবেষণায় দেখা গেছে যে, মেথি লিভারে অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইমগুলির ক্রিয়াকলাপ বাড়ায় এবং লিভারকে রক্ষা করতে সহায়তা করে।

৪) কোষ্ঠকাঠিন্য নির্মূল -

মেথির মধ্যে থাকা ফাইবার পেট পরিষ্কার রাখতে সাহায্য করে। এতে দ্রুত হজম হয়। 

৫) খুশকি দূর করতে -

বিশেষ করে শীতকালে চুলে প্রচুর খুশকির সমস্যা দেখা যায়। মাথার শুষ্ক ও মৃত ত্বক থেকে খুশকি হয়। সারা রাত মেথি জলে ভিজিয়ে রেখে তা বেটে পেস্ট তৈরি করুন। এতে ইচ্ছে হলে দই মেশাতে পারেন। এরপর এই মিশ্রণ মাথার ত্বকে লাগান। মিনিট তিরিশ মতো রেখে তা ধুয়ে ফেলুন। খুশকি চলে যাবে।

৬) ত্বকের তারুণ্য বজায় রাখে –

মেথিতে রয়েছে প্রচুর প্রোটিন, ফাইবার, আয়রন, পটাসিয়াম, ভিটামিন সি ও নিয়াসিন। মেথির তৈরি ফেসপ্যাক ত্বককে রাখে সতেজ, টানটান, বার্ধক্যজনিত বলিরেখা কমিয়ে ত্বকের তারুণ্যকে দীর্ঘস্থায়ী করে।

Image source - Google

Related link - (Pineapple peel) রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ত্বকচর্চা, আনারসের খোসার রয়েছে সকল গুণ

English Summary: The unique properties of fenugreek
Published on: 09 November 2020, 09:52 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)