Weather Update: ঝেঁপে নামবে বৃষ্টি! শনিবার থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের “ট্র্যাক্টর কে খিলাড়ি” কৃষকদের 51 হাজার টাকা পর্যন্ত পুরস্কার “মিলিওনেয়ার ফার্মার অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডস 2024” এবার জুরির সভাপতিত্বে নীতি আয়োগের সদস্য অধ্যাপক রমেশ চাঁদ
Updated on: 6 March, 2023 3:12 PM IST
ডাউনি মিলডিউ সংক্রমণ

কৃষিজাগরণ ডেস্কঃ বিজ্ঞানিরা অবশেষে গোলাপ ফুলের রোগ নির্নয় করতে সক্ষম হলেন।এই রোগের কারনে রাজ্যের গোলাপ চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে।বিজ্ঞানিদের অনুমান কোভিড কাল থেকেই এই রোগের প্রাদুর্ভাব গোলাপ ফুলে পড়তে শুরু করেছিল।কৃষকদের একাংশ তাই গোলাপ ফুলের এই রোগের নাম দিয়েছেন ‘গোলাপের করোনা ভাইরাস’।

বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যাল(BCKV) এর উদ্ভিদ রোগবিদ্যা বিভাগের বিজ্ঞানীরা এই রোগের কারণ ও জীবাণু শনাক্ত করেছেন। যদিও এই রোগের প্রাদুর্ভাব থেকে গোলাপ গাছ রক্ষার সঠিক প্রতিকার ও পদ্ধতি এখনও নির্ধারণ করা যায়নি।

আরও পড়ুনঃ গুরুতর জখম বিগ বি, শুটিং ছেড়ে ফিরতে হল মুম্বই

উদ্ভিদ ও রোগবিদ্যা বিভাগের প্রধান বীরেন্দ্র নাথ পাঁজা টাইমস অব ইন্ডিয়াকে বলেন,বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালের একটি দল এই বছর বিভিন্ন বাগান পরিদর্শন করে নমুনা সংগ্রহ করেছে যার ফলে আমরা এখন নিশ্চিত ভাবে বলতে পারি যে এটি ডাউনি মিলডিউ সংক্রমণ"।

প্রচন্ড গরমে এবং ঠান্ডায় এই রোগের প্রাদুর্ভাব লক্ষ করা যায়।এই রোগের কারনে গাছের পাতা শুকিয়ে যেতে শুরু করে এবং ধীরে ধীরে গাছ মারা যায়। বেগুন,উচ্ছে,শশা-গাছে এই রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায়।বিশেষজ্ঞদের মতে,ডাউনি মিলডিউ ভাইরাস খুব একটা অজানা নয়।কিন্তু গোলাপ গাছে এর আক্রমন একেবারে নতুন। গ্লোবাল ওয়ার্মিং এবং তাপমাত্রার ওঠানামা এই রোগের অন্যতম কারন হতে পারে।

আরও পড়ুনঃ দেশে এই ফুলের চাহিদা বাড়েছে, চাষ করে ধনী হবেন কৃষকরা!

ডাউনি মিলডিউ-এর আক্রমনের ফলে গাছের উপরের পাতা শুকিয়ে নিচের দিকে ঝুঁকতে থাকে।পাতাগুলিকে সংক্রামিত করে যার ফলে প্রথমে বাদামী হয়ে যায় এবং পরে পাতা ঝরা শুরু হয়৷পরে এটি গোলাপের কুঁড়িকে প্রভাবিত করে৷এবং মাঝে মাঝে ডালপালায় এর আক্রমন দেখা যায়।

রাজ্যের অন্যতম বড় নার্সারি পুষ্পাজ্ঞলি-র কর্তা অশোক কুমার মাইতি টাইমস অব ইন্ডিয়াকে বলেন, “এই রোগের কারনে গত দুই বছরে আমাদের ৭০লক্ষ টাকা ক্ষতি হয়েছে।জানি না এই বছর কি হতে চলেছে”।   

English Summary: 'Corona virus' in roses! BCKV scientists found out
Published on: 06 March 2023, 03:11 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)