বাড়ির ছাদে জাফরান চাষ করুন, পুরো প্রক্রিয়া এবং যত্নের টিপস জেনে নিন! কেন খিরি জাতের ভেড়া পশুপালকদের প্রথম পছন্দ হয়ে উঠছে? বৈশিষ্ট্য জানুন গ্রীষ্মে ট্র্যাক্টর ইঞ্জিনকে অতিরিক্ত গরম থেকে রক্ষা করার ৫ টি কার্যকর উপায়!
Updated on: 4 July, 2020 9:25 PM IST

আমরা প্রায় বেশিরভাগ মানুষই বাড়িতে বা বাড়ির চারপাশে গাছগাছালি লাগিয়ে থাকি৷ আমাদের ব্যস্ত জীবনে সবুজ যেন আমাদের হাতছানি দেয়৷ বাড়ির কাজ, অফিসের কাজ, এসব ব্যস্ততার মাঝে শহুরে জনজীবনে কোথাও যেন আমরা নিজেদের হারিয়ে ফেলি৷ আর সেই ক্লান্তিকর, একঘেঁয়ে জীবনে শান্তি এনে দিতে পারে সবুজ৷

তবে শুধু গাছ লাগালেই হবে না, তার পরিচর্যাও সমানভাবে প্রয়োজন৷ পোকামাকড়ের উপদ্রবে প্রায়শই আমাদের গাছ নষ্ট হয়ে যায়৷ বাড়ির বারান্দায়, ব্যালকনি, ছাদে বা বাগানে যারা গাছ লাগাচ্ছেন, চাষ করছেন কিছু না কিছু, তারা এর পরিচর্যার জন্য বাড়িতেই প্রাকৃতিক জিনিস থেকে (Natural Homemade Insecticides) তৈরি করে নিতে পারেন কীটনাশক৷ এই কীটনাশক তৈরি করাও যেমন সহজ তেমনই খুব সহজে আপনি আপনার বাগানকে নিরাপদ করে তুলতে পারবেন৷

নিম তেল (Neem Oil)- এটি সম্পূর্ণরূপে প্রাকৃতিক একটি কীটনাশক৷ যুগ যুগ ধরে চলে আসা এই প্রাকৃতিক উপায়ে তৈরি কীটনাশকের চাহিদা আজও একইভাবে রয়েছে৷ এক টেবিল চামচ নিম তেল এক লিটার জলে মেশাতে হবে৷ সেই জল গাছে ১৫ দিন অন্তর অন্তর ছিটিয়ে বা স্প্রে করে দিতে হবে৷

আদা এবং লঙ্কার গুঁড়োর স্প্রে (Garlic & Hot Pepper)- নিম তেলের মতোই এই আদা-পেপার স্প্রে আপনার গাছগুলিকে রক্ষা করবে পোকামাকড়ের হাত থেকে৷ খুব সহজে তৈরি করা সম্ভব এই কীটনাশক৷ ৫-৬ টি লঙ্কা এবং ২-৩ আদার বড় টুকরো নিয়ে তার পেস্ট বা গুঁড়ো তৈরি করে নিতে হবে৷ এবার এটা ছেঁকে নিয়ে সেই গুঁড়োতে জল মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করতে হবে৷ তারপর তা ক্ষতিগ্রস্ত গাছে স্প্রে করে দিতে পারেন৷

ইউক্যালিপটাস তেল (Eucalyptus Oil)- এটিও কীটনাশক হিসেবে খুবই কার্যকরী ভূমিকা পালন করে৷ পোকামাকড়, মাছি সবকিছুকে ধারেকাছে ঘেঁষতে দেয় না এই ইউক্যালিপটাস তেল৷ এক চতুর্থাংশ ইউক্যালিপটাস তেল ৫০০ মিলিলিটার জলে মিশিয়ে নিতে হবে৷ এবার প্রতি দু সপ্তাহ অন্তর ক্ষতিগ্রস্ত গাছে সেই মিশ্রণ স্প্রে করে দিতে হবে৷

সাবান স্প্রে (Soap spray insecticide)- এছাড়া ব্যবহার করতে পারেন সাবান স্প্রে৷ সাদা মাছি, পোকা মাকড় সবকিছু থেকে আপনার গাছকে রক্ষা করবে সাবান স্প্রে৷ দেড় চা চামচ হালকা লিক্যুইড সাবান জলে মিশিয়ে গাছের ক্ষতিগ্রস্ত অংশে স্প্রে করে দেওয়াযেতে পারে৷ প্রয়োজন যতটুকু ততটুকুই এটি ব্যবহার করতে হবে৷ দিনে প্রখর রৌদ্রকিরণের মধ্যে গাছে এই সাবান জল স্প্রে করা উচিত নয়৷ এতে গাছের ক্ষতি হতে পারে৷ এভাবে বাড়িতে প্রাকৃতিক কীটনাশক তৈরি করে তার সাহায্যেই বাড়ির, বাগানের গাছকে সুরক্ষিত করতে পারেন৷

 

আরও পড়ুন-ফসলের রোগ দমনে কতটা কার্যকরী ট্রাইকোডার্মা ভিরিডি এবং কীভাবে এর প্রয়োগ করলে ফসলের মান বৃদ্ধি পাবে?

আম গাছের রোগ প্রতিকার ও কীট নিয়ন্ত্রণ

English Summary: Essential homemade natural insecticides for your garden
Published on: 04 July 2020, 11:53 IST