এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 4 July, 2020 9:25 PM IST

আমরা প্রায় বেশিরভাগ মানুষই বাড়িতে বা বাড়ির চারপাশে গাছগাছালি লাগিয়ে থাকি৷ আমাদের ব্যস্ত জীবনে সবুজ যেন আমাদের হাতছানি দেয়৷ বাড়ির কাজ, অফিসের কাজ, এসব ব্যস্ততার মাঝে শহুরে জনজীবনে কোথাও যেন আমরা নিজেদের হারিয়ে ফেলি৷ আর সেই ক্লান্তিকর, একঘেঁয়ে জীবনে শান্তি এনে দিতে পারে সবুজ৷

তবে শুধু গাছ লাগালেই হবে না, তার পরিচর্যাও সমানভাবে প্রয়োজন৷ পোকামাকড়ের উপদ্রবে প্রায়শই আমাদের গাছ নষ্ট হয়ে যায়৷ বাড়ির বারান্দায়, ব্যালকনি, ছাদে বা বাগানে যারা গাছ লাগাচ্ছেন, চাষ করছেন কিছু না কিছু, তারা এর পরিচর্যার জন্য বাড়িতেই প্রাকৃতিক জিনিস থেকে (Natural Homemade Insecticides) তৈরি করে নিতে পারেন কীটনাশক৷ এই কীটনাশক তৈরি করাও যেমন সহজ তেমনই খুব সহজে আপনি আপনার বাগানকে নিরাপদ করে তুলতে পারবেন৷

নিম তেল (Neem Oil)- এটি সম্পূর্ণরূপে প্রাকৃতিক একটি কীটনাশক৷ যুগ যুগ ধরে চলে আসা এই প্রাকৃতিক উপায়ে তৈরি কীটনাশকের চাহিদা আজও একইভাবে রয়েছে৷ এক টেবিল চামচ নিম তেল এক লিটার জলে মেশাতে হবে৷ সেই জল গাছে ১৫ দিন অন্তর অন্তর ছিটিয়ে বা স্প্রে করে দিতে হবে৷

আদা এবং লঙ্কার গুঁড়োর স্প্রে (Garlic & Hot Pepper)- নিম তেলের মতোই এই আদা-পেপার স্প্রে আপনার গাছগুলিকে রক্ষা করবে পোকামাকড়ের হাত থেকে৷ খুব সহজে তৈরি করা সম্ভব এই কীটনাশক৷ ৫-৬ টি লঙ্কা এবং ২-৩ আদার বড় টুকরো নিয়ে তার পেস্ট বা গুঁড়ো তৈরি করে নিতে হবে৷ এবার এটা ছেঁকে নিয়ে সেই গুঁড়োতে জল মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করতে হবে৷ তারপর তা ক্ষতিগ্রস্ত গাছে স্প্রে করে দিতে পারেন৷

ইউক্যালিপটাস তেল (Eucalyptus Oil)- এটিও কীটনাশক হিসেবে খুবই কার্যকরী ভূমিকা পালন করে৷ পোকামাকড়, মাছি সবকিছুকে ধারেকাছে ঘেঁষতে দেয় না এই ইউক্যালিপটাস তেল৷ এক চতুর্থাংশ ইউক্যালিপটাস তেল ৫০০ মিলিলিটার জলে মিশিয়ে নিতে হবে৷ এবার প্রতি দু সপ্তাহ অন্তর ক্ষতিগ্রস্ত গাছে সেই মিশ্রণ স্প্রে করে দিতে হবে৷

সাবান স্প্রে (Soap spray insecticide)- এছাড়া ব্যবহার করতে পারেন সাবান স্প্রে৷ সাদা মাছি, পোকা মাকড় সবকিছু থেকে আপনার গাছকে রক্ষা করবে সাবান স্প্রে৷ দেড় চা চামচ হালকা লিক্যুইড সাবান জলে মিশিয়ে গাছের ক্ষতিগ্রস্ত অংশে স্প্রে করে দেওয়াযেতে পারে৷ প্রয়োজন যতটুকু ততটুকুই এটি ব্যবহার করতে হবে৷ দিনে প্রখর রৌদ্রকিরণের মধ্যে গাছে এই সাবান জল স্প্রে করা উচিত নয়৷ এতে গাছের ক্ষতি হতে পারে৷ এভাবে বাড়িতে প্রাকৃতিক কীটনাশক তৈরি করে তার সাহায্যেই বাড়ির, বাগানের গাছকে সুরক্ষিত করতে পারেন৷

 

আরও পড়ুন-ফসলের রোগ দমনে কতটা কার্যকরী ট্রাইকোডার্মা ভিরিডি এবং কীভাবে এর প্রয়োগ করলে ফসলের মান বৃদ্ধি পাবে?

আম গাছের রোগ প্রতিকার ও কীট নিয়ন্ত্রণ

English Summary: Essential homemade natural insecticides for your garden
Published on: 04 July 2020, 11:53 IST