রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) সরাসরি বাজারে নয়, FPO-র মাধ্যমে বেশি দাম পেতে কী করবেন? পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা
Updated on: 11 May, 2021 8:40 PM IST
Hibiscus flower (Image Credit - Google)

আমাদের দেশের এক অতি প্রচলিত ফুল হলো জবা যা "চিনা গোলাপ বা রোজমেলো" নামেও পরিচিত| শুধু পুজোর ক্ষেত্রেই নয়, জবা ফুলে থাকে রোগ-প্রতিরোধ ক্ষমতাও| আবার, মহিলারা এই জবা ফুল ব্যবহার করে বাড়িয়ে তোলেন চুলের সৌন্দর্য্য| দেখে নিন, কিভাবে সহজেই বাড়িতে টবের মধ্যে রকমারি রঙের জবা ফুলের চাষ করবেন|

সঠিক চারা নির্বাচন :

প্রথমে, নার্সারী থেকে ছোট আকারের বেশ মোটা কাণ্ডের সুস্থ চারা সংগ্রহ করতে হবে | জবা গাছের জন্য প্রয়োজনীয় ১২ ইঞ্চি টব | এছাড়া, বড় সিমেন্টের ব্যাগেও চাষ করতে পারেন জবা |

সঠিক পদ্ধতিতে মাটি প্রস্তুতি:

যে কোনো মাটিতেই জবা গাছ জন্মায় | তবে, বেলে দোঁআশ মাটি  এই চাষের জন্য উপযুক্ত | টবে চারা রোপণের আগে ৫০% বেলে দোঁআশ মাটি, ৪০% শুকনো গোবর এবং ১০% লাল সিলেকশন বালি মিশিয়ে মাটি বানিয়ে ফেলতে হবে | এর সাথে, দুমুঠো ছাই ও এক মুঠো হাঁড়ের গুঁড়োও মিশিয়ে নিতে পারেন | এটি করলে, মাটির উর্বরতা বজায় থাকবে বহুদিন | চারা রোপণের পর ধীরে ধীরে চাপ দিয়ে গোড়ার মাটি শক্ত করতে হবে | "ঝিনুক চুন" ৫ লিটার জলে ১ চা চামচ মিশিয়ে মাটিতে প্রয়োগ করতে হবে | এছাড়াও, গাছে প্রচুর ফুল পেতে ১০ দিন ছাড়া ছাড়া সর্ষের খোল পচা জল দিতে হবে |

গাছের পরিচর্যা:

গাছ লাগানোর পরক্ষনেই রোদে রাখা উচিত নয় | কয়েকদিন ছায়ায় রেখে তারপর রোদে রাখতে হবে | ভোরবেলা, সন্ধ্যেবেলা টবে জল দিতে হবে | দ্রুত বাড়তে শুরু করলে গাছকে সোজা রাখতে বাঁশের কঞ্চির সাহায্য নিতে হবে | বিশেষজ্ঞদের মতে,  এই গাছকে বছরে দু’বার ছেটে দিতে হবে। ফাল্গুন-চৈত্র ও ভাদ্র-আশ্বিন মাসে গাছটিকে ছেটে দেওয়ার কাজ করতে হবে। সব সময় টবের মাটি আগাছামুক্ত রাখতে হবে।

কীটের আক্রমণ -

জবা গাছে ছত্রাক ও মিলিবাগের আক্রমণ হয় খুব বেশি | এছাড়াও , জবা গাছের পাতা অনেকসময় হলুদ হয়ে যায় এবং গাছে সাদা পোকা দেখা যায় |

আরও পড়ুন - লাভজনক লিচু চাষের পদ্ধতি

প্রয়োজনীয় কীটনাশক :

জবা গাছের জন্য বাড়িতেই কীটনাশক বানানো যায় | ১টি ছোট দেশি পেঁয়াজ, ১ চা চামচ সাদা গোল মরিচ এবং ১টি ছোট রসুন ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে মিশ্রণটি ১ লিটার জলে গুলিয়ে ১ টেবিল চামচ "ট্রিকস" লিকুইড ডিসওয়াশ মিশিয়ে বোতলে রেখে দিতে হবে | এরপর মিশ্রণটি ছাঁকনির সাহায্যে ছেঁকে পরিষ্কার তরলটুকু গাছের ডালে, পাতার নিচে স্প্রে করতে হবে | তবে, খেয়াল রাখতে হবে স্প্রে করার সময় মিশ্রণটি যেন মাটিতে না পরে, তাই মাটিতে খবরের কাগজ বিছিয়ে দিতে হবে |গাছের পাতা হলুদ হলে, গোড়ায় ১০ দিন ছাড়া সৈন্ধব লবণ দিতে হবে |

গাছের প্রয়োজনীয় পুষ্টির জন্য, ভাতের মারের সাথে তিনভাগ জল মিশিয়ে তা বিকেলে গাছের গোড়ায় অন্তত সপ্তাহে একদিন প্রয়োগ করতে হবে | এতে জবা গাছটি প্রয়োজনীয় পুষ্টি পাবে|

নিবন্ধ - রায়না ঘোষ

আরও পড়ুন - জানুন আম গাছে মিলিবাগ বা ছাতরা পোকার সংক্রমণ ও দমনের ব্যবস্থাপনা

English Summary: Hibiscus cultivation in a great easy way at home, here are some important tricks
Published on: 11 May 2021, 08:36 IST