এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 8 September, 2021 4:25 PM IST
Lotus farming at home (image credit- Google)

অনেকেই তাদের ছাদ বাগানকে সুন্দর গাছ দিয়ে সাজাতে চান। আপনার বাগানে প্রায় সব গাছ থাকা সত্ত্বেও কিছু যেন একটা মিসিং ! তাই আর দেরি না করে লাগিয়ে ফেলুন জলের পদ্ম ! হ্যাঁ, আপনি খুব অনায়াসে পদ্মের চাষ করতে পারেন আপনার ছাদ বাগানে | সুন্দর শান্ত মনোরম পরিবেশের যেমন সৃষ্টি হবে তেমন বাড়বে আপনার বাগানের সৌন্দর্য | তাই বাড়িতে চলুন চাষ করা যাক পদ্মফুল। শুনে অবাক হচ্ছেন পুকুর ছাড়া পদ্ম ফুল চাষ হবে কি করে? কিন্তু কয়েকটি সহজ পদ্ধতি অবলম্বন করলেই আপনি ছাদ বাগানে খুব সুন্দর করে চাষ করতে পারবেন পদ্মফুল (Lotus firming)। তবে জেনে নিন, পদ্ধতিগুলো

বীজ বা চারা সংগ্রহ:

অনেকেই পদ্মের বীজ সংগ্রহ করেন | তবে, গুচ্ছমূল যুক্ত রাইজোম বা টিউবার আছে এমন চারা সংগ্রহ করা প্রয়োজন | এতে, সহজে বংশবিস্তার হয়ে থাকে | আর আপনি যদি বীজ সংগ্রহ করে থাকেন তবে সেটি অল্প ফাটিয়ে নিন কারণ পদ্মের বীজ খোল একটু শক্ত হয় |

টবের আকার:

পদ্ম চাষের জন্য ১৪-১৬ ইঞ্চি টবের প্রয়োজন | বা আপনি ড্রাম ও চৌবাচ্চার ব্যবহার করতে পারেন | মাথায় রাখতে হবে যেন টব বা ড্রামে ফুটো না থাকে | যাতে জল আবদ্ধ থাকতে পারে, বেরিয়ে না যায় |

মাটি(Soil):

দুই পদ্ধতিতে পদ্মের মাটি তৈরী করা যায় | প্রথমত, পুকুরের পাঁক বা নদীর মাটি ব্যবহার করতে পারেন | সরাসরি পুকুরের পাঁক নেওয়া খুবই উত্তম | দ্বিতীয় উপয় হলো, ২ ভাগ বাগানের দোআঁশ মাটি, ১ ভাগ গোবর সার , ১ ভাগ পাতা পচা সার ও ৫০ গ্রাম শুকনো পাতা, আধা চামচ ইউরিয়া, আধা চামচ পটাস এবং আধা চামচ ফসফেট মিশিয়ে মাটি তৈরী করে নিতে হবে | মাটি তৈরির সময় মাথায় রাখতে হবে, পুরো টব ভর্তি করে মাটি দেওয়া যাবেনা | প্রায় ২০-৩০ সেন্টিমিটার নিচে একটা গর্ত রাখতে হয় যেখানে জল থাকবে , তাতে ফলন ভালো হয় |

আরও পড়ুন -Malta orange cultivation: কিভাবে চাষ করবেন মাল্টা লেবু? শিখে নিন পদ্ধতি

রোপণ:

মাটির ওপরে টিউবার পুঁতে দিতে হবে এবং পাশ থেকে মাটি দিয়ে চেপে দিতে হবে | এবার চারা বসিয়ে টবে জল ভর্তি করে দিতে হবে | মাথায় রাখতে হবে, যেন কখনোই জল কম না থাকে |

সার প্রয়োগ:

পদ্ম গাছ বসানোর প্রায় ১ মাস পরে, কাঁচা গোবর ১০০ গ্রাম অথবা সর্ষের খোল ৫০ গ্রাম ভালো করে পচিয়ে জলের মধ্যে মিশিয়ে দিতে হবে | এটি পদ্মের খাবার হিসাবে ব্যবহার করবে | এটি ব্যবহার করলে, কোনো রাসায়নিক সারের প্রয়োজন পড়বেনা | প্রতি মাসে একবার এই সারের মিশ্রণ টবের জলের মধ্যে মিশিয়ে দিতে হবে |

টবের স্থান:

পদ্ম গাছ কোনোভাবেই ছায়া পছন্দ করেন | তাই এই গাছটিকে সূর্যের আলোর মধ্যে রাখতে হবে |

রোগবালাই ও দমন(Disease Management System):

পদ্ম গাছের পাতায় বাদামি রঙের এক দাগ দেখা যায় | এই দাগ দেখা দিলে, ম্যাংকোজেব -এম -৪৫ ২.৫ লিটার প্রতি জলে গুলে ভালো করে স্প্রে করতে হবে | প্রতি ১৫ দিন অন্তর স্প্রে করতে হবে |এছাড়াও, এই গাছে  শুয়োপোকা বা ল্যাদা পোকার আক্রমণ দেখা যায় | এই পোকা গাছের পাতা কেটে দেয় | এই পোকার হাত থেকে রক্ষা পেতে এন্ডোসালফার প্রতি লিটার জলে গুলে গাছে স্প্রে করতে হবে | এন্ডোসালফার ২মিলি  নিতে হবে পরিমানে | এছাড়াও , সাদা পোকা ও যাব পোকার আক্রমণ হয় | এই পোকাগুলির দমনে ডাইমিথয়েট ২ মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে |

আরও পড়ুন - Ragi Farming: রাগী চাষের সম্পূর্ণ পদ্ধতি ও পরিচর্যা

English Summary: Lotus cultivation guide: Learn the simple method and complete care of lemon cultivation
Published on: 08 September 2021, 04:02 IST