'রাক্ষুসে মাছ'-বিপদ কোথায়? 'MFOI, VVIF কিষাণ ভারত যাত্রা' গুজরাটের বিভিন্ন গ্রামে পৌঁছে কৃষকদের সম্মানিত করেছে কাঁচা আম খেলে হিট স্ট্রোক প্রতিরোধ হবে এবং এই সমস্যাগুলো দূর হবে!
Updated on: 29 June, 2021 4:53 PM IST

হেনা গ্রীষ্মমন্ডলীয় এবং উপনিবেশীয় অঞ্চলে মূলত চাষ হয়ে থাকে। তবে বাণিজ্যিক ফসল হিসাবে এটি মূলত পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম রাজস্থান, মধ্য প্রদেশ এবং গুজরাটে চাষ হয়। এটি বীজ এবং কাটিং –এর মাধ্যমে চাষ হয়ে থাকে।

হেনা, মেহেদি বা মেহেন্দি (Henna), এর সঙ্গে কম বেশি সকলেই পরিচিত৷ রূপচর্চা, সাজগোজে এর ব্যবহার বহুল পরিমাণে হয়ে থাকে৷ তুলনামূলকভাবে উষ্ণ এবং শুষ্ক আবহাওয়াতে বেশী চাষ হলেও এখন আমাদের রাজ্যেও হেনার চাষ হয়ে থাকে। দো-আঁশ থেকে বেলে দোআঁশ মাটি যে কোন ধরণের মাটিতে এই উদ্ভিদটি বৃদ্ধি পায়।

মেহেন্দি বা হেনা গাছ চাষ (Henna Cultivation) -

মেহেন্দি অনেকে ব্যবহার করলেও তার গুনাগুন হয়তো সকলের কাছে স্পষ্ট নয়৷ পাশাপাশি এই মেহেন্দি বা হেনা গাছ চাষ (Henna Cultivation) যে কতটা লাভের মুখ দেখাতে পারে আপনাকে সে সম্পর্কেও হয়তো অনেকের তেমন ধারণা নেই৷ চলুন আজকে এই বিষয়গুলিতে চোখ রাখা যাক৷

মেহেন্দির ব্যবহার (Henna Uses) -

মেহেন্দি পাতা, বা হেনা গাছের পাতা চুলের সৌন্দর্য্য বৃদ্ধিতে ব্যবহৃত হয়, এটা সর্বজনবিদিত৷ এছাড়া হাতে, পা-এ এর পেস্ট দিয়ে নকশা তৈরি করা হয় বিভিন্ন অনুষ্ঠানে৷ কিন্তু জানেন কি মেহেদি গাছের ফুল মাথা ব্যথা দূর করতে সাহায্য করে যেমন, তেমনই এটি ঘামচি থেকে পুরনো ক্ষত, এসব সারাতেও সাহায্য করে৷ এছাড়া দূর করে খুশকি৷ পা ফাটা রুখতেও এর পেস্ট ব্যবহার করা যেতে পারে৷

ভেষজ গুনে সমৃদ্ধ এই পাতার প্রচুর চাহিদা ভারতে৷ রাজস্থানে মূলত এর চাষ হয়ে থাকে প্রচুর পরিমাণে৷ তবে মেহেন্দি বা হেনা গাছের চাষ বর্ষাকালেও করতে পারেন৷ সমতল স্থানে হেনা গাছের চাষ করতে হবে৷ তবে মাটি যেন ঝুরঝুরে হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে৷ মাটি তৈরির ক্ষেত্রে প্রয়োজনে জৈবিক সার প্রয়োগ করতে পারেন৷

এই গাছের প্রায় বেশিরভাগ অংশই ব্যবহার করা হয়, যেমন, পাতা, বীজ, ফুল, গাছের ছাল, প্রভৃতি৷ বর্ষাকালে একটি প্রাপ্তবয়স্ক হেনা গাছে গোলাপি বা সাদা রঙের ছোট ছোট ফুল হয়৷ ছোট গোলাকার ধূসর ফলের মধ্যে ৫০-১০০ টার মতো বীজ থাকে৷ বীজ থেকে অথবা কাটিং-এর মাধ্যমে নতুন চারা তৈরি করে এই গাছ চাষ করা সম্ভব৷ 

জুলাই মাসে ভালো বৃষ্টি (Monsoon) হলে এর চারা রোপন (Henna Cultivation) করতে পারেন৷ মাঝে বেশ কিছুটা দূরত্ব রেখে চারাগুলি রোপন করতে হবে৷ চারা রোপনের পর যতক্ষণ না বৃষ্টি হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেচকার্য চালিয়ে যেতে হবে৷ মেহেন্দি পাতা তোলার সঠিক সময় সেপ্টেম্বর-অক্টোবর মাস৷

আরও পড়ুন - Panifal Fruit - স্বল্প খরচে পানিফলের চাষ করে উপার্জন করুন প্রচুর মুনাফা

লাভ -

এই মেহেন্দি চাষে উৎপাদন খরচ অন্যান্য বেশিরভাগ চাষের তুলনায় কম। একবার চারা লাগানোর পর সেই হেনা বা মেহেদি গাছ বাঁচে প্রায় ১০ থেকে ১৫ বছর। বছরে তিন বার পাতা সংগ্রহ করা যেতে পারে বাগান থেকে৷ মূলত খরচ কম এবং চাহিদা বেশি হওয়ায় এই গাছ চাষের (Henna Cultivation) প্রতি আগ্রহ দেখাচ্ছেন অনেকেই৷ এই চাষের জন্য আরও বিস্তারিত জানতে স্থানীয় কৃষি বিজ্ঞান (KVK) কেন্দ্রেও যোগাযোগ করতে পারেন৷

আরও পড়ুন - July Profitable Vegetable - জুলাইয়ের শুরুতে কোন কোন সবজীর চাষ আপনার জন্য লাভজনক হবে

English Summary: Make profit from henna (mehndi) cultivation in this monsoon
Published on: 29 June 2021, 04:13 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)