ইতিমধ্যেই দেশে খারিফ শস্যের চাষ শুরু হয়ে গিয়েছে৷ আর দেশের বিভিন্ন রাজ্যে খারিফ মরশুমে (Monsoon Cultivation) বিভিন্ন ধরণের ফসলের চাষ করে থাকেন কৃষকেরা৷ এই তালিকায় রয়েছে বাজরাও৷ বহু কৃষকের কাছেই অবশ্য খারিফে বাজরা চাষ সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়৷ আর এই সমগ্র চাষই বৃষ্টির ওপরে নির্ভরশীল৷
তাই ১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত বাজরা বপনের (Millet Sowing) উপযুক্ত সময় বলে মনে করা হয়৷ এতে ফসলের উৎপাদন (Millet Sowing in Monsoon) বাড়ে এবং লাভও নিশ্চিত হয়ে যায়৷ খারিফ মরশুমের সময়সীমা জুন-সেপ্টেম্বর, বলা যায় এই সময়ের ফসলের স্থায়িত্বকাল অন্যান্য মরশুমের ফসলের থেকে অনেক বেশি৷
কৃষি বিজ্ঞানীদের মতে চলতি বছরে বাজরার ভালো ফলন পেতে জুলাই মাস থেকেই এর রোপন কার্যের প্রস্তুতি শুরু করে দেওয়া উচিত৷ সেই সঙ্গে এও উল্লেখযোগ্য যে, এক একর চাষের জমিতে প্রায় দেড় থেকে দু কিলো বীজ বপন (Millet Seeds) করা উচিত৷ এই বীজের আবার প্রকারভেদ রয়েছে৷ বহু বীজ এমন রয়েছে যাদের থেকে ফলন ভালো হতে পারে সঠিকভাবে চাষ করতে পারলে৷ চলুন দেখে নেওয়া যাক৷
পুসা ৩২২- এই ধরণের বাজরা তৈরি হতে সময় নেয় প্রায় ৭৫-৮০দিন৷ এদের উচ্চতা প্রায় ২২০ সেন্টিমিটার পর্যন্ত হয়৷ প্রতি হেক্টরে প্রায় ৩০ ক্যুইন্টাল ফসল পাওয়া যেতে পারে৷
এম এইচ ১৪৩- এটি শঙ্কর প্রজাতির বাজরা৷ প্রায় ৫২ ক্যুইন্টাল ফসলের আশা করা যেতে পারে৷ এটি তুলনামূলকভাবে প্রচুর পুষ্টিগুণে সমৃদ্ধ বলে দাবি করা হয়৷
এম বি এইচ ১৫১- অন্যান্য সাধারণ বাজরার থেকে এই বাজরা একটু আলাদা, কারণ কোলেস্টেরলের মাত্রা ধরে রাখতে এই বাজরা সাহায্য করে থাকে৷ প্রায় ৫০ ক্যুইন্টাল পর্যন্ত ফসল পাওয়া যেতে পারে এর থেকে৷
এইচ এইচ বি ৬৭- যে সব স্থানে বেশি বৃষ্টিপাত হয় না, সেই সব স্থানে এই বাজরা চাষ করা যেতে পারে৷ প্রায় ২ মাস পর এটি সংগ্রহের উপযুক্ত হয়ে ওঠে৷
এমএইচ ১৬৯- এর উচ্চতা প্রায় ১৬৯ সেন্টিমিটার হয়ে থাকে৷ পাতাগুলি উজ্জ্বল হয়৷ এটি সংগ্রহের জন্য প্রস্তুত হতে প্রায় ৮০-৮৫ দিন সময় নেয়৷ প্রতি হেক্টরে প্রায় ২০-৩০ ক্যুইন্টাল গড় ফলন পাওয়া যেতে পারে৷
আর এইচ বি ১২১- এটি শঙ্কর প্রজাতির বাজরা৷ এর গাছের উচ্চতা ১৬৫ থেকে ১৭৫ সেন্টিমিটার হয়ে থাকে৷ এর ফসল পাকতে সময় নেয় প্রায় ৭৫-৭৮ দিন৷ এর থেকে গড় ফলন প্রায় ২২-২৫ ক্যুইন্টাল পাওয়া যেতে পারে৷
আরও পড়ুন- লঙ্কার এই ধরণগুলি সম্পর্কে (Chilli Varieties) জানেন কি, চাষে লাভ হতে পারে
চির-অবহেলিত বকফুল (Cultivation of Sesbania grandiflora): উত্তরণের পথে – বকফুলের আবাদ ও কীট নিয়ন্ত্রণ
সয়বিনের (Profitable cultivation of soybean) লাভজনক চাষ