Weather Update: ঝেঁপে নামবে বৃষ্টি! শনিবার থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের “ট্র্যাক্টর কে খিলাড়ি” কৃষকদের 51 হাজার টাকা পর্যন্ত পুরস্কার “মিলিওনেয়ার ফার্মার অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডস 2024” এবার জুরির সভাপতিত্বে নীতি আয়োগের সদস্য অধ্যাপক রমেশ চাঁদ
Updated on: 8 July, 2020 4:53 PM IST

ইতিমধ্যেই দেশে খারিফ শস্যের চাষ শুরু হয়ে গিয়েছে৷ আর দেশের বিভিন্ন রাজ্যে খারিফ মরশুমে (Monsoon Cultivation) বিভিন্ন ধরণের ফসলের চাষ করে থাকেন কৃষকেরা৷ এই তালিকায় রয়েছে বাজরাও৷ বহু কৃষকের কাছেই অবশ্য খারিফে বাজরা চাষ সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়৷ আর এই সমগ্র চাষই বৃষ্টির ওপরে নির্ভরশীল৷

তাই ১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত বাজরা বপনের (Millet Sowing) উপযুক্ত সময় বলে মনে করা হয়৷ এতে ফসলের উৎপাদন (Millet Sowing in Monsoon) বাড়ে এবং লাভও নিশ্চিত হয়ে যায়৷ খারিফ মরশুমের সময়সীমা জুন-সেপ্টেম্বর, বলা যায় এই সময়ের ফসলের স্থায়িত্বকাল অন্যান্য মরশুমের ফসলের থেকে অনেক বেশি৷

কৃষি বিজ্ঞানীদের মতে চলতি বছরে বাজরার ভালো ফলন পেতে জুলাই মাস থেকেই এর রোপন কার্যের প্রস্তুতি শুরু করে দেওয়া উচিত৷ সেই সঙ্গে এও উল্লেখযোগ্য যে, এক একর চাষের জমিতে প্রায় দেড় থেকে দু কিলো বীজ বপন (Millet Seeds) করা উচিত৷ এই বীজের আবার প্রকারভেদ রয়েছে৷ বহু বীজ এমন রয়েছে যাদের থেকে ফলন ভালো হতে পারে সঠিকভাবে চাষ করতে পারলে৷ চলুন দেখে নেওয়া যাক৷

পুসা ৩২২- এই ধরণের বাজরা তৈরি হতে সময় নেয় প্রায় ৭৫-৮০দিন৷ এদের উচ্চতা প্রায় ২২০ সেন্টিমিটার পর্যন্ত হয়৷ প্রতি হেক্টরে প্রায় ৩০ ক্যুইন্টাল ফসল পাওয়া যেতে পারে৷

এম এইচ ১৪৩- এটি শঙ্কর প্রজাতির বাজরা৷ প্রায় ৫২ ক্যুইন্টাল ফসলের আশা করা যেতে পারে৷ এটি তুলনামূলকভাবে প্রচুর পুষ্টিগুণে সমৃদ্ধ বলে দাবি করা হয়৷

এম বি এইচ ১৫১- অন্যান্য সাধারণ বাজরার থেকে এই বাজরা একটু আলাদা, কারণ কোলেস্টেরলের মাত্রা ধরে রাখতে এই বাজরা সাহায্য করে থাকে৷ প্রায় ৫০ ক্যুইন্টাল পর্যন্ত ফসল পাওয়া যেতে পারে এর থেকে৷

এইচ এইচ বি ৬৭- যে সব স্থানে বেশি বৃষ্টিপাত হয় না, সেই সব স্থানে এই বাজরা চাষ করা যেতে পারে৷ প্রায় ২ মাস পর এটি সংগ্রহের উপযুক্ত হয়ে ওঠে৷

এমএইচ ১৬৯- এর উচ্চতা প্রায় ১৬৯ সেন্টিমিটার হয়ে থাকে৷ পাতাগুলি উজ্জ্বল হয়৷ এটি সংগ্রহের জন্য প্রস্তুত হতে প্রায় ৮০-৮৫ দিন সময় নেয়৷ প্রতি হেক্টরে প্রায় ২০-৩০ ক্যুইন্টাল গড় ফলন পাওয়া যেতে পারে৷

আর এইচ বি ১২১- এটি শঙ্কর প্রজাতির বাজরা৷ এর গাছের উচ্চতা ১৬৫ থেকে ১৭৫ সেন্টিমিটার হয়ে থাকে৷ এর ফসল পাকতে সময় নেয় প্রায় ৭৫-৭৮ দিন৷ এর থেকে গড় ফলন প্রায় ২২-২৫ ক্যুইন্টাল পাওয়া যেতে পারে৷

আরও  পড়ুন- লঙ্কার এই ধরণগুলি সম্পর্কে (Chilli Varieties) জানেন কি, চাষে লাভ হতে পারে

চির-অবহেলিত বকফুল (Cultivation of Sesbania grandiflora): উত্তরণের পথে – বকফুলের আবাদ ও কীট নিয়ন্ত্রণ

সয়বিনের (Profitable cultivation of soybean) লাভজনক চাষ

English Summary: You should know about these few profitable millet varieties
Published on: 08 July 2020, 04:37 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)