এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 5 April, 2023 2:58 PM IST
প্রতীকী ছবি।

কৃষিজাগরন ডেস্কঃ চাষ করে বাড়ি ফেরার পথে ট্রাক্টর উল্টে মৃত্যু হল এক কৃষকের।নদিয়ার নবদ্বীপ থানার কালিনগর এলাকার ঘটনা।মৃত কৃষকের নাম দিব্যেন্দু কোলে। নিজের জমিতে কাজ করে বাড়ি ফেরার সময় ট্রাক্টর উল্টে তার নিচে চাপা পড়ে যান তিনি।স্থানিয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন।

সূত্রের খবর,মঙ্গলবার নিজের জমিতে কাজ করছিলেন দিব্যেন্দু।সেই সময় মাটি কেটে জমিতে বাঁধ তৈরি করছিলেন ট্রাক্টরের চালক।কাজ শেষ করে ট্রাক্টরের চালক চলে গেলে তিনি নিজেই ট্রাক্টর চালিয়ে বাড়ি ফিরছিলেন।কিন্তু আচমকা নিয়ন্ত্রন হারিয়ে ট্রাক্টর উল্টে যায়।এর ফলে দিব্যেন্দু ট্রাক্টরের নিচে চাপা পড়ে যান।

আরও পড়ুনঃ সহায়ক মুল্যে আলু কেনা হবে? মিটবে কৃষকদের দাবি? কি বলছে কৃষি দফতর

স্থানীয় বাসীন্দারা তাঁকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন।এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুনঃ আজ ১০০০ কোটির প্রকল্প উপহার দেবেন মমতা

কিভাবে তিনি নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনার মুখে পড়লেন তা খতিয়ে দেখছে নবদ্বীপ থানার পুলিস।  

English Summary: A farmer from Nabadwip died after being crushed by a tractor
Published on: 05 April 2023, 02:56 IST