কথায় আছে সব যাত্রা বার বার অমরনাথ যাত্রা একবার। এবার অমরনাথযাত্রায় ইচ্ছুক ভক্তদের জন্য সুখবর। দীর্ঘ দু বছর পর আবার শুরু হতে চলেছে অমরনাথযাত্রা। এতদিন ধরে প্রহর গুনছিলেন ভক্তরা। অবশেষে শিবভক্তদের জন্য সুখবর। এই জুন মাস থেকেই শুরু হতে চলেছে অমরনাথ যাত্রা।
জুন মাসের ৩০ তারিখ থেকে শুরু হতে চলেছে অমরনাথ যাত্রা। এই যাত্রা চলবে ১১ই আগস্ট পর্যন্ত। ১৬ থেকে ৬৫ বছর বয়সীরা অংশগ্রহণ করতে পারবেন এই যাত্রায়। তবে এইবারের যাত্রায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রেজিস্ট্রেশন। আগামী ১১ই এপ্রিল থেকেই শুরু হবে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া। রেজিস্ট্রেশনের জন্য ১৫০ টাকা করে লাগবে মাথাপিছু। রেজিস্ট্রেশন হবে 'জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাঙ্ক', 'পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক', 'ইয়েস ব্যাঙ্ক', 'স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া'র বিভিন্ন শাখায়। পাশাপাশি অনলাইন রেজিস্ট্রেশনের জন্য jksasb.nic.in এই লিঙ্কে সমস্ত আপডেট পাবেন।
আরও পড়ুনঃ বন্ধ হতে চলেছে “দুয়ারে রেশন”? সম্মেলন দিল্লির বঙ্গ ভবনে
এবার যাত্রীদের জন্য বিশাল আয়োজন করছে অমরনাথ শ্রাইন বোর্ড। বাড়ানো হয়েছে যাত্রীনিবাসের সংখ্যা। প্রায় ৩০০০ যাত্রীর স্থান সঙ্কুলান হবে। করোনার কোপে প্রায় দু বছর শিবের দর্শন থেকে বঞ্চিত ছিলেন ভক্তরা। অবশেষে অপেক্ষার দিন শেষ। এখন এটাই দেখার ২ বছর পর ঠিক কতটা সফল হতে চলেছে অমরনাথ যাত্রা।
আরও পড়ুনঃ কিভাবে মাছ চাষের জন্য ঋণ পাবেন?