রাজ্যে ব্লক অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্ৰকাশ হয়েছে | নিয়োগ করা হবে গ্রাম রোগজার সহায়ক পদে | সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে লোক নিয়োগ করা হবে | বয়সসীমা কত হবে, শিক্ষাগত যোগ্যতা কত, কিভাবে আবেদন করতে হবে জেনে নিন এই নিবন্ধে |
পদের নাম (Designation):
গ্রাম রোজগার সহায়ক |
বয়স (Age):
০১/০৬/২০২১ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৫-র মধ্যে |
শূন্যপদ (Vacancy):
৭টি |
আরও পড়ুন - Railway Ticket Seller Recruitment: ভারতীয় রেলে নিয়োগ চলছে টিকিট সেলার পদে
শিক্ষাগত যোগ্যতা (Educational qualification):
অন্তত ৫৫% নম্বর সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে | যেকোনো সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার এপ্লিকেশন বিষয়ে ৬ মাসের ট্রেনিং থাকতে হবে |
বেতন (Salary):
এই গ্রাম রোজগার সহায়ক পদে প্রতিমাসে বেতন দেওয়া হবে ১৭০০০ টাকা |
আবেদন পদ্ধতি (Application Procedure):
আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে | আবেদনকারীকে বীরভূম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে | সাম্প্রতিক তোলা আবেদনকারীর পাসপোর্ট সাইজের ফটো, বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের এডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, আধার কার্ড এবং কম্পিউটার কোর্সের সার্টিফিকেট জমা দিতে হবে | আবেদন পত্র পূরণ করে সমস্ত নথিপত্রের সাথে পাঠাতে হবে |
খামের ওপরে লিখতে হবে “Application for the post of Gram Rojgar Sahayak” | আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ ২/৭/২০২১ সকাল ১১ টা থেকে বিকেল ৩ টের মধ্যে |
আবেদনপত্র পাঠানোর ঠিকানা (Address):
“Programme Officer & Block Development Officer, Md. Bazar Dev. Block , Vill- Patelnagar, P.O.-
Md. Bazar (T.S), Dist-Birbhum, Pin-731132
অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখার লিংক (Official Notification):
http://birbhum.gov.in/jobs/MDB_J_21062021.PDF
নিবন্ধ: রায়না ঘোষ
আরও পড়ুন - Covid-19 Vaccine shortage: বাড়ন্ত টিকা! বাংলায় ১৮ ঊর্ধ্বদের ভ্যাকসিন প্রাপ্তি নিয়ে সংশয়