সিজার প্রক্রিয়ায় গাভীর বাচ্চা প্রসব

আমরা প্রত্যেকেই গর্ভবতী নারীর সিজারের কথা শুনেছি। এবং সিজারের জন্য একজন গর্ভবতী নারী যে কতটা পরিমানে কষ্ট পায় তা পরিমাপ করা সত্যিই অসম্ভব। তবে গর্ভবতী নারীর সিজারের কথা শুনে আসলেও সম্প্রতি একটি গাভী তার বাচ্চার জন্ম দিয়েছে সিজার প্রক্রিয়ার মাধ্যমে।

KJ Staff
KJ Staff
সিজার প্রক্রিয়ায় গাভীর বাচ্চা প্রসব (প্রতীকী ছবি)

বাংলাদেশের মুন্সীগঞ্জে ঘটল এক আশ্চর্যজনক ঘটনা।সিজারের মাধ্যমে একটি গাভী বাছুরের জন্ম দিল।ঘটনাটি ঘটেছে মুন্সীগঞ্জের সিরাজদীখানের একটি খামারে।বাচ্চা দেওয়ার নির্ধারিত সময় পেরিয়ে গেলেও গাভীটি প্রসব করতে পারছিল না। তাই বাধ্য হয়েই সিজারের মাধ্যমে প্রসব করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এই ঘটনার পর এলাকার মানুষ গরু ও বাছুরটিকে দেখতে ভীড় জমিয়েছে।  

উপজেলার বাহেরঘাটা গ্রামের বয়রাগাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান সোহাগের খামারে ১৫ টি ষাঁড় ও ৫ টি গাভী রয়েছে। যার মধ্যে একটি গর্ভবতী গাভীর নির্ধারিত সময়ে বাচ্চা প্রসব না হওয়ায়, তিনি চিন্তিত হয়ে প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শবনম সুলতানার শরণাপন্ন হন।

ডা. শবনম সুলতানার সহায়তায় প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোর্শেদ উদ্দিন আহম্মদ গাভীর সিজার প্রক্রিয়া সম্পন্ন করেন। এবং একটি সুন্দর ফুটফুটে বাছুরের জন্ম দেয়। সিজারের পর তিনি জানিয়েছেন গাভী ও বাছুর দুজনেই সুস্থ্য আছে। এই ঘটনার পর সিরাজদীখান প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শবনম সুলতানা বলেন, গাভীর সিজারের মাধ্যমে বাছুরেরে জন্ম এটিই সম্ভবত প্রথম। এর আগে কোথাও এমনটা হয়নি।

Published On: 06 December 2022, 12:34 PM English Summary: Calf delivery by Cesarean

Like this article?

Hey! I am KJ Staff . Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters