Weather Update: ঝেঁপে নামবে বৃষ্টি! শনিবার থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের “ট্র্যাক্টর কে খিলাড়ি” কৃষকদের 51 হাজার টাকা পর্যন্ত পুরস্কার “মিলিওনেয়ার ফার্মার অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডস 2024” এবার জুরির সভাপতিত্বে নীতি আয়োগের সদস্য অধ্যাপক রমেশ চাঁদ
Updated on: 22 September, 2021 2:05 PM IST
CTET recruitment exam (image credit- Google)

টেট পরীক্ষার আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে | কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় গুলোতে শিক্ষকতা করার জন্য এই পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকেই প্রার্থীরা আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে পরীক্ষা কেন্দ্র রয়েছে।

CTET (Central Teacher Eligibility Test) -এর দুটি পরীক্ষা হয় যথা Paper- I ও Paper- II. Paper- I হলো ক্লাস I থেকে V পর্যন্ত এবং Paper- II ক্লাস VI থেকে VII পর্যন্ত শিক্ষকতা করার জন্য পরীক্ষা। প্রার্থীরা তাদের যোগ্যতা অনুযায়ী Paper- I এবং Paper- II এর মধ্যে যেকোনো একটিতে অথবা উভয় পরীক্ষাতে আবেদন করতে পারেন।

শিক্ষাগত যোগ্যতা(Educational qualification):

Paper- I:

অন্তত ৪৫ শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ, সঙ্গে ২ বছরের D.El.Ed কোর্স পাশ করে থাকতে হবে। এবং যেসব প্রার্থীরা D.El.Ed কোর্সের শেষ বর্ষে (Final Year) পাঠরত তারাও আবেদন করতে পারবেন। অথবা, অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ, সঙ্গে ৪ বছরের B.El.Ed (Bachelor of Elementary Education) কোর্স পাশ করে থাকতে হবে। অথবা, যেকোনো শাখায় স্নাতক পাশ, সঙ্গে ২ বছরের D.El.Ed কোর্স পাশ করে থাকতে হবে।

Paper- II:

যেকোনো শাখায় স্নাতক পাশ, সঙ্গে ২ বছরের D.El.Ed কোর্স পাশ করে থাকতে হবে। অথবা, অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে স্নাতক পাশ, সঙ্গে ১ বছরের B.Ed কোর্স পাশ করে থাকতে হবে।

বয়সসীমা(Age):

আবেদকারীর বয়স হতে হবে কমপক্ষে ১৭ বছর।

আরও পড়ুন -G-20 agri meet: ভারত বাজরার মতো স্বাস্থ্যকর শস্যের ভান্ডার হয়ে উঠেছে

আবেদন পদ্ধতি:

আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আবেদনকারীর একটি বৈধ মোবাইল নম্বর ও একটি ইমেল আইডি থাকতে হবে। আবেদন করার সময় প্রার্থীর ছবি এবং সই স্ক্যান করে আপলোড করতে হবে। স্ক্যান করা ছবির সাইজ (৩.৫ x ৪.৫) হতে হবে ১০- ১০০ কেবির মধ্যে। স্ক্যান করা সই -এর সাইজ হতে হবে ৩- ৩০ কেবির মধ্যে। https://ctet.nic.in/WebInfo/Page/Page?PageId=1&LangId=P ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। নীচে দেওয়া লিংকে ক্লিক করে অনলাইনে আবেদন ও অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন।

আবেদন ফি(Fees):

যেসব প্রার্থীরা শুধুমাত্র একটি পরীক্ষার জন্য আবেদন করবেন (Paper- I অথবা Paper- II) তাদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ জমা দিতে হবে ১০০০ টাকা (GEN/ OBC) এবং ৫০০ টাকা (SC/ ST/ PWD)। আর যেসব পরীক্ষার্থীরা উভয় পরীক্ষার জন্য আবেদন করবেন (Paper- I ও Paper- II) তাদের ক্ষেত্রে ১২০০ টাকা (GEN/ OBC) এবং ৬০০ টাকা (SC/ ST/ PWD)। আবেদন ফি জমা দিতে পারবেন Debit Crad, Credit Card, Net Banking, Master Card, VISA Card -এর মাধ্যমে।

পরীক্ষার সিলেবাস(Exam syllabus):

Paper- I:

  1. i) Child Development and Pedagogy (compulsory): 30 Marks
  2. ii) Language I (compulsory): 30 Marks

iii) Language II (compulsory): 30 Marks

  1. iv) Mathematics: 30 Marks
  2. v) Environmental Studies: 30 Marks

মোট ১৫০ নম্বরের পরীক্ষা। সময়সীমা ২ ঘন্টা ৩০ মিনিট।

Paper- I:

  1. i) Child Development & Pedagogy (compulsory): 30 Marks
  2. ii) Language I (compulsory): 30 Marks

iii) Language II (compulsory): 30 Marks

  1. iv) Mathematics and Science (for Mathematics and Science teacher): 60 Marks

OR, Social Studies/Social Science (for Social Studies/Social Science teacher): 60 Marks

মোট ১৫০ নম্বরের পরীক্ষা। সময়সীমা ২ ঘন্টা ৩০ মিনিট।

পরীক্ষার তারিখ(Exam date):

CBT (Computer Based Test) হবে ১৬ ডিসেম্বর ২০২১ থেকে ১৩ জানুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত।

আবেদন শুরু:

 ২০/০৯/২০২১

আবেদন শেষ(Last date):

১৯/১০/২০২১

অফিসিয়াল নোটিশ দেখার লিংক:

https://ctet.nic.in/webinfo/File/ViewFile?FileId=196&LangId=P

আরও পড়ুন - Papaya varieties: বাংলাদেশে উদ্ভাবন হলো পেঁপের নতুন ২ জাত

English Summary: CTET 2021 Recruitment: The application has started for TET exam, take a look at the procedure
Published on: 22 September 2021, 01:53 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)