রাজ্যে দিন দিন বাড়ছে ডেঙ্গির দাপট। বৃষ্টির জল জমছে রাজ্যের বেশ কিছু এলাকায়। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বিশেষ করে গ্রামের পুকুরে বা ডোবায় জল জমছে। আর তার জেরেই লাফিয়ে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। চলতি বছরে জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত প্রায় ৪০০ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছে। আর তার মধ্যেই রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মন্ত্যব্য করলেন বহরমপুরের সাংসদ ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
তিনি বলেন, “ডেঙ্গি সংক্রমণের আসল তথ্য স্বাস্থ্য দফতর সঠিক ভাবে জানাচ্ছে না। দিল্লিতেও এই বিষয় নিয়ে তিনি ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছেন। কিন্তু দিল্লি স্বাস্থ্য দফতরের তরফে জানান হয়েছে রাজ্যের তথ্য তাঁদের কাছে থাকে না। এমনকি রাজ্যের তরফ থেকে জানানও হয় না। তিনি আরও দাবি করেন যে রাজ্যে যদি কেও ডেঙ্গিতে মারা যায় সেক্ষেত্রে ডাক্তার সরাসরি লিখতে পারে না যে রোগীর ডেঙ্গিতে মৃত্যু হয়েছে।
আরও পড়ুনঃ স্বাস্থ্যের উন্নতিতে গোলাপি ফল-সব্জির গুরুত্ব
তবে অধীর রঞ্জন চৌধুরীর এই মন্ত্যব্যে সহমত নয় স্বাস্থ্য দফতর। মুর্শিদাবাদ মেডিকেল কলেজের পক্ষ থেকে জানান হয়েছে ইতিমধ্যেই তাঁরা ডেঙ্গি রুখতে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। বৈঠকও করা হয়েছে এই বিষয় নিয়ে। জেলার বিভিন্ন এলাকায় ফিভার ক্লিনিক খোলা হয়েছে। সর্বভারতীয় সংবাদ মাধ্যম অনুযায়ী জেলার এই ফিবার ক্লিনিক গুলি রবিবার বাদ দিয়ে সপ্তাহের প্রত্যেক দিনই খোলা থাকছে সকাল ৯ টা থেকে দুপুর ৩টে পর্যন্ত।
আরও পড়ুনঃ সকালে এই খাবারগুলি সেবনে বাড়ছে ক্যান্সারের প্রবনতা
উল্লেখ্য, দুর্গাপুরেও পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গি। জেলার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই আঙ্গুল তুলেছে বিজেপি। তাঁদের অভিযোগ এলাকায় জলাশয়, ডোবা ঠিকমত পরিষ্কার করা হয়নি। এছাড়াও তথ্য গোপন করা নিয়েও অভিযোগ তুলেছে বিজেপি।