'রাক্ষুসে মাছ'-বিপদ কোথায়? 'MFOI, VVIF কিষাণ ভারত যাত্রা' গুজরাটের বিভিন্ন গ্রামে পৌঁছে কৃষকদের সম্মানিত করেছে কাঁচা আম খেলে হিট স্ট্রোক প্রতিরোধ হবে এবং এই সমস্যাগুলো দূর হবে!
Updated on: 30 June, 2022 10:45 AM IST

আত্মমর্যাদার প্রশ্নে বিজেপি-র সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক ছিন্ন করে বেরিয়ে এসেছিলেন। কিন্তু মাত্র আড়াই বছরই আসনে টিকে থাকতে পারলেন বালাসাহেব ঠাকরের কনিষ্ঠ পুত্র উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। দু'সপ্তাহ ব্য়াপী টানাপোড়েনের পর বুধবার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন। ছাড়লেন বিধান পরিষদের সদস্যতাও। উদ্ধব ঠাকরের পদত্যাগের পরই রাস্তা সাফ হয়েছে দেবেন্দ্র ফড়ণবীসের। খুব সম্ভবত ১ জুলাই তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করবেন তিনি।

বুধবার রাতে আস্থা ভোট নিয়ে সুপ্রিম কোর্ট অবস্থান জানানোর পরেই মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন উদ্ধব ঠাকরে। তারপরেই পরবর্তী সরকার গঠনের রাস্তা পরিষ্কার হয়ে যায়। সূত্রের খবর অনুযায়ী, দুপক্ষই 'ফর্মুলা সিক্সে' (Formula Six) সম্মত হয়েছেন। উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দেওয়ায় এই মুহূর্তে মহারাষ্ট্রে আর আস্থা ভোটের প্রয়োজন নেই। রাজ্যপাল বিএস কোশিয়ারি বিরোধী দলের নেতা দেবেন্দ্র ফড়নবিশকে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানাবেন।

এ প্রশঙ্গে সঞ্জয় রাউত রাউত টুইট করে লিখেছেন, "মুখ্যমন্ত্রী (উদ্ধব ঠাকরে) শালীনভাবে পদত্যাগ করেছেন। আমরা একজন বিচক্ষণ এবং শালীন মুখ্যমন্ত্রীকে হারিয়েছি।"

আরও পড়ুনঃ পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য হলেন কৃষ্ণ কল্যাণী, চেয়ারম্যান পদ সময়ের অপেক্ষা

শত্রুপক্ষের সঙ্গে লড়াই সম্ভব, কিন্তু নিজের লোকের সঙ্গে কঁহাতক লড়বেন বলে দিন কয়েক আগেই আক্ষেপ করতে শোনা গিয়েছিল উদ্ধবকে। ইস্তফাকালেও একই কথা শোনা গেল তাঁর মুখে। জানালেন, যাঁদের সব দিয়েছিলেন, নিজের হাতে বড় করেছিলেন, আজ তাঁরাই দূরে সরে গিয়েছেন। অথচ যারা পাশে থাকবে না ভেবেছিলেন, সেই এনসিপি, কংগ্রেস এবং শিবসৈনিকরাই দুঃসময়ে পাশে থেকেছেন বলে আত্মসন্তুষ্টির সুরও শোনা যায় তাঁর গলায়।

আরও পড়ুনঃ ভিজবে উত্তর ঘামবে কলকাতা,জেনে নিন আজকের আবহাওয়া

সুপ্রিম কোর্টে আস্থাভোট স্থগিতের আর্জি খারিজ হয়ে যাওয়ার পরই ফেসবুক লাইভে এসে উদ্ধব বলেন, "‘রিকশাচালকদেরও মন্ত্রী-সাংসদ করেছি। তাঁরাই ভুলে গিয়েছেন। যাঁদের বড় করেছি, ক্ষমতা পাওয়ার পরে তাঁরাই ভুলে গিয়েছেন। যাঁদের সব দিয়েছি, তাঁরাই আজ বিক্ষুব্ধ। যাঁরা কিছু পাননি, তাঁরাই এখন পাশে।"

English Summary: Devendra Farnabis is set to be sworn in as Maharashtra Chief Minister for the third time
Published on: 30 June 2022, 10:44 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)