'রাক্ষুসে মাছ'-বিপদ কোথায়? 'MFOI, VVIF কিষাণ ভারত যাত্রা' গুজরাটের বিভিন্ন গ্রামে পৌঁছে কৃষকদের সম্মানিত করেছে কাঁচা আম খেলে হিট স্ট্রোক প্রতিরোধ হবে এবং এই সমস্যাগুলো দূর হবে!
Updated on: 18 August, 2021 9:51 AM IST
DF & FW Recruitment 2021 (image credit- Google)

টেকনিক্যাল অ্যাসিসট্যান্ট, অ্যাকাউট্যান্ট, অফিস ম্যানেজার-সহ বেশ কয়েকটি পদে চুক্তির ভিত্তিতে নিয়োগ করতে চলেছে Department of Agriculture & Farmers Welfare বা  DF & FW। আবেদন করা যাবে কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইট https://agricoop.nic.in/ থেকে। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ৩ বছরের জন্য এই চুক্তি তারা করবে। তবে, প্রতি বছরের পারফরম্যান্সই দেখা হবে।

শূন্যপদের বিবরণ(Vacancy):

মোট ৯টি শূন্যপদে এক্ষেত্রে নিয়োগ করা হবে। যার মধ্যে-

১. টেকনিক্যাল অ্যাসিসট্যান্ট পদে শূন্যপদ রয়েছে ২টি

২. ৩টি শূন্যপদ রয়েছে অ্যাকাউন্টস বিভাগে

৩. ১টি শূন্যপদ রয়েছে জুনিয়র টেকনিক্যাল অফিসার (প্রোডাকশন) পদে

৪. টি শূন্যপদ রয়েছে জুনিয়র মার্কেটিং অফিসার ও অফিস ম্যানেজমেন্ট পদে।

প্রত্যেকটি বিভাগে আবেদনের পূর্বে কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তিতে দেওয়া যোগ্যতার মাপকাঠি দেখে নিতে হবে।

আরও পড়ুন - ACE Harvester - এসিই আল্ট্রা প্লাস কম্বাইন হার্ভেস্টার, কৃষকদের জন্য এক নতুন হার্ভেস্টার

আবেদনের যোগ্যতা(Criteria):

প্রত্যেকটি বিভাগের জন্য আলাদা যোগ্যতা প্রয়োজন। যোগ্যতা সংক্রান্ত সমস্ত তথ্য DF & FW-এর অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া নোটিফিকেশনে পাওয়া যাবে।

আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদনের শেষ তারিখ অর্থাৎ আবেদনপত্রটি অফিসে পৌঁছানোর শেষ তারিখ ২৬ অগাস্ট, ২০২১। এর পর আসা আবেদন পত্র গ্রাহ্য হবে না বলে জানানো হয়েছে।

বেতন পরিকাঠামো(Salary):

অ্যাকাউট্যান্ট ও টেকনিক্যাল অ্যাসিসট্যান্ট পদে পাওয়া যাবে ৪২ হাজার টাকা। জুনিয়র টেকনিক্যাল অফিসার (প্রোডাকশন) পদে ও অফিস ম্যানেজার পদের জন্য পাওয়া যাবে ৫২ হাজার টাকা।

আবেদনপত্র নিম্নলিখিত ঠিকানায় পাঠাতে হবে(Address):

Deputy Secretary (INM),

R.NO 347, Krishna Bhawan

DEPARTMENT OF

AGRICULTURE & FARMERS WELFARE

Ministry of Agriculture and Farmer Welfare

Krishi Bhawan, New Delhi

খামের উপর উল্লেখ করে দিতে হবে "Application for engagement as … (যে পদের জন্য আবেদন করা হচ্ছে তার নাম) on a Contract basis in INM division in DA&FW"।

আরও পড়ুন - Profitable Papaya Farming - জানুন হাইব্রিড পেঁপের লাভজনক চাষ পদ্ধতি

English Summary: DF & FW Recruitment 2021: Contract recruitment started for various posts in the agriculture department, see information
Published on: 18 August 2021, 09:51 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)