পশ্চিমবঙ্গ সংখ্যালঘু দপ্তরের তরফ থেকে রাজ্যের বিভিন্ন জেলায় সুপারভাইজার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কেবল উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন। প্রার্থী নিয়োগ করা হবে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে। কোন হাতে লেখা পরীক্ষা নয় শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে।
পদের নাম(Designation):
এডুকেশন সুপারভাইজার।
মোট শূন্যপদ(Vacancy):
২ টি। মুর্শিদাবাদ জেলায় ১ টি এবং উত্তর ২৪ পরগনা জেলায় ১ টি।
বয়স(Age):
০১/০১/২০২১ তারিখে প্রার্থীর বয়স ২০ থেকে ৪০ এর মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা(Educational qualification):
অন্তত ৫০ শতাংশ নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাশ সঙ্গে কম্পিউটারের উপর দক্ষতা। প্রার্থীকে অবশ্যই ইংরেজি ভাষা জানতে হবে।
আরও পড়ুন -WB Govt take over Mother Dairy: "মাদার ডেয়ারির" নাম এবার থেকে "বাংলা ডেয়ারি", ঘোষণা মুখ্যমন্ত্রীর
আবেদন পদ্ধতি(Application procedure):
এই পদের জন্য আলাদা করে আবেদন করতে হবে না। সঠিকভাবে পূরণ করা আবেদনপত্র ও সমস্ত ডকুমেন্টস সঙ্গে নিয়ে ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে।
ইন্টারভিউর স্থান:
The Office of the West Bengal Minorities Development & Finance Corporation, AMBER, DD- 27/E Sector- I, Salt Lake, Kolkata- 700064
ইন্টারভিউয়ের তারিখ ও সময়:
২৬/০৮/২০২১, সকাল ১১ টার সময় ইন্টারভিউ হবে এবং কম্পিউটারের পরীক্ষা নেওয়া হবে।
নিয়োগের স্থান:
নিয়োগ করা হবে মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনা জেলায়। আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ঠজেলার বাসিন্দা হতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস(Important documents):
১) বায়ো ডাটা।
২) সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
৩) বয়সের প্রমাণপত্র।
৪) দুটো কালার পাসপোর্ট সাইজ ফটো।
অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখার লিংক:
আরও পড়ুন - Railway Apprentice Training: রেল নির্মাণ ফ্যাক্টরিতে প্রশিক্ষণের সুযোগ, দেখে নিন বিস্তারিত তথ্য