Railway Apprentice Training: রেল নির্মাণ ফ্যাক্টরিতে প্রশিক্ষণের সুযোগ, দেখে নিন বিস্তারিত তথ্য

ভারতীয় রেলে বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ। রেল নির্মাণ কারখানায় এই প্রশিক্ষণ দেওয়া হবে। কোনরকম পরীক্ষা ছাড়াই মেধার ভিত্তিতে নিয়োগ করা হবে। ট্রেনিং চলাকালীন প্রতিমাসে স্টাইপেন্ডের ব্যবস্থা রয়েছে। ইচ্ছুক প্রার্থীরা জেনে নিন বয়স, বেতন সহ সম্পূর্ণ আবেদন পদ্ধতি।

রায়না ঘোষ
রায়না ঘোষ
Railway apprentice recruitment
Railway recruitment (image credit- Google)

ভারতীয় রেলে বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ। রেল নির্মাণ কারখানায় এই প্রশিক্ষণ দেওয়া হবে। কোনরকম পরীক্ষা ছাড়াই মেধার ভিত্তিতে নিয়োগ করা হবে। ট্রেনিং চলাকালীন প্রতিমাসে স্টাইপেন্ডের ব্যবস্থা রয়েছে।  ইচ্ছুক প্রার্থীরা জেনে নিন বয়স, বেতন সহ সম্পূর্ণ আবেদন পদ্ধতি।

প্রশিক্ষণের নাম:

অ্যাপ্রেন্টিস ট্রেনিং।

প্রশিক্ষণের সময়সীমা:

১ বছর।

যেসব ট্রেডে নিয়োগ করা হবে:

ফিটার, মেশিনিস্ট, মেকানিক (মোটর ভেহিকেল), টার্নার, CNC প্রোগ্রামিং কাম অপারেটর, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স মেকানিক।

শূন্যপদ(Vacancy):

১৯২ টি।

বয়স(Age):

১৩/০৯/২০২১ তারিখের হিসাবে বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। OBC প্রার্থীরা সর্বোচ্চ বয়সে ৩ বছর, SC/ ST প্রার্থীরা সর্বোচ্চ বয়সে ৫ বছর ছাড় পাবেন।

আরও পড়ুন -WB Govt take over Mother Dairy: "মাদার ডেয়ারির" নাম এবার থেকে "বাংলা ডেয়ারি", ঘোষণা মুখ্যমন্ত্রীর

শিক্ষাগত যোগ্যতা(Educational qualification):

কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং (NCVT) স্বীকৃত ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট (NTC) থাকতে হবে।

স্টাইপেন্ড(Stipend):

ফিটার, মেশিনিস্ট, মেকানিক (মোটর ভেহিকেল), টার্নার, ইলেকট্রিশিয়ান এবং ইলেকট্রনিক মেকানিক পদের জন্য শুরুতে প্রতি মাসে বেতন ১২,২৬১ /- টাকা এবং CNC প্রোগ্রামিং অপারেটর পদের জন্য শুরুতে প্রতি মাসে বেতন ১০,৮৯৯/- টাকা।

আবেদন পদ্ধতি(Application procedure):

আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। https://rwf.indianrailways.gov.in/ এই ওয়েবসাইট থেকে নির্দিষ্ট ফর্মটি ডাউনলোড করে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে নিম্নলিখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। আবেদন করতে পারবেন আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা(Address):

The Senior Personnel Officer, Rail Wheel Factory, Personnel Department, Yelahanka, Bangalore- 560064

আবেদন ফি(Fees):

আবেদনকারীকে প্রিন্সিপাল ফিনান্সিয়াল অ্যাডভাইজার/ রেল হুইল ফ্যাক্টরি এর আনুকূল‍্যে ১০০ টাকার একটি পোস্টাল অর্ডার/ ডিমান্ড ড্রাফ কাটতে হবে এবং এই নথিটি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করে দিতে হবে। ST/SC/PWD এবং মহিলা প্রার্থীদের জন‍্য কোনোরকম আবেদন ফি লাগবে না।

আরও পড়ুন - DF & FW Recruitment 2021: কৃষি বিভাগে বিভিন্ন পদে চুক্তিভিত্তিক নিয়োগ শুরু, দেখুন তথ্য

Published On: 19 August 2021, 10:46 AM English Summary: Railway Apprentice Training: Opportunity to learn in railway construction factory, see detailed information

Like this article?

Hey! I am রায়না ঘোষ . Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters