বোরো ধান পরিচর্যায় শেষ সময়ে মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। প্রধান আবাদি ফসল নানা জাতের বোরো ধান চারা কৃষকরা পরিচর্যা করছেন। বেশীর ভাগ ক্ষেত্রে কৃষকরা মাঠে বোরো ধানের চাষ করেছেন । কিছু কিছু জায়গায় আলু আবাদের পর শেষ সময়ে লাগানো বোরো ধানের ক্ষেতে এখনও কৃষকরা আগাছা পরিষ্কার করছেন। তবে অধিকাংশ জমিতে ধানের চারা থেকে শীষ বের হয়েছে।
বর্তমানে সারের অভাব দূর হয়েছে। তাছাড়া বিভিন্ন ফসল উৎপাদনে কৃষি অফিস থেকে কৃষকদের সার্বিক সহায়তা করে হচ্ছে । তাই গতবারের চেয়ে বর্তমানে বোরো ধান চাষে সেই ভালো ফলনের আশা করছেন চাষীরা ।
আরও পড়ুনঃ বেল ফুল চাষ করুন,খরচের থেকে আয় হবে দ্বিগুন,জেনে নিন সঠিক পদ্ধতি
কৃষক গোপাল মন্ডল জানান, আলু আবাদের পরে শেষ সময়ে এবার দেড় বিঘা জমিতে বোরো ধান লাগিয়েছি। এখন আগাছা পরিষ্কার করছি। আশা করি, বোরো ধানের ফলন ভালো হবে।
কৃষি দপ্তর সুত্রে জানা গেছে, চলতি মৌসুমে কৃষকদের উচ্চ ফলনশীল বোরো হাইব্রীড বীজ বিতরণ করা হয়েছে। কৃষকদের কৃষি প্রণোদনার সার ও বীজ প্রদান করা হয়েছে।
আরও পড়ুনঃ বৈশাখ মাসে পাট চাষে কৃষকদের কি কি করণীয়
ইতোমধ্যেই অধিকাংশ জমিতে বোরো ধানের চারা লাগানো হয়েছে। আলু আবাদের পরে যারা একই জমিতে শেষ সময়ে বোরো ধান লাগিয়েছেন সে সমস্ত কৃষকরা উৎসবমুখর পরিবেশে ধানের চারা পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। আর অধিকাংশ ধানের শীষ বের হয়েছে।