বোরো ধানের ফলনে আনন্দে আত্মহারা কৃষকরা,চিন্তা শুধু সঠিক দাম নিয়ে!

গত বছর ধানের ভালো দাম পেয়ে কৃষকরা চলতি মৌসুমে ব্যাপকভাবে বোরো চাষ করছেন । এরই মধ্যে বোরো চাষকে ঘিরে মাঠে মাঠে যেন উৎসব শুরু হয়েছে।

Saikat Majumder
Saikat Majumder
মাঠে ভরে উঠেছে সোনালী রঙের ধানে

বোরো ধানের ফলনে কৃষকের মন আনন্দে ভোরে উঠছে। তাই কৃষকরা ক্ষেতের দোল খাওয়া ধান দেখে স্বপ্ন বুনছেন। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশা করছেন কৃষকরা। 

এবার  রাজ্য়ে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ৫ লাখ হেক্টরের বেশি। বর্তমানে বোরো ধানের বয়স হয়েছে ৯০ থেকে ১০০ দিন। আর মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ধান কাটা মাড়াই শুরু হবে। এবার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। অপরদিকে এবার আউশ ধানের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬২ হাজার হেক্টরের বেশি জমিতে। আউশ ধানও বপন ও পরিচর্যা শুরু হয়েছে অনেক স্থানে। 

কৃষি বিভাগের আধিকারিকরা সার্বক্ষন মাঠে কাজ করছেন। আধিকারিকরা  প্রতিদিন মাঠ পর্যায়ে কৃষি বিভাগের যারা কাজ করছেন তাদের সাথে যোগাযোগ রেখে চলেছে।

আরও পড়ুনঃ জেনে নিন মালচিং পদ্ধতিতে চাষ করে কিভাবে কম খরচে বেশি টাকা আয় করবেন

গত বছর ধানের ভালো দাম পেয়ে কৃষকরা  চলতি মৌসুমে ব্যাপকভাবে বোরো চাষ করছেন । এরই মধ্যে বোরো চাষকে ঘিরে মাঠে মাঠে যেন উৎসব শুরু হয়েছে। কৃষকরা বলছেন, ধানের দাম ভালো পেয়ে আরও উৎসাহ নিয়ে আবাদ করছেন। তবে এবছর বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা কৃষি বিভাগের।

আরও পড়ুনঃ ভিয়েতনাম থেকে আসছে লাল কাঁঠাল,চাহিদা বাড়ছে ধীরে ধীরে, আজই শিখে নিন চাষ পদ্ধতি

Published On: 11 April 2022, 05:16 PM English Summary: Farmers are overjoyed at the Boro paddy crop, thinking only about the right price!

Like this article?

Hey! I am Saikat Majumder. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters