এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 16 December, 2023 11:44 AM IST

কৃষিজাগরন ডেস্কঃ  ভেজাল আলুবীজ বোঝাই লরি আটকে বিক্ষোভ দেখাল ধূপগুড়ি আলু ব্যাবসায়ী সমিতির সদস্যরা।অনেক দিন আগে থেকেই অভিযোগ উঠছিল ধূপগুড়ি সহ জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় নামী কোম্পানীর নাম ব্যবহার করে নিম্নমানের আলুর বীজ বিক্রি করা হচ্ছে।এদিন হাতেনাতে তার প্রমান মিলল।

সুত্রের খবর, উত্তরবঙ্গ আলু ব্যাবসায়ী সমিতির সদস্যের কাছে আগে থেকেই খবর ছিল যে শিলিগুড়ি এলাকায় একটি আলু বীজ বোঝাই লরি দাঁড়িয়ে রয়েছে।‘ভাট্টি এগ্রিটে’ কোম্পানির ট্যাগ লাগানো বীজের প্যাকেট ছিল গাড়িটিতে। গাড়িটি দেখার পর উত্তরবঙ্গ আলুর ব্যবসায়ী সমিতির সদস্যদের সন্দেহ হয়। লরির চালককে এই বিষয়ে প্রশ্ন করা হলে, তিনি সঠিকভাবে কোনও তথ্য দিতে পারেননি। ফলে সন্দেহ আরও দৃঢ় হয়।

আরও পড়ুনঃ চাচার ভিন্ন স্টাইল! ছোলা চাষ করতে দেখা গেল প্রাক্তন মুখ্যমন্ত্রীকে, ভিডিও ভাইরাল

এরপর তাঁরা সেই কোম্পানির সঙ্গে যোগাযোগ করেন গাড়ির নাম্বার জানানো হয় তাঁদের। এরপরেই কোম্পানির তরফ থেকে লিখিত ভাবে জানিয়ে দেওয়া হয় যে গাড়িতে করে আলু বীজ গুলি আনা হয়েছে সেই আলুর বীজ তাঁদের কম্পানির নয়। আর এর থেকেই পরিষ্কার হয়ে যায় যে সেই কোম্পানির নাম ব্যবহার করে নিম্নমানের আলুর বীজ ঢুকছিল শহরে। যে আলুর বীজ বেশি দামে বিক্রি করে বেশি মুনাফা লাভ করার লক্ষ্য ছিল এক শ্রেণির অসাধু আলুবীজ ব্যবসায়ীর।

আরও পড়ুনঃ শীতের মরশুমে সবজির বাজারে পতন,জেনে নিন আজকের বাজার দর

এই ঘটনার পরে চিন্তায় দিন কাটছে উত্তরবঙ্গের আলুচাষীদের।কারন যদি এই ভেজাল আলুর বীজ বাজারে ছড়িয়ে পড়ত, তাহলে ক্ষতির মুখে পড়তেন কৃষকরা। তবে কৃষি দফতর এবং টাস্ক ফোর্সের নজরদারি এড়িয়ে কিভাবে ভেজাল আলুর বীজের রমরমা বাজার চলছিল তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে।

English Summary: Farmers face losses due to adulterated potato seeds in North Bengal
Published on: 16 December 2023, 11:44 IST