শীতের মরশুমে সবজির বাজারে পতন,জেনে নিন আজকের বাজার দর

শহর কলকাতায় নানা ধরনের সবজির দাম রয়েছে চড়া। বেশির ভাগ সবজির দাম কিছুটা বাড়লেও, কয়েকটি সবজি কিন্তু একেবারে কম দামে কিনতে পারেন।

KJ Staff
KJ Staff

কৃষিজাগরন ডেস্কঃ  শহর কলকাতায় নানা ধরনের সবজির দাম রয়েছে চড়া। বেশির ভাগ সবজির দাম কিছুটা বাড়লেও, কয়েকটি সবজি কিন্তু একেবারে কম দামে কিনতে পারেন। বুঝে বাজার করতে পারলে একাধিক সবজি কিনতে পারেন কম অর্থ খরচ করেই। সবচেয়ে সস্তায় কোন কোন জিনিস কিনতে পারেন? বাজারের দিকে নজর দিয়ে দেখে নেওয়া যাক।বেগুন ৫০-৬০ টাকা কিলো, কাঁকরোল ৫০ টাকা কিলো, শিম প্রতি কিলো ৫০ টাকা, বরবটি ৫০ টাকা কিলো, ফুলকপি প্রতি পিস ২০-২৫ টাকা, বাঁধাকপি প্রতি পিস ১০-১২ টাকা, ধনেপাতা ১৪০ টাকা কিলো, চিচিঙ্গা ৪০ টাকা প্রতি কিলো, গাজর প্রতি কিলো ৫০ টাকা, লাল শাক ১০ টাকা আঁটি, লাউশাক ১৫ টাকা আঁটি, পালং ২০ টাকা আঁটি,  পেঁয়াজ প্রতি কিলো ৪০-৪৫ টাকা (পাইকারি বাজার দর প্রতি কিলো ৩০-৩৫ টাকা), আদা প্রতি কিলো ১০০-১২০ টাকা।

কাঁচালঙ্কা প্রতি কিলো ৮০-১০০ টাকা, জ্যোতি আলু ১৮-২০ টাকা প্রতি কিলো (পাইকারি বাজার দর প্রতি কিলো ১৩-১৬ টাকা), চন্দ্রমুখী আলু ২২-২৫ টাকা কিলো (পাইকারি বাজার দর প্রতি কিলো ১৮-২০ টাকা), পেঁপে ১৮-২০ টাকা কিলো, লাউ প্রতি কিলো ৩০ টাকা, উচ্ছে প্রতি কিলো ৪০ টাকা, টমেটো প্রতি কিলো ৮০ টাকা, কুমড়ো প্রতি কিলো ২০-৩০ টাকা, গাঁটি কচু ৩০ টাকা কিলো, মুলো ২৫-৩০ টাকা কিলো, শসা ৫০ টাকা কিলো, ঢ্যাঁড়স প্রতি কিলো ৪০ টাকা, পটল প্রতি কিলো ৪০ টাকা, মটরশুঁটি ৮০ টাকা কিলো, ঝিঙা ৪০ টাকা কিলো

আরও পড়ুনঃ কমানো হল আমেরিকান আপেলের আমদানি শুল্ক, ক্ষুব্ধ কাশ্মীরি কৃষকরা

মুরগির মাংস (গোটা) প্রতি কেজি ১২০-১৩৫ টাকা, মুরগির মাংস (কাটা) প্রতি কেজি ১৫০-১৭০ টাকা, পাঁঠা / খাসির মাংস প্রতি কেজি ৬২০-৭০০ টাকা, গলদা চিংড়ি প্রতি কেজি ৫০০-৫৫০ টাকা, বাগদা চিংড়ি প্রতি কেজি ৬০০-৭০০ টাকা, রুই মাছ (গোটা) প্রতি কেজি ১৪০-১৬০ টাকা, রুই মাছ (কাটা) প্রতি কেজি ১৮০-২০০ টাকা, 

আরও পড়ুনঃ কেন G20 কৃষকদের জন্য এত গুরুত্বপূর্ন?

কাতলা মাছ (কাটা) প্রতি কেজি ৩০০-৩৫০ টাকা, ভোলা মাছ প্রতি কেজি ১২০-১৮০ টাকা, তেলাপিয়া মাছ প্রতি কেজি ১২০-১৫০ টাকা, ট্যাংরা মাছ ১৬০-২০০ টাকা কেজি, মৌরোলা ৩৫০-৪০০ টাকা, পার্শে ৩৫০-৪০০ টাকা, পাবদা ৩৫০-৪৫০ টাকা।

Published On: 15 December 2023, 12:24 PM English Summary: Fall in vegetable market in winter season, know today's market price

Like this article?

Hey! I am KJ Staff . Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters