বোরো চাষে মিলবে না সেচের জল! চিন্তায় কৃষকরা

চলতি বছরেও বোরো চাষের জন্য জল মিলবে না কাঁকসার সংলগ্ন এলাকা গুলিতে। এবারে কাঁকসার দুর্গাপুর ব্র্যাঞ্চ ক্যানাল ও পানাগড় ব্র্যাঞ্চ ক্যানাল সম্পূর্ণ বন্ধ থাকবে ফলে আমলাজোড়া পঞ্চায়েত ছাড়া অন্য পঞ্চায়েত এলাকা গুলিতে বোরো চাষের জন্য জল মিলবে না। সেচ দফতর সুত্রে এমনই খবর পাওয়া গিয়েছে।

KJ Staff
KJ Staff
বোরো চাষে মিলবে না সেচের জল! চিন্তায় কৃষকরা (সংগৃহীত ছবি)

চলতি বছরেও বোরো চাষের জন্য জল মিলবে না কাঁকসার সংলগ্ন এলাকা গুলিতে। এবারে কাঁকসার দুর্গাপুর ব্র্যাঞ্চ ক্যানাল ও পানাগড় ব্র্যাঞ্চ ক্যানাল সম্পূর্ণ বন্ধ থাকবে ফলে আমলাজোড়া পঞ্চায়েত ছাড়া অন্য পঞ্চায়েত এলাকা গুলিতে বোরো চাষের জন্য জল মিলবে না। সেচ দফতর সুত্রে এমনই খবর পাওয়া গিয়েছে।  

সুত্রের খবর অনুযায়ী, এই দুটি সেচ খালের সংস্করণের কাজ চলছে। তাই গত বারের মত এবারেও মিলবে না বোরো চাষের জল। বোরো ধান মূলত সেচ নির্ভর। সেচ নির্ভর বোরো ধানের চাষ বেশি হয় কাঁকসা ব্লকে। ডিভিসি-র সেচখালের মাধ্যমে, দুর্গাপুর ও পানাগড় ব্র্যাঞ্চ ক্যানাল থেকেই জল মেলে পশ্চিম বর্ধমানের কাঁকসার সংলগ্ন এলাকা গুলিতে। আমন ধান চাষে সেচ খাল থেকে জল মিললেও বোরো ধান চাষের জন্য সেচ খাল গুলি থেকে জল মেলে না। তবে চাষের জন্য বেশ কিছু জায়গায় সাবমার্সিবল রয়েছে।

আরও পড়ুনঃ শীতের মরশুমে পাখিদের অমরকানন উত্তরবঙ্গ

কৃষি দফতর সূত্রে খবর, ব্লকে ডিভিসি-র সেচ খাল থেকে প্রায় সাড়ে তিন হাজার হেক্টর জমিতে সেচের জল পাওয়া যায়। তবে এবার পানাগড় ব্র্যাঞ্চ ক্যানাল ও দুর্গাপুর ব্র্যাঞ্চ ক্যানালে থেকে সেচের জল না মিললেও। দামোদর মেন ক্যানালে এবার জল মিলবে। ফলে আমলাজোড়া পঞ্চায়েত এবং গলসি-সহ পূর্ব বর্ধমানের চাষিরা অনেকটাই উপকৃত হবে বলে মনে করছে কৃষি দফতর।

এছাড়াও জানা গিয়েছে, গত বছর থেকে বিশ্বব্যাঙ্কের টাকায় ওই দুটি ক্যানালের সংস্কার কাজ শুরু হয়েছে। সংস্করণের কাজ তিন বছরের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে। এবারেও চাষের জল না পাওয়ায় হতাশ হয়েছেন চষিরা। তবে এবারে যে সমস্ত এলাকায় জলের ব্যবস্থা করা যাবে, সেই এলাকাগুলিতে মুসুর, কলাই, ছোলা চাষ করা যেতে পারে। এমনই পরামর্শ দিয়েছেন কৃষি দফতর।  

Published On: 11 December 2022, 01:50 PM English Summary: Farmers will not Irrigation water Boro farming

Like this article?

Hey! I am KJ Staff . Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters