এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 30 December, 2021 12:51 PM IST
বিহারের সব্জি মান্ডি (প্রতীকি ছবি)

বিহারের চাষিদের জন্য খুশির খবর । এখন থেকে তারা অনলাইনেই ফসলের দাম জানতে পারবেন। বিহারের কৃষকরা সবসময়ই দেরিতে বাজারের তথ্য পান।  তথ্য না পাওয়ার কারণে তারা ফসলের ভালো দাম পাচ্ছিলেন না । রাজ্যের কৃষকদের এই সমস্যা দূর করতে রাজ্য  সরকার agmarknet নামে একটি ওয়েব সাইট চালু করতে চলেছে । এই সাইটের মাধ্যমে  এখন কৃষকরা  বাজারের সমস্ত তথ্য ঘরে বসে পাবেন ।

আরও পড়ুনঃ স্কুলেই কি শুরু হচ্ছে ১৫-১৮ বছর বয়সীদের টিকাকরণ প্রক্রিয়া? কি জানাল নবান্ন?

বিহারের চাষিদের জন্য খুশির খবর । এখন থেকে তারা অনলাইনেই ফসলের দাম জানতে পারবেন। বিহারের কৃষকরা সবসময়ই দেরিতে বাজারের তথ্য পান।  তথ্য না পাওয়ার কারণে তারা ফসলের ভালো দাম পাচ্ছিলেন না । রাজ্যের কৃষকদের এই সমস্যা দূর করতে রাজ্য  সরকার agmarknet নামে একটি ওয়েব সাইট চালু করতে চলেছে । এই সাইটের মাধ্যমে  এখন কৃষকরা  বাজারের সমস্ত তথ্য ঘরে বসে পাবেন ।

আগামী ১ জানুয়ারি থেকে Agmark পোর্টাল পরিষেবা চালু করার প্রস্তুতি নিচ্ছে কৃষি বিভাগ। প্রকৃতপক্ষে, সারা দেশেতে মন্ডিতে সব্জির  দাম Agmark পোর্টালে আপডেট করা হয়।  কিন্তু সেই পোর্টালে  বিহারের কোনো সব্জি মান্ডির দাম নেই। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে কৃষি বিভাগ উদ্যোগ শুরু করেছে। পোর্টালের সঙ্গে কৃষকদের যুক্ত করা হচ্ছে। এগমার্ক পোর্টালের মাধ্যমে প্রতিদিন দেশের বিভিন্ন বাজারে শস্য বা সব্জির দামের সঠিক তথ্য পাওয়া যায়। কিন্তু বিহারের কোনো বাজারের দাম এই পোর্টালে থাকে না।

আরও পড়ুনঃ ট্রেনে করে বাংলাদেশে যাবে রাজস্থানের বিখ্যাত কিন্নু

কৃষি মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই পোর্টালে কৃষকদের যুক্ত  করা হবে। এ জন্য অনলাইনে আবেদন করতে হবে কৃষকদের। প্রয়োজনীয় তথ্যের সঙ্গে সার্টিফিকেটও আপলোড করতে হবে। কৃষকরা তাদের মোবাইলে বাজার সম্পর্কে তথ্য পাবেন। পোর্টালের মাধ্যমে কৃষকরা তাদের পণ্য অনলাইনে বিক্রি করতে পারবেন। এরপর সারাদেশের বাজারে  যে দাম চলছে সে অনুযায়ী কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বিক্রি করতে পারবে।

English Summary: Good news for the farmers of the state, from now on the profit of the farmers will be doubled
Published on: 30 December 2021, 12:51 IST