এবার AI এর সাহায্যে ছাগলের গর্ভধারণ করা হবে, জেনে নিন কীভাবে কাজ করবে এই প্রযুক্তি শীতকালে মাছ চাষ: জল ব্যবস্থাপনা এবং মাছের সঠিক যত্ন নেওয়া শিখুন! বাগমাল গুর্জরের সাফল্যের গল্প
Updated on: 5 June, 2022 10:40 AM IST
গ্র্যাজুয়েশন, এমএ পাস করেও চাকরিতে মন্দা! কবে মিলবে চাকরি? প্রশ্ন কৃষিমন্ত্রী শোভনদেবের

রাজ্যে দিন দিন বাড়ছে বেকারত্বের সংখ্যা। শিক্ষিত হয়েও ডিগ্রি থাকা সত্ত্বেও রাজ্যের হাজার হাজার ছেলে মেয়ে বেকার। এমনটাই দাবি তুললেন রাজ্যের (West Bengal) মন্ত্রী। এবার চাকরি নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের (Sovandeb Chatterjee)। শনিবার একটি সভায় যোগ দেন শোভনদেব চট্টোপাধ্যায়। সেদিনই রাজ্যের বেকারত্ব নিয়ে একাধিক প্রশ্ন তোলেন রাজ্যের মন্ত্রী। এদিন তিনি বলেন,  '১২ লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিক দিয়েছে, পাস করেছে ৮৬ শতাংশ। সব শিক্ষিত বেকার তৈরি হয়ে গেল'। 

উল্লেখ্য, গতকালই চলতি বছরের মাধ্যমিকের ফল প্রকাশ পেয়েছে। এই বছর পাশের হার ৮৬ শতাংশ। এই প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন রাজ্যে ১২ লক্ষ পরীক্ষার্থী ছিল তাঁর মধ্যে পাশের হার ৮৬ শতাংশ। তিনি বলেন,”  পাস করেছে কত? ৮৬% পাস করেছে। সব শিক্ষিত বেকার তৈরি হয়ে গেল । এর পর হায়ার সেকেন্ডারি, তার পর গ্র্যাজুয়েশন (Graduation), মাস্টার্স (Mastered), পলিটেকনিক (Polytechnics) । এত ছেলে তৈরি হচ্ছে প্রতিদিন । কিন্তু, তাঁরা ঘুরে বেড়াচ্ছে। গাইডেন্স দেওয়ার কেউ নেই ।' পাশাপাশি তিনি বলেন তাঁর বাড়িতে এমন অনেকজন আসেন যারা শুধুমাত্র চাকরির খোঁজ করেন। এমনকি তাঁদের কাছে রয়েছে ডিগ্রিও। প্রতিদিন সকালে ১০ জন মানুষ আমার সঙ্গে দেখা করতে এলে তারমধ্যে ৫ জন আসে চাকরির খোঁজে। বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে বহু শিক্ষিতরা।

আরও পড়ুনঃ  “কৃষকরা দেশের মেরুদণ্ড! কেন্দ্রের লক্ষ্য ক্ষুদ্র কৃষকদের ক্ষমতায়ন করা” কৈলাশ চৌধুরী

আরও একটি বিস্ফোরক মন্তব্য করেন কৃষিমন্ত্রী। তিনি দাবি তোলেন যারা কম শিক্ষিত তাঁদের চাকরি খোঁজা অনেক সহজ। তিনি বলেন, “গ্রাজুয়েশন করার থেকে যদি একটা ছেলে হায়ারসেকেন্ডারি পাস করে, অনেক জায়গায় এখন চাকরি পাওয়া যাচ্ছে। বিভিন্ন হাসপাতালে, বিভিন্ন জায়গায়। সেই এডুকেশন যদি কেউ পড়ে আসে, আমাদের সুযোগ আছে সেখানে ঢুকিয়ে দেওয়ার দু-চারটে লোক। কিন্তু গ্র্যাজুয়েট হয়ে চাকরি পাওয়া যাচ্ছে না । এম এ পাস করে, কোনও চাকরি পাওয়া যাচ্ছে না।“

আরও পড়ুনঃ  “এটা হত্যা", কেকে'র মৃত্যু প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ ঘোষ

English Summary: Graduation, MA pass, but the recession in the job! When will the job match? Question by Agriculture Minister Shobhandev
Published on: 05 June 2022, 10:40 IST