গোটা রাজ্য জুড়ে চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। রাজ্যে ব্লক অফিসে মিড- ডে- মিল প্রকল্পে গ্রূপ-সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্নাতক পাশ হয়ে থাকলেই আবেদন করতে পারেন। ছেলে ও মেয়ে উভয়েই আবেদনযোগ্য। নিয়োগ করা হবে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী- ১ ডেভলপমেন্ট ব্লক এলাকায়। আপনি যদি আবেদনের জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে জেনে নিন বয়স, বেতন, আবেদন পদ্ধতি সহ সম্পূর্ণ প্রার্থী বাছাই পদ্ধতি।
পদের নাম(Designation):
ডাটা এন্ট্রি অপারেটর (গ্রূপ-সি)
শূন্যপদ(Vacancy):
১টি।
বয়স(Age):
০১/০৯/২০২০ তারিখ অনুযায়ী বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। OBC প্রার্থীরা সর্বোচ্চ বয়সে 3 বছর, SC/ ST/ PWD প্রার্থীরা সর্বোচ্চ বয়সে ৫ বছর ছাড় পাবেন।
বেতন(Salary):
শুরুতে প্রতি মাসে ১১,০০০/- টাকা করে দেওয়া হবে।
আরও পড়ুন - Education Supervisor Recruitment: রাজ্যে এডুকেশন সুপারভাইজার নিয়োগের বিজ্ঞপ্তি, দেখুন বিস্তারিত তথ্য
শিক্ষাগত যোগ্যতা(Educational qualification):
যেকোনো শাখায় স্নাতক হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট থাকতে হবে।
আবেদন পদ্ধতি(Application procedure):
আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। নির্দিষ্ট আবেদনপত্রটি পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে একটি মুখবন্ধ খামে (মুখবন্ধ খামের ওপর “APPLICATION FOR THE POST OF DEO (CMDMP)” অবশ্যই লিখে দিতে হবে) সংশ্লিষ্ট BDO অফিসের ড্রপবক্সে সরাসরি জমা দিতে হবে যেকোন কার্যদিবসের সকাল ১১ টা থেকে বিকেল ৫ টার মধ্যে। আবেদন করতে পারবেন আগামী ২২ থেকে ২৪ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা(Address):
To Block Development Officer, Purbasthali-I Development Block, Srirampur, Purba Bardhaman
প্রয়োজনীয় নথিপত্র(Important documents):
১) বয়সের শংসাপত্র,
২) শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র,
৩) কম্পিউটার ট্রেনিং এর সার্টিফিকেট,
৪) আধার/ ভোটার/ রেশন কার্ড
৫) 3 কপি পাসপোর্ট সাইজ ছবি (1 কপি অ্যাপ্লিকেশনের সঙ্গে ও 2 কপি আলাদাভাবে)
উপরোক্ত নথিপত্রের জেরক্স কপি সংশ্লিষ্ট আবেদনপত্রের সঙ্গে যুক্ত করে দিতে হবে।
প্রার্থী বাছাই পদ্ধতি:
মোট তিনটি ধাপে প্রার্থী বাছাই করা হবে। প্রথমে ৫০ নম্বরের লিখিত পরীক্ষা, পরে ৩৫ নম্বরের কম্পিউটার টেস্ট এবং শেষে ১৫ নম্বর এর মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
অফিসিয়াল ওয়েবসাইট দেখার লিংক(Official Website):
https://purbabardhaman.nic.in/
অফিসিয়াল নোটিফিকেশন দেখার লিংক(Official notification):
https://cdn.s3waas.gov.in/s3cf67355a3333e6e143439161adc2d82e/uploads/2021/08/2021082483.pdf
আরও পড়ুন - Tomato Disease Control – জেনে নিন টমেটোর বিভিন্ন রোগ ও তার প্রতিকার পদ্ধতি সম্পর্কে