স্ত্রী২ বক্স অফিস কালেকশন সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে,২৫ দিন শেষে আয় ৫৪০ কোটি ঘরেই ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ কিউই চাষ করুন, শুধুমাত্র এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আপনি যদি কৃষিতে ক্যারিয়ার গড়তে চান তবে এমন পথ খুলবে, আপনি এই ডিগ্রি নিতে পারেন, আপনি এত উপার্জন করবেন
Updated on: 18 October, 2021 11:00 AM IST
Group c recruitment (image credit- Google)

কলকাতা এশিয়াটিক সোসাইটিতে লোয়ার ডিভিশন ক্লার্ক সহ বিভিন্ন গ্রুপ- সি ও গ্রুপ- বি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এশিয়াটিক সোসাইটি হলো কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ একটি স্ব-শাসিত সংস্থা। যেকোন ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। যেহেতু এশিয়াটিক সোসাইটি কলকাতায় অবস্থিত তাই নিয়োগের স্থান হবে কলকাতা।

পদের নাম:

অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান (গ্রুপ- বি)

মোট শূন্যপদ:

২ টি (UR- ১, OBC- ১)

বেতন:

পে লেভেল ৭ অনুযায়ী বেতন পাবেন।

বয়স সীমা:

সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা:

লাইব্রেরী সাইন্স বিষয়ে মাস্টার ডিগ্রী অথবা ব্যাচেলার ডিগ্রি পাশ।

পদের নাম:

লোয়ার ডিভিশন ক্লার্ক (গ্রুপ- সি)

মোট শূন্যপদ:

৯ টি (UR- ৭, SC- ১, OBC- ১)

বেতন:

পে লেভেল ২ অনুযায়ী বেতন পাবেন।

বয়স সীমা:

লোয়ার ডিভিশন ক্লার্ক (গ্রুপ- সি) পদে আবেদন করার জন্য বয়স সর্বোচ্চ 27 বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা:

উচ্চমাধ্যমিক পাশ। সঙ্গে কম্পিউটার জানতে হবে এবং কম্পিউটারে টাইপিং করার দক্ষতা থাকতে হবে।

আরও পড়ুন -SBI recruitment 2021: স্টেট ব্যাংকে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত, দেখুন বিস্তারিত তথ্য

পদের নাম:

বাইন্ডার/ Mender (গ্রুপ- সি)

মোট শূন্যপদ:

১ টি (UR)

বেতন:

পে লেভেল ২ অনুযায়ী বেতন পাবেন।

বয়স সীমা:

সর্বোচ্চ 27 বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা:

অষ্টম শ্রেণী পাশ। সঙ্গে কোনো সরকারি প্রেসে অন্তত পাঁচ বছরে বাইন্ডিং -এর অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম:

জুনিয়ার অ্যাটেনডেন্ট (গ্রুপ- সি)

মোট শূন্যপদ:

৫ টি (UR- ৪, SC- 1)

বেতন:

পে লেভেল ১ অনুযায়ী বেতন পাবেন।

বয়স সীমা:

সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা:

অষ্টম শ্রেণী পাশ। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা।

প্রতিক্ষেত্রে বয়স হিসাব করবেন ৩০/১১/২০২১ তারিখের হিসাবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা (SC/ ST/ OBC/ PWD/ Ex- Serviceman) সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমায় ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি:

আবেদন করতে হবে নির্দিষ্ট ফরমেটে। কলকাতা এশিয়াটিক সোসাইটির অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন। এছাড়াও এই প্রতিবেদনের নিচের লিঙ্কে ক্লিক করে আবেদন পত্র ডাউনলোড করা যাবে। যে পদের জন্য আবেদন করবেন ওই পদের জন্য নির্ধারিত আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। নির্ধারিত আবেদন পত্রটি সঠিকভাবে পূরণ করে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ‘কলকাতা এশিয়াটিক সোসাইটি’ -এর অফিসের ঠিকানায় স্পিড পোস্ট বা কুরিয়ারে পাঠাতে হবে। আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ ৩০ নভেম্বর, ২০২১।

আবেদনপত্রটি যে মুখ বন্ধ খামের মধ্যে ভরে পাঠাবেন ওই খামের উপর লিখতে হবে- “Application for the post of ……………….. (যে পদে আবেদন করবেন তার নাম) against Vacancy Notice No. TASK/2021/01 Dated 08.10.2021”

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:

General Secretary, The Asiatic Society, 1 Park Street, Kolkata -700016

আবেদন ফি:

শূন্য।

আবেদনপত্রের সাথে যেসব ডকুমেন্ট সংযুক্ত করতে হবে সেগুলি হল-

১) জন্মের শংসাপত্র (মাধ্যমিকের এডমিট কার্ড)

২) জাতিগত শংসাপত্র (প্রযোজ্য হলে)

৩) সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট

৪) কম্পিউটার সার্টিফিকেট

৫) আধার কার্ড (যদি থাকে)

৬) অভিজ্ঞতা শংসাপত্র (প্রযোজ্য হলে)

অফিসিয়াল নোটিশ দেখার লিংক:

https://asiaticsocietykolkata.org/uploads/lib-trainee.pdf

আরও পড়ুন -PM Kisan Yojana: শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে আসতে চলেছে টাকা, দেখে নিন তথ্য

English Summary: Group “C” recruitment: The wisdom of appointing a clerk in the Calcutta Asiatic Society has been published
Published on: 17 October 2021, 04:09 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)