Weather Update: ঝেঁপে নামবে বৃষ্টি! শনিবার থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের “ট্র্যাক্টর কে খিলাড়ি” কৃষকদের 51 হাজার টাকা পর্যন্ত পুরস্কার “মিলিওনেয়ার ফার্মার অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডস 2024” এবার জুরির সভাপতিত্বে নীতি আয়োগের সদস্য অধ্যাপক রমেশ চাঁদ
Updated on: 21 April, 2022 4:44 PM IST
প্রতিকী ছবি

শখ পূরণ করতে মানুষ অর্থ ব্যয়ে কার্পণ্য করে না। যা আবার বাস্তবে প্রমাণ করেছেন চণ্ডীগড়ের ব্রিজ মোহন। নিজের শখের স্কুটারে বিশেষ নম্বরপ্লেট লাগানোর ইচ্ছা তাঁর। ইতিমধ্যে ইচ্ছা পূরণ করেছেন ব্রিজ মোহন। এ জন্য তাঁকে গুণতে হয়েছে প্রায় সাড়ে ১৫ লাখ টাকা । নিলামের মাধ্যমে বিশেষ একটি নম্বরপ্লেট নিজের করে নিতে রেজিস্ট্রেশন বাবদ কর্তৃপক্ষকে এ পরিমাণ অর্থ দিয়েছেন তিনি। তবে মজার ব্য়পার হচ্ছে যে স্কুটারের জন্য় এত টাকা ব্য়য় করে তিনি এই নম্বরটি কিনেছেন সেই পছন্দের স্কুটারটিই এখনো কেনা হয়ে ওঠেনি ব্রিজ মোহনের।

 

মজার বিষয় হলো, ব্রিজ মোহন নিজের জন্য যে স্কুটারটি পছন্দ করেছেন সেটির দাম ৭১ হাজার টাকা । অথচ নম্বরপ্লেটের পেছনে ইতিমধ্যে তিনি স্কুটারের প্রায় ২২ গুণ বেশি অর্থ খরচ করে ফেলেছেন।

এনডিটিভি গতকাল বুধবার এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, ব্রিজ মোহনের বাড়ি হরিয়ানার চণ্ডীগড়ে। একটি বিজ্ঞাপনী সংস্থা চালান ব্রিজ মোহন । চলতি বছরের দীপাবলি উৎসবের সময় পছন্দের একটি স্কুটার কিনতে চান তিনি। আর নিজের পছন্দের সেই স্কুটারে বিশেষ একটি নম্বরপ্লেট লাগানোর ইচ্ছা রয়েছে তাঁর। এদিকে হরিয়ানার সরকার সম্প্রতি ঘোষণা করেছে যে, বাড়তি অর্থের বিনিময়ে গাড়ি ও মোটরসাইকেলের জন্য বিশেষ নম্বরপ্লেট ব্যবহারের অনুমতি দেওয়া হবে। এ জন্য নিলাম আয়োজন করা হবে। মূলত রাজস্ব আয় বাড়াতে এ উদ্যোগ নিয়েছে হরিয়ানা সরকার।

আরও পড়ুনঃ "ভারত বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদক," প্রধানমন্ত্রী মোদী

রাজ্য সরকারের এমন ঘোষণার পর নিজের ইচ্ছা পূরণে বিশেষ নম্বরপ্লেটের জন্য চণ্ডীগড় রেজিস্ট্রেশন অ্যান্ড লাইসেন্স অথোরিটির কাছে আবেদন করেন ব্রিজ মোহন। শেষ পর্যন্ত নিলামে ১৫ লাখ ৪৪ হাজার টাকা দিয়ে কিনে নেন একটি ‘সুপার ভিআইপি’ নম্বরপ্লেট। যার নম্বর ০০০১ দিয়ে শেষ হয়েছে।

আরও পড়ুনঃ গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ২২০০ জন

English Summary: Hobby is really worth lakhs of rupees, once again Bridge Mohan
Published on: 21 April 2022, 04:16 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)