এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 17 August, 2022 4:32 PM IST

আজ অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যাকে জেরা করতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের একটি দল তাঁর বাড়িতে যায়। দুপুর ১২টার দিকে সিবিআই আধিকারিকরা বোলপুরের নিচুপট্টিতে অনুব্রতের বাড়িতে কিছুক্ষণ থেকে পরে চলে যায়।

সিবিআই ইতিমধ্যে অনুব্রতের মেয়ের নামে ১০টি সম্পত্তির হদিস পেয়েছে। সেই সব সম্পত্তি এবং অনুব্রত মেয়ের ব্যাংক হিসাব ও অর্থের উৎস নিয়ে আজ জেরা করার কথা ছিল। জেরার পর আজ সুকন্যাকে নোটিশ দেওয়া হয় বলে জানা গেছে।

সিবিআই ও ইডি তৃণমূলের দুই শক্তিধর নেতাকে গ্রেপ্তার করেছে। এর প্রথমজন হলেন প্রাক্তন শিক্ষা, শিল্প ও বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আর দ্বীতিয় জন হলেন বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। অনুব্রত গ্রেপ্তার হয়েছেন গত বৃহস্পতিবার আর পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছেন গত ২৩ জুলাই। এই দুই নেতার গ্রেপ্তারের পর তৃণমূল কংগ্রেস অনেকটাই বেকফুটে চলে গেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

গতকালই মুর্শিদাবাদের বিধায়ক ও নেতা ইদ্রিশ আলি কলকাতায় এক সভায় যোগ দিয়ে হুমকি দিয়ে বলেছেন, ‘মমতার নিন্দা এই রাজ্যবাসী সহ্য করবে না। মমতা আমাদের সততার প্রতীক। মমতাকে যেন নিন্দা করা না হয়। নিন্দা করলে নিন্দাকারীর জিব কেটে নেওয়া হবে।’

আরও পড়ুনঃ মন্ত্রীসভায় রদবদল! দেখুন কারা জায়গা পেলেন নতুন মন্ত্রীসভায়

এদিকে রাজ্যজুড়ে সিপিএম জারি রেখেছে ‘চোর ধরো, জেলে ভরো আন্দোলন’। এদিকে সৌগত রায় এবার অনুব্রতের পথ ধরে বেফাঁস মন্তব্য করে নতুন করে বিরোধীদের সমালোচনার মুখে পড়েছেন। সৌগত রায় সাধারণত খুব কম বেফাঁস মন্তব্য করতেন। গতকাল উত্তর ২৪ পরগনার কামারহাটিতে এক জনসভায় সৌগত বলেন, ‘এই রাজ্যে আমাদের সরকারই চলবে। যারা আমাদের বেশি নিন্দা করছে, এরপর আমি বলব, তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে। ওই দিনের জন্য অপেক্ষা করুন।’

তিনি আরও বলেন, ‘বিজেপি ও সিপিএমের কারও ক্ষমতা নেই মিছিল করার। তাঁদের আমি আজ হুঁশিয়ারি দিয়ে গেলাম, কামারহাটিতে কেউ ‘চোর চোর’ বলে মিছিল করলে তাঁদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হবে, যাতে করে ওদের পার্টি অফিসেই ঢুকে যেতে হবে। বের হতে পারবে না।’

সৌগত রায়ের এসব মন্তব্যের পর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, ‘একজন অধ্যাপকের মুখ থেকে এসব কথা বেরিয়ে আসায় লজ্জায় আমাদের মাথা হেট হয়ে গেছে। কারণ, আমি নিজেও একজন অধ্যাপক।আজ তৃণমূলের সৌজন্যে বাংলার রাজনৈতিক সংস্কৃতি যেভাবে নর্দমায় পৌঁছে গেছে, সৌগত রায় তাই প্রমাণ করলেন।’

আরও পড়ুনঃ 'বাংলাকে ভাঙতে গেলে আগে সত্যিকারের সিংহের সঙ্গে লড়!' চ্যালেঞ্জ মমতার

সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, ‘তৃণমূল নেতা মদন মিত্র এসব কথা বললে অনেকেই মেনে নিতেন। কিন্তু যখন সৌগত রায় বলেছেন, তখন আমাদের বুঝে নিতে হবে, তৃণমূলের রাজনীতির সংস্কৃতি কোথায় গিয়ে পৌঁছেছে? আসলে মানুষ ঘাবড়ে গেলে এসব কথা বলে!’

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী আবার একহাত নিয়ে বলেছেন, ‘সৌগত রায় এমন কথা বলার লোক নন; চাপে পড়ে বলছেন। তৃণমূল নেতারা চাপ দিচ্ছেন, বলছেন এভাবে গালাগালি দিতে হবে।’

English Summary: How did crores of rupees come? Now CBI has issued a notice to interrogate Anuvrata's daughter
Published on: 17 August 2022, 04:32 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)