মন্ত্রীসভায় রদবদল! দেখুন কারা জায়গা পেলেন নতুন মন্ত্রীসভায়

সোমবার নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মন্ত্রিসভা ভেঙে নতুন করে তৈরি হবে না। সুব্রতদা (সুব্রত মুখোপাধ্যায়) আর নেই।

KJ Staff
KJ Staff

পার্থ-কাণ্ড সামাল দিতে বুধবার বিকেলে পশ্চিমবঙ্গ রাজ্য মন্ত্রিসভায় রদবদল আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন করে মন্ত্রিসভায় যুক্ত করা হয়েছে আটজনকে। এর মধ্যে পূর্ণমন্ত্রী করা হয়েছে পাঁচজনকে। তিনজনকে করা হয়েছে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ও প্রতিমন্ত্রী। মন্ত্রিসভা থেকে চারজনকে বাদ দেওয়া হয়েছে।

দুর্নীতির অভিযোগে শিল্প ও বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হাতে গ্রেপ্তার হওয়ার পর উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি ।দাবি ওঠে মমতার ইস্তফারও। পার্থ-কাণ্ডে বিপাকে পড়ে যায় তৃণমূল। সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ও। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মডেল-অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে ৫০ কোটি রুপি উদ্ধার হয়েছে।

আরও পড়ুনঃ কৃষকদের সংবাদিক হওয়ার সুযোগ দেবে এগ্রিকালচার জার্নালিস্ট অ্যাসোসিয়েশন

এরপর তাঁকে মন্ত্রিসভা থেকে বাদ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের শিক্ষামন্ত্রী থাকাকালীন স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতির করে এসব অর্থ সংগ্রহ করেছিলেন বলে ধারণা করছেন তদন্ত-সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এই কেলেঙ্কারিতে সমালোচনায় পড়া তৃণমূল সরকারের ভাবমূর্তি উদ্ধারে মন্ত্রিসভায় রদবদলের সিদ্ধান্ত নেন মমতা। আজ বিকেলে কলকাতার রাজ্যপালের দপ্তর রাজভবনে নতুন মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথবাক্য পাঠ করান ভারপ্রাপ্ত রাজ্যপাল লা. গণেশন। পাঁচজন পূর্ণমন্ত্রী হলেন বাবুল সুপ্রিয়, পার্থ ভৌমিক, প্রদীপ মজুমদার, হাশীষ চক্রবর্তী ও উদয়ন গুহ। আর বর্তমানের প্রতিমন্ত্রী বীরবাহা হাসদাকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী করা হয়েছে। প্রতিমন্ত্রী করা হয়েছে আরও তিনজনকে। তাঁরা হলেন বিপ্লব রায় চৌধুরী, সত্যজিৎ বর্মণ ও তাজমুল শেখ।

আরও পড়ুনঃ পদ্মা সেতু ভ্রমনের জন্য চালু হল ৯৯৯ টাকার ট্যুর প্যাকেজ

প্রসঙ্গত, সোমবার নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মন্ত্রিসভা ভেঙে নতুন করে তৈরি হবে না। সুব্রতদা (সুব্রত মুখোপাধ্যায়) আর নেই। সাধনদা (সাধন পাণ্ডে)-ও নেই। পার্থ চট্টোপাধ্যায় জেলে রয়েছেন। অনেকগুলো মিনিস্ট্রি ফাঁকা পড়ে রয়েছে। বুধবার বিকেল চারটের সময় মন্ত্রিসভার নতুন সদস্যদের নাম ঘোষণা করা হবে। চার পাঁচজনকে দলের কাজে লাগানো হবে। পাঁচ ছয় জনকে নতুন নিয়ে আসা হবে।”

Published On: 04 August 2022, 05:45 PM English Summary: Cabinet reshuffle! See who got a place in the new cabinet

Like this article?

Hey! I am KJ Staff . Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters