এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 6 December, 2023 3:54 PM IST

কৃষিজাগরন ডেস্কঃ দিল্লিতে অনুষ্ঠিত ভারতের প্রথম কোনো কৃষি অ্যাওয়ার্ড 'মিলিনিয়র ফার্মার অব ইন্ডিয়া অ্যাওয়ার্ড ২০২৩'-এর প্রথম দিনে কৃষকদের উন্মাদনা ছিল চোখে পরার মত।বাংলার বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা এসেছিলেন এই অনুষ্ঠানে যোগ দিতে।টানা তিন দিন ধরে এই অনুষ্ঠান চলবে দিল্লির পুসা গ্রাউন্ডে।আজ পাঁচটি করে সভার আয়োজন করা হয়েছে।প্রথম দিনের দ্বিতীয় সভায় কৃষকদের আয় ত্বরান্বিত করতে শিল্প সমিতির ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডঃ কেসি রবি, চেয়ারম্যান, ক্রপলাইফ ইন্ডিয়া, মনোজ মেনন, নির্বাহী পরিচালক, ICCOA।

মনোজ মেনন বলেন, ভারত একটি বৃহৎ দেশে এখানে বিভিন্ন প্রকারের চাষ বিভিন্ন ভাবে করা হয়।আমাদের সংস্থা দেশের ২৮টি রাজ্যে কৃষকদের জন্য কাজ করে চলেছে।জৈব কৃষির প্রকৃয়া সম্পর্কে আমরা ক্রমাগত কৃষকদের প্রশিক্ষন দিয়ে চলেছি।প্রায় ২লাখ কৃষক আমাদের সঙ্গে কাজ করে চলেছে...

আরও পড়ুনঃ Mahindra Tractors MFOI 2023: কৃষক পাবে প্রাপ্য সম্মান! ২৬ বছরের স্বপ্নপুরণ, ইতিহাস লিখবে কৃষি জাগরণ

ডাঃ আর কে ত্রিবেদী, নির্বাহী পরিচালক, এনএসএআই,তিনি বলেন,কৃষিজাগরনের পুরো টিমকে অনেক অনেক ধন্যবাদ 'মিলিনিয়র ফার্মার অব ইন্ডিয়া অ্যাওয়ার্ড ২০২৩' করার জন্য। বীজ এবং কৃষকের সম্পর্ক অন্তন্ত নিবির। …তিনি বলেন,কৃষকদের কাছে যদি ভালো মানের বীজ থাকে তাহলে অন্য কোনও রকম যন্ত্র অথবা সার ছাড়াই তারা ভালো ফলন পেতে পারে।তাই বীজের গুরুত্ব আমাদের বুঝতে হবে।

আরও পড়ুনঃ প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন গুজরাতের রাজ্যপাল করলেন শ্রী আচার্য দেবব্রত

সতীশ তিওয়ারি, ভাইস প্রেসিডেন্ট-মার্কেটিং অ্যান্ড সেলস, জেনক্রেস্ট,তিনি বলেন,আমাদের সমাজ এটাই ভাবে যে অভিনে্তা,ক্রিকেটার,ডাক্তার,বিজনেস ম্যান,মিলিনিয়র হতে পারে  কিন্তু একজন কৃষক কিভাবে হতে পারে...তাই আজ এখানে মিলিনিয়র কৃষক দেখে আমি আপ্লুত...।আমিও একজন কৃষক সন্তান।বিগত ২০বছর ধরে আমি কৃষকদের জন্য কাজ করে চলেছি।এটা বলতে পেরে আমি গর্বিত…

English Summary: I am farmer's son, I am proud Satish Tiwari
Published on: 06 December 2023, 03:54 IST