Mahindra Tractors MFOI 2023: কৃষক পাবে প্রাপ্য সম্মান! ২৬ বছরের স্বপ্নপুরণ, ইতিহাস লিখবে কৃষি জাগরণ

এক ঐতিহাসিক দিনের সাক্ষী হতে চলেছে গোটা দেশ। দেশের অর্থনৈতিক গতির বৃদ্ধি এবং টিকিয়ে রাখার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ অবদান কৃষকদের। সেই অবদান এবার পাবে প্রাপ্য সম্মান। কৃষকদের লাইমলাইটে আনছে কৃষি জাগরণ

Rupali Das
Rupali Das
Mahindra Tractors MFOI 2023: কৃষক পাবে প্রাপ্য সম্মান! ২৬ বছরের স্বপ্নপুরণ, ইতিহাস লিখবে কৃষি জাগরণ

এক ঐতিহাসিক দিনের  সাক্ষী হতে চলেছে গোটা দেশ। দেশের অর্থনৈতিক গতির বৃদ্ধি এবং টিকিয়ে রাখার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ অবদান কৃষকদের। সেই অবদান এবার পাবে প্রাপ্য সম্মান। কৃষকদের লাইমলাইটে আনছে কৃষি জাগরণ। হাতে আর সময় কিছুক্ষন। কাল সূর্যোদয়ের পরই দেশ পাবে তাঁর মিলিয়নেয়ার ফার্মারদের তালিকা। ভারতের ইতিহাসে লেখা  হবে এই দিন যেদিন মাটির মানুষের মিলিয়নেয়ার হওয়ার কাহিনি শুনবে গোটা দেশ। আগামী ৬,৭,৮ই ডিসেম্বর হতে চলেছে Mahindra Tractors মিলিয়নেয়ার ফার্মার অফ ইন্ডিয়া।

এটি শুধু একটি অ্যাওয়ার্ড শো নয় এর সঙ্গে জড়িয়ে আছে দেশের অন্নদাতাদের আবেগ, আশা, তাঁদের বেঁচে থাকার টিকে থাকার লড়াইয়ের কাহিনি। এই প্ল্যাটফর্মেই কোনায় কোনায় ধ্বনিত হবে তাঁদের বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু গড়ে তোলার কাহিনি। আর শুধু কৃষক নয় আগামীকাল স্বপ্ন পূরণ হতে চলেছে আরও একজন কর্মকর্তার যিনি গত ২৬ বছর ধরে এই দিনটির স্বপ্ন বুনেছেন। নিজের জেদকে অমলিন রেখে এগিয়ে গেছেন স্বপ্ন পূরণের লক্ষ্যে। তিনি হলে কৃষি জাগরণের প্রতিষ্ঠাতা এবং প্রধান সম্পাদক এম সি ডমিনিক। তিনিও একজন কৃষক পরিবারের সন্তান। মাটির সঙ্গে তাঁর টান সেই জন্ম থেকেই। তাই মাটির সঙ্গে জড়িত মানুষদের আবেগ, আশাটা তিনি খুব ভালো বোঝেন। দেশের অন্নদাতাদের প্রাপ্য সম্মান দিয়ে গ্ল্যামার জগতের সঙ্গে যুক্ত করার স্বপ্নের উড়ান অবশেষে উড়বে সাফল্যের আকাশে।

আরও পড়ুনঃ  'MFOI কিষাণ ভারত যাত্রা' শুভ উদ্ধোধন করতে চলেছেন নিতিন গড়করি

তিনি বলেন, "এই উদ্যোগের মাধ্যমে,কৃষি জাগরণের লক্ষ্য কৃষি ক্ষেত্রে কিংবদন্তি এবং আইকন তৈরি করা, লোকেরা কেবল কৃষকদের সম্পর্কে নেতিবাচক দিকগুলি দেখে, যেমন তারা কতটা হতাশ, কিন্তু  তাদের কৃতিত্বগুলি কেউ তুলে ধরে না।

আরও পড়ুনঃ  'মিলিনিয়র ফার্মার অব ইন্ডিয়া অ্যাওয়ার্ড ২০২৩’ স্পনসর করে কৃষকদের পাশে দাঁড়াল FMC কর্পোরেট 

তবে কৃষকদের সম্মানিত করার এই চেষ্টা আজ শুধু আমাদের দেশেই সীমাবদ্ধ নয়। এর রেস কৃষি জাগরণের হাত ধরে ছড়িয়ে পড়েছে বিশ্বের একাংশে। এই সম্পর্কে এম সি ডমিনিক বলেন, “ "আমরা সবেমাত্র 'দ্য মিলিওনেয়ার ফার্মার অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডস'-এর বক্তৃতা শুরু করেছি এবং দূর-দূরান্তে ঢেউ অনুভব করা যায়, হ্যাঁ, আমাদের ধারণাটি বিশ্বের বিভিন্ন দেশ গ্রহণ করেছে। আমরা মালয়েশিয়া এবং জাপানের সাথে সহযোগিতা করব, এবং আমরা দুবাইয়ের সাথেও আলোচনা করছি।

মিলিওনেয়ার ফার্মার অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডের প্রধান অতিথি হতে চলেছেন ভারতের সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী  নিতিন গড়করি ।

MFOI-এর টাইটেল স্পন্সর হল Mahindra Tractors, আর ব্যাঙ্কিং পার্টনার হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, SBI৷ কিটের পৃষ্ঠপোষক হল ধানুকা এগ্রিটেক লিমিটেড, অন্যদিকে খাদ্য ও পানীয় অংশীদার হল আনন্দ, বিরা, এমডিএইচ, সাফল, ডিসিএম শ্রীরাম সুগার এবং ডাবর হরে কৃষ্ণ গৌশালা। অন্যান্য গুরুত্বপূর্ণ পৃষ্ঠপোষকদের মধ্যে রয়েছে - কোরোমন্ডেল ফিউচার পজিটিভ, এফএমসি কর্পোরেশন রাসায়নিক উত্পাদনকারী কোম্পানি, হোন্ডা, সোমানি সিডজ, ন্যাশনাল কমোডিটি অ্যান্ড ডেরিভেটিভস এক্সচেঞ্জ লিমিটেড (এনসিডিইএক্স), এবং এজিএমএ প্রাইভেট লিমিটেড।

প্রদর্শকদের তালিকার মধ্যে রয়েছে - ভারত সার্টিস এগ্রিসেন্স লিমিটেড, ডিহাট, ফ্রম সিডস টু মার্কেট, জেনক্রেস্ট, গোকুল এগ্রি ইন্টারন্যাশনাল লিমিটেড, মাহিন্দ্রা ফাইন্যান্স, পিআই ইন্ডাস্ট্রিজ, স্যানি, স্টিহল, উইলোউড, এডিএস অ্যাগ্রো টেক প্রাইভেট লিমিটেড, আমুল, এউ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক, ভোলানাথ, কৃষ্টি প্রার্থনা। ইলোরা, ডাঃ গোয়েলস, GROWiT, ISAB, Kalash, Global Electronics, FertiGlobal, Stanley Black and Decker, Baramati Agro.

Published On: 05 December 2023, 06:25 PM English Summary: Farmers will get the respect they deserve! history will be written by KRISHI JAGRAN

Like this article?

Hey! I am Rupali Das. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters