এবার AI এর সাহায্যে ছাগলের গর্ভধারণ করা হবে, জেনে নিন কীভাবে কাজ করবে এই প্রযুক্তি শীতকালে মাছ চাষ: জল ব্যবস্থাপনা এবং মাছের সঠিক যত্ন নেওয়া শিখুন! বাগমাল গুর্জরের সাফল্যের গল্প
Updated on: 12 July, 2021 4:24 PM IST
Income tax department recruitment 2021(image credit- Google)

কেন্দ্র সরকারের অধীনস্থ ইনকাম ট্যাক্স বিভাগে মাল্টিটাস্কিং স্টাফ সহ বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে | মাধ্যমিক পাশ করলে আবেদন করা যাবে | নিয়োগ করা হবে স্পোর্টস কোটাতে (Sports quota) |

পদের নাম(Designation):

ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স

শূন্যপদ(vacancy):

৮টি |

শিক্ষাগত যোগ্যতা(educational qualification):

যেকোনো শাখায় স্নাতক হতে হবে |

বেতন(Salary):

পে লেভেল ৭ অনুযায়ী শুরুতে প্রতি মাসে বেতন ৪৪,৯০০ থেকে ১,৪২,০০০ টাকা |

আরও পড়ুন -Dwarf Cow Rani: পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম গরু "রানী"

পদের নাম(Designation):

ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট |

শূন্যপদ(Vacancy):

৮৩টি |

শিক্ষাগত যোগ্যতা(Educational qualification):

যেকোনো শাখায় স্নাতক হতে হবে | ডাটা এন্ট্রির ক্ষেত্রে প্রতি ঘন্টায় ৪০০০ শব্দ লিখতে হবে |

বেতন(Salary):

পে লেভেল ৪ অনুযায়ী শুরুতে প্রতি মাসে বেতন ২৫,৫০০ থেকে ৮১,১০০ |

পদের নাম(Designation):

মাল্টি টাস্কিং স্টাফ |

শূন্যপদ(Vacancy):

৬৪টি |

শিক্ষাগত যোগ্যতা(Educational qualification):

মাধ্যমিক পাশ করে থাকতে হবে |

বেতন(Salary):

পে লেভেল ১ অনুযায়ী শুরুতে প্রতি মাসে বেতন ১৮,০০০ থেকে ৫৬,৯০০ |

বয়স(Age):

ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স পদের জন্য বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে | ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদের জন্য বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে | মাল্টি টাস্কিং পদের জন্য বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে | SC/ST প্রার্থীরা ১০ ও OBC প্রার্থীরা ৫ বছরের বয়সের ছাড় পাবেন |

আবেদন পদ্ধতি(Application procedure):

আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে |  https://www.incometaxmumbai.gov.in/ এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম পূরণ করতে হবে | আবেদনের শেষ তারিখ ২৫ অগাস্ট পর্যন্ত |

আরও পড়ুন -Sansad Television Recruitment 2021: লোকসভা টিভিতে নিয়োগ চলছে, দেখুন বিস্তারিত তথ্য

English Summary: Income Tax Department Recruitment: Job opportunities in the income tax department, apply with secondary pass
Published on: 12 July 2021, 04:24 IST