এবার AI এর সাহায্যে ছাগলের গর্ভধারণ করা হবে, জেনে নিন কীভাবে কাজ করবে এই প্রযুক্তি শীতকালে মাছ চাষ: জল ব্যবস্থাপনা এবং মাছের সঠিক যত্ন নেওয়া শিখুন! বাগমাল গুর্জরের সাফল্যের গল্প
Updated on: 25 August, 2022 4:04 PM IST

কৃষিজাগরণ ডেস্কঃ সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে হাত মেলানোর অভিযোগে ইডি এবার তলব করল শ্রীলঙ্কান অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজকে। জানা গিয়েছে, প্রায় সাড়ে ৭ কোটি টাকার অবৈধ সম্পত্তির মালিকানা রয়েছে তাঁর। অভিযুক্তের সঙ্গে বন্ধুত্ব ও হাত মেলানোর অভিযোগ রয়েছে জ্যাকলিনের বিরুদ্ধে। অভিনেত্রীর সাড়ে ৭ কোটি টাকার অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। যেগুলোর মধ্যে রয়েছে জ্যাকলিনের ফিক্সড ডিপোজিটও। ইডির তরফ থেকে জানানো হয়েছে জ্যাকলিন এখন বিদেশে যেতে পারবেন না। অন্যদিকে, জ্যাকলিনের আইনজীবী প্রশান্ত প্যাটেল দাবি করেছেন, জ্যাকলিন ষড়যন্ত্রের শিকার, তাঁকে ফাঁসানো হয়েছে।

প্রতারক সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি টাকা প্রতারণার মামলায় নাম জড়িয়েছে জ্যাকলিনের। অভিনেত্রীর ঘনিষ্ঠ ছিলেন সুকেশ। তাঁর সঙ্গে প্রেমের সম্পর্কও ছিল বলে অভিযোগ। জ্যাকলিনকে নানাভাবে নানা মূল্যবান উপহার দিতেন এই সুকেশ চন্দ্রশেখর। এই মামলায় বারবার ইডির জেরার মুখে হাজির হতে হয়েছে জ্যাকলিনকে।

আরও পড়ুনঃ “অনেকেই জড়িত আছে,এটা একটা চেন বিজনেস” ১৪ দিনের জেল হেফাজত অনুব্রতর

ইডির অনুমান, সুকেশ তোলাবাজির অর্থ ব্যবহার করেই জ্যাকলিনের জন্য উপহার কিনেছেন। শুধু তাই নয়, তিনি জ্যাকলিনের পরিবারের সদস্যদের জন্যও ১৭৩,০০০ মার্কিন ডলার এবং প্রায় ২৭,০০০ অস্ট্রেলিয়ান ডলারের কাছাকাছি খরচ করেছেন। যার সবটাই বেআইনি পথে উপার্জন করা বলে জানা গিয়েছে। অতএব সেই সমস্ত সম্পত্তি এখন বাজেয়াপ্ত করার উদ্যোগ নিয়েছে ইডি।

ইডির অনুমান, সুকেশ তোলাবাজির অর্থ ব্যবহার করেই জ্যাকলিনের জন্য উপহার কিনেছেন। শুধু তাই নয়, তিনি জ্যাকলিনের পরিবারের সদস্যদের জন্যও ১৭৩,০০০ মার্কিন ডলার এবং প্রায় ২৭,০০০ অস্ট্রেলিয়ান ডলারের কাছাকাছি খরচ করেছেন। যার সবটাই বেআইনি পথে উপার্জন করা বলে জানা গিয়েছে। অতএব সেই সমস্ত সম্পত্তি এখন বাজেয়াপ্ত করার উদ্যোগ নিয়েছে ইডি।

জ্যাকলিন ও তাঁর পরিবারকে কম করে কোটি টাকার উপহার দিয়েছেন সুকেশ চন্দ্রশেখর। যার মধ্যে রয়েছে বহুমূল্য ঘোড়া, চিনা মাটির বাসন এবং গয়না। এমনকী পোষ্য বিড়ালও। গোড়ার দিকে জ্যাকলিনের নাম এই কাণ্ডে জড়ালেও সেইভাবে উত্তেজনা ছড়ায়নি। তবে সুকেশের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল হওয়ার পর থেকেই বেজায় ফেঁসেছেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ ১১ জন ‘স্বাধীন’ ধর্ষকদের মুক্তির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টের দ্বারস্থ মহুয়া

গতবছর ডিসেম্বর মাসে মুম্বই বিমানবন্দরে আটকানো হয় জ্যাকলিন ফার্নান্ডেজকে। এরপর অভিনেত্রীকে ৮ ডিসেম্বর ইডি দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়। পাঁচ ঘণ্টা ধরে ইডি আধিকারিকরা জেরা করেন শ্রীলঙ্কান সুন্দরীকে। অবশেষে আর্থিক তছরুপ প্রতিরোধ মামলার (PMLA) আওতায় এবার জ্যাকলিনের অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি।

English Summary: Jacqueline's property of 7.5 million rupees was confiscated, is the picture of the intimate moment yesterday?
Published on: 25 August 2022, 04:04 IST