লকডাউনের (Lockdown) মাঝেও কর্মীনিয়োগের প্রজ্ঞাপন জারি করল সরকার। পশ্চিমবঙ্গের হুগলী জেলায় সিঙ্গুর ব্লকের নসিবপুরে গ্রাম রোজগার সহায়ক পদে নিয়োগ করা হবে। MGNREGA অধীনে এই পদে কর্মী নিয়োগ করা হবে।
আজ আমরা MGNREGA অধীনে এই কাজটিতে কীভাবে আবেদন করতে পারবেন, সে সম্পর্কে তথ্য প্রদান করতে চলেছি।
পদের নাম (Job Details) –
গ্রাম রোজগার সহায়ক
পদসংখ্যা – ১
শিক্ষাগত যোগ্যতা (Eligibility Criteria) -
এই পদটির জন্য ন্যূনতম যোগ্যতা রাখা হয়েছে বিজ্ঞান বিভাগে ৫৫ শতাংশ নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাশ। এছাড়া আবেদনকারীর উচ্চমাধ্যমিকে পদার্থবিদ্যা ও গণিত বিষয় তাহকা আবশ্যক। বিশেষ বিষয় হল, যারা ভোকেশনালে উচ্চমাধ্যমিক পাশ করেছেন তারাও আবেদন করতে পারবেন।
এছাড়া আবেদনকারীর কম্পিউটারে বেসিক নলেজ থাকতে হবে, ন্যূনতম ৬ মাসের কম্পিউটার কোর্সে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে।
আবেদনের সময়সীমা –
আবেদন করার শেষ তারিখ আগামী ১৭ ই জুলাই বিকেল ৪ টা পর্যন্ত।
কারা আবেদন করতে পারবেন -
আবেদনকারীকে সংশ্লিষ্ট ব্লকের স্থায়ী বাসিন্দা এবং ভােটার সদস্য হয়ে থাকতে হবে ।
বয়সসীমা - ১৭/০৭/২০২১ তারিখের হিসেবে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।
বেতন-
প্রতি মাসে বেতন ১২,০০০/- টাকা ।
আবেদন পদ্ধতি (Application Procedure) –
যারা আবেদন করতে ইচ্ছুক, তাদের অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদনপত্রটি পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট (বয়সের শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র , কম্পিউটার ট্রেনিং এর সার্টিফিকেট এবং পরিচয়পত্র তথা আধার/ভোটার কার্ড সংশ্লিষ্ট) আবেদনপত্রের সঙ্গে যুক্ত করে দিতে হবে ।
এনভেলপটি MGNREGA অফিসের ড্রপবক্সে সরাসরি জমা দিতে পারেন। কোন ব্যক্তি যদি চান, তাহলে অথবা কুরিয়ার অথবা পোস্টের মাধ্যমেও এনভেলপটি প্রেরণ করতে পারেন।
আরও পড়ুন - Railway Ticket Seller Recruitment: ভারতীয় রেলে নিয়োগ চলছে টিকিট সেলার পদে
আবেদনপত্র কোথায় প্রেরণ করবেন -
ইচ্ছুক ব্যক্তিকে নিম্নলিখিত ঠিকানায় আবেদনপত্র প্রেরণ করতে হবে -
To, The Block Development Officer & Programme Officer (M.G.N.R.E.G.A. ) , Singur Devlopment Block, Singur, Hooghly
বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিঙ্কে –
https://drive.google.com/file/d/1yr1IZIWlFWjNuXrcya0kVcqGSWOfCZhF/view
আরও পড়ুন - Block Group-C Recruitment: কর্মী নিয়োগ চলছে বিডিও কর্মী অফিসে