Weather Update: ঝেঁপে নামবে বৃষ্টি! শনিবার থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের “ট্র্যাক্টর কে খিলাড়ি” কৃষকদের 51 হাজার টাকা পর্যন্ত পুরস্কার “মিলিওনেয়ার ফার্মার অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডস 2024” এবার জুরির সভাপতিত্বে নীতি আয়োগের সদস্য অধ্যাপক রমেশ চাঁদ
Updated on: 19 October, 2022 4:09 PM IST
ছবি টুইটার থেকে নেওয়া ।

কৃষিজাগরন ডেস্কঃ  এ যেন ‘শেষ হইয়াও হইল না শেষ’! আড়াই দশক পর গান্ধী পরিবারের বাইরে কেউ সভাপতি হলেন ঠিকই, কিন্তু কংগ্রেসের রাশ রইল গান্ধী পরিবারের হাতেই । সদ্য সমাপ্ত হয়েছে কংগ্রেসের সভাপতি নির্বাচন।নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শশী তারুর এবং মল্লিকার্জুন খড়গে।তাতে নির্বিঘ্নে জয় ছিনিয়ে নিয়েছেন গান্ধী পরিবারের ঘনিষ্ট মল্লিকার্জুন খড়গে। ফলত  গান্ধী দখলেই যে কংগ্রেস থেকে গেল তা নিয়ে আর কোনও সন্দেহ রইল না। 

কে হবেন কংগ্রেসের পরবর্তী সভাপতি? শশী তারুর নাকি মল্লিকার্জুন খড়গে!তার আঁচ শুরু থেকেই পাওয়া গিয়েছিল। এ অঙ্ক কিন্তু মোটেই কঠিন নয়,বরং ছিল জলের মতো সহজ। স্বয়ং সনিয়া গান্ধীর ‘ইচ্ছাতেই’ কংগ্রেস সভাপতি নির্বাচনে লড়াই করতে নেমেছিলেন মল্লিকার্জুন খড়গে। শুধু সনিয়া গান্ধীই নন গোটা গান্ধী পরিবারের ‘হাত’ ছিল এই প্রবীণ রাজনীতিকের মাথাতে।যা লড়াই শুরুর আগেই অনেকটা পিছিয়ে দিয়েছেল শশী তারুরকে। 

আরও পড়ুনঃ বেতন না পেয়ে বিপাকে মৎস্য দফতরের কর্মীরা,পূজোর আগে অল্প কিছু মেটানোর আশ্বাস মন্ত্রী বিপ্লবরায় চৌধুরীর

কিন্তু ৮০ বছরের খড়্গের তুলনায় ৬৬ বছরের তারুর জনপ্রিয়তা নতুন প্রজন্মের কাছে অনেকটাই বেশি। অন্তত সামাজিক মধ্যমে তেমনটাই দেখা যায়।সুদর্শন, সুবক্তা, সুলেখক তো বটেই, তরুণ প্রজন্মের কাছে তারুর অনেকটা ‘খোলা হাওয়া’র মতো।তবে কি তারুরের ‘দক্ষতা’ এবং ‘পরিচিতি’ই কংগ্রেস সভাপতি নির্বাচনের ময়দানে তাঁর প্রধান অন্তরায় হয়ে উঠল? শোনা যায়, তারুর যদি জনপ্রিয়তার কারণে নতুন ‘ক্ষমতাকেন্দ্র’ হয়ে ওঠেন!তা নিয়ে উদ্বেগ ছিল ১০ জনপথ।  যদিও এই বক্তব্যের কোনও আনুষ্ঠানিক সত্যতা পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ এবার রাজ্যেও লাম্পি ভাইরাসের হাতছানি, আক্রান্ত ২

গত ১৭ই অক্টোবর কংগ্রেসের ৯ হাজার জন প্রতিনিধি সভাপতি নির্বচনে অংশ গ্রহন করেছিলেন।দিল্লিতে কংগ্রেসের সদর দফতরের পাশাপাশি সব রাজ্যে কংগ্রেসের প্রদেশ দফতরেও চলেছে ভোটগ্রহণ।

মল্লিকার্জুন খড়গে যে ভোটে জিতে সভাপতি হচ্ছেন, সে বিষয়ে একপ্রকার নিশ্চিত ছিলেন কংগ্রেস নেতারা । মল্লিকার্জুন পেয়েছেন ৭৮৯২টি ভোট। অন্যদিকে শশী পেয়েছেন মাত্র ১০৭২টি ভোট। ৬ হাজার ৮২০ ভোটের ব্যবধানে জিতলেন খাড়গে।

১৯৯৮ সালের পর এই প্রথম কংগ্রেসের সভাপতি পদে গান্ধী পরিবারের বাইরের কেউ বসতে চলেছেন। এর আগে ওই পদে ছিলেন সীতারাম কেশরী।

English Summary: Khargei is the new president, after getting 1072 votes, Tharoor remained behind
Published on: 19 October 2022, 04:08 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)