এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 13 August, 2021 12:35 PM IST
KMC recruitment 2021 (image credit- Google)

রাজ্যের স্বাস্থ্য দপ্তরে গ্রূপ-সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে মিউনিসিপ্যালিটি একাউন্টস ম্যানেজার পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর‌। নিয়োগ করা হবে ন্যাশনাল আরবান হেলথ মিশনের অন্তর্গত পশ্চিমবঙ্গের যেকোনো মিউনিসিপালিটিতে। প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের অধিবাসী হতে হবে।

পদের নাম(Designation):

মিউনিসিপ্যালিটি একাউন্টস ম্যানেজার

শূন্যপদ(Vacancy):

মোট ১১ টি। (SC- ৩,ST- ১,OBC- A- ১, UR- ৫,OBC-B-১)

বয়স(Age):

প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ এর মধ্যে হতে হবে।

বেতন(Salary):

প্রতি মাসে ২৬,০০০/- টাকা।

আরও পড়ুন: Farm sector records new business registration: কৃষি খাতে নতুন ব্যবসায়িক নিবন্ধন ১০৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে

শিক্ষাগত যোগ্যতা(Educational qualification):

B.Com ডিগ্রী পাশ করে থাকতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কোনো সরকারি অথবা বেসরকারি অফিসে দু বছরে কাজ করার অভিজ্ঞতা। MS Office এবং Tele Accounting Software - কাজের দক্ষতা থাকতে হবে।

আবেদন পদ্ধতি(Application procedure):

 

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার অফিশিয়াল ওয়েবসাইট হলো https://www.wbhealth.gov.in/ , আবেদন করতে পারবেন আগামী ২৬ আগস্ট, ২০২১ তারিখ পর্যন্ত।

আবেদন ফি- অসংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি হিসেবে ১০০ টাকা ধার্য করা হয়েছে এবং সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে ৫০ টাকা ধার্য করা হয়েছে। আবেদন ফি জমা দিতে পারবেন Debit Card/ Credit Card/ Net Banking -এর মাধ্যমে। আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৮/০৮/২০২১।

আবেদন শুরু(Starting date):

১৩/০৮/২০২১

আবেদন শেষ(Last date):

 

২৬/০৮/২০২১

আরও পড়ুন -Farmer’s Son Neeraj Chopra: ভারতের ঝুলিতে সোনা আনলো কৃষকের ছেলে নিরাজ চোপড়া

English Summary: KMC Recruitment: Notice of appointment to the post of manager in the state municipality published
Published on: 13 August 2021, 12:35 IST