কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের NUHM সোসাইটিতে ফার্মাসিস্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। শূন্যপদের সংখ্যা, বেতনক্রম ও শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ বাকি গুরুত্বপূর্ণ তথ্য এই নিবন্ধে আলোচনা করা হলো,
পদের নাম(Designation):
ফার্মাসিস্ট।
শূন্যপদ(Vacancy):
মোট ২০ টি। (UR- ১৩ টি,SC (Ex- serviceman)- ২ টি, ST- ৫ টি)
বয়স(Age):
০১/০৭/২০২১ তারিখে প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে এবং সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন।
বেতন(Salary):
প্রতি মাসে ২২,০০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা(Educational qualification):
যেকোন অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফার্মাসিতে (D. Pharm) অন্ততপক্ষে দু’বছরের ডিপ্লোমা করে থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলা জানতে হবে এবং MS Office এবং ইন্টারনেট সম্পর্কে দক্ষ হতে হবে।
আবেদন পদ্ধতি(Application procedure):
আগ্রহী প্রার্থীরা তাদের সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট সহ আবেদনপত্রটি পূরণ করে মুখ বন্ধ খামে “Chief Municipal Health Officer/ Secretary, Kolkata City NUHM Society” ,CMO Bldg., 5, S.N. Banerjee Road, Kolkata- 700013 এই ঠিকানায় ড্রপবক্সে জমা দিতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস(Important documents):
বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের এডমিট কার্ড, মাধ্যমিক উচ্চমাধ্যমিক এবং স্নাতক এর মার্কশিট, ওয়েস্ট বেঙ্গল ফার্মেসি কাউন্সিল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, কম্পিউটারের সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, পাসপোর্ট অথবা ভোটার কার্ড অথবা আধার কার্ড। এইসব ডকুমেন্টস গুলির সেল্ফ এটেস্টেড করা জেরক্স কপি আবেদনপত্রের সাথে দিতে হবে।
আবেদন শুরু:
৩০/০৭/২০২১
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ(Last date):
০৩/০৮/২০২১
অফিসিয়াল নোটিফিকেশন দেখার লিংক:
https://www.kmcgov.in/KMCPortal/downloads/Engagement_Pharmacist_26_07_2021.pdf
অফিসিয়াল ওয়েবসাইট দেখার লিংক:
https://www.kmcgov.in/KMCPortal/jsp/KMCPortalHome1.jsp
বিঃ দ্রঃ আবেদনপত্রট পোস্ট অফিস বা কুরিয়ারের মাধ্যমে জমা নেওয়া হবে না, সরাসরি গিয়ে জমা দিতে হবে।
আরও পড়ুন -West Bengal Lockdown Extends: ১৫ আগস্ট পর্যন্ত রাজ্যে বাড়ানো হলো কোভিড নিয়ন্ত্রণ বিধি